ADVERTISEMENT
home / ফ্যাশন
কম খরচে দারুণ ফ্যাশন! বাজেটের মধ্যেই কলকাতার সেরা ১০টি বুটিকের খোঁজ দিচ্ছি আমরা

কম খরচে দারুণ ফ্যাশন! বাজেটের মধ্যেই কলকাতার সেরা ১০টি বুটিকের খোঁজ দিচ্ছি আমরা

আজকের দুনিয়ায় প্রলোভনের খামতি নেই। চারদিকে এত সুন্দর সুন্দর পোশাক, গয়না আরও কত কিছু। টিভিতে হাতছানি দেয় বিজ্ঞাপন। করিনা বলেন আমার মতো পোশাক পরে পার্টি করো, দীপিকা বলেন আমার মতো লেহেঙ্গা কিনে নাও এক্ষুনি! আহা, মন তো বলে ওরা যা বলছেন তাই করি। কিন্তু…! ইয়েস এই কিন্তুতে এসেই আমরা আটকে যাই। মনে হয় ধ্যাত! কিছু স্বপ্নন স্বপ্নই থাকে। করিনা বা সোনাম কাপুর যা পরেন সেটা তো ব্র্যান্ডেড জামা কাপড়। সেকি আর আমরা কিনতে পারি? আমরা বলছি সব স্বপ্ন সব সময় স্বপ্ন থাকে না। কিছু স্বপ্ন পূরণও হয়। কলকাতা(Kolkata) শহরেই আছে এমন কিছু ফ্যাশন (fashion) বুটিক (boutique) যেখানে আপনি আপনার বাজেটের (budget) মধ্যে পেয়ে যাবেন দারুণ জামাকাপড় (dresses)! দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি!

fashion butik2

ইনসাইড স্টোরি

ক্লাসি এবং এলিগ্যান্ট সামার প্রিন্ট চাইলে এখানে চলে আসুন। ড্রেস আর জাম্পস্যুটের কালেকশানও বেশ ভালো। এখানে জামাকাপড় ছাড়া স্লিং ব্যাগ ও অ্যাকসেসরিও পাওয়া যায়। পোশাকের সঙ্গে ম্যাচ করলে এক আধটা কিনে নিতে পারেন।

বাজেটঃ ১০০০ টাকার মধ্যে

ADVERTISEMENT

ঠিকানাঃ ২২০ এজেসি বোস রোড, পার্ক সার্কাস কলকাতা ২০

পিচ

সব রকমের পোশাক পাবেন এখানে। তবে নানা ধরনের স্কার্ট আর ক্রপ টপ কেনার জন্য একদম আদর্শ এই বুটিক। গার্লফ্রেন্ডে জন্মদিন হোক বা বেস্টফ্রেন্ডের সঙ্গে পার্টি, সব রকমের অনুষ্ঠানের উপযোগী জামা কাপড় পেয়ে যাবেন।

বাজেটঃ ৮০০ থেকে ১২০০র মধ্যে

ঠিকানাঃ ১৬ এ, শেক্সপিয়ার স্মরনি, এলগিন রোড, কলকাতা ৭১

ADVERTISEMENT

fashion butik 4

পার্পল

এই বুটিকের নাম যতটা স্টাইলিশ, দোকানটাও ঠিক ততটাই কেতাদুরস্ত। ককটেল পার্টি থেকে শুরু করে অফিস ওয়্যার সব পাবেন এখানে। এখানে খুব সুন্দর ব্লাউজ পাওয়া যায়। ব্লাউজের ডিজাইনগুলো বেশ অন্যরকমের। একবার ট্রাই করে দেখতেই পারেন। আর তাছাড়া দুর্দান্ত স্টাইলিশ জ্যাকেটও মিলবে এখানে। উপরি পাওনা হিসেবে পেয়ে যাবেন আকর্ষণীয় অ্যাকসেসরি।

বাজেটঃ ২ থেকে ৩ হাজার।

ঠিকানাঃ ১১-১১এ, ব্লক কে (K)মেফেয়ার রোড (মেফেয়ার রোড যেখানে বালিগঞ্জের দিকে বাঁক নিয়েছে সেখানে), কলকাতা ১৯

ADVERTISEMENT

ফোন নম্বরঃ ৯৮৩১১৩১৫৮১

আই স্টাইল

যারা একটু ফাঙ্কি ফ্যাশন পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা। সব রকমের পোশাক, অ্যাকসেসরিজ, ব্যাগ তো পাবেনই আর তার সঙ্গে আছে বাজেটের মধ্যে দুর্দান্ত বিচ ওয়্যার।

বাজেটঃ ২ থেকে ৩ হাজার

ঠিকানাঃ ৮/১এ, লিটল রাসেল স্ট্রিট, কাঙ্কারিয়া এস্টেট, পার্ক স্ট্রিট এরিয়া, হো চি মিন স্মরনি, কলকাতা ৭১।

ADVERTISEMENT

ফোন নাম্বারঃ (০৩৩) ৪০০৪৭৬৮৬

fashion butik6

ভেদম

শুধু ফ্যাশনিস্তা হওয়া যদি আপনার উদ্দেশ্য না হয়, মানে ওই রথ দেখা কলা বেচা করবেন ভেবে থাকেন তাহলে ভেদমে চলে আসুন। কেন এই কথা বলছি? এখানে বাজেটের মধ্যে যে শুধু ডিজাইনার জামা কাপড় পাওয়া যায় তা নয়, মিলবে হরেক রকমের লেহেঙ্গা, ডিজাইনার ব্লাউজও।

বাজেটঃ ৫ হাজারের মধ্যে

ADVERTISEMENT

ঠিকানাঃ ৩৩ শেক্সপিয়ার স্মরনি, কলা মন্দিরের সন্নিকটে, মল্লিক বাজার, পার্ক স্ট্রিট অঞ্চল, কলকাতা ১৭

ফোনঃ (০৩৩) ২২৮০ ০১৩১  

এছাড়াও একবার ঢুঁ মারতে পারেন

fashion butik7

রাস বাই রাজকুমার

ঠিকানাঃ সুইমিং পুল, বিএফ ২২১, সল্ট লেক সিটি, সেক্টর ১, মাদার ডেয়ারির কাছে, কলকাতা ৬৪

ADVERTISEMENT

ফোন নাম্বারঃ ৯৮৩০১ ৩২৭২৮

গুলজার

ইউপিটিসি-৪, উপহার টাউন সেন্টার, চকগড়িয়া, পঞ্চসায়র, কেএমসি ওয়ার্ড ১০৯

ফোন নাম্বারঃ (০৩৩) ২৪৭৮ ০২০২

বাইলুম

৫৮-বি, হিন্দুস্থান পার্ক, গড়িয়াহাট, কলকাতা ২৯

ADVERTISEMENT

ফোন নাম্বারঃ (০৩৩) ২৪১৯ ৮৭২৭

বেন্ড ইয়োর ট্রেন্ড

১৭, রাসমোহন ভদ্র রোড, সন্তোষপুর লেক, কলকাতা ৭৫

ফোন নম্বর ৭০০৩৭৭৩০০২

শ্রাবস্তি

১৪, গলফ ক্লাব রোড, জুবিলি পার্ক, টালিগঞ্জ , কলকাতা ৩৩

ADVERTISEMENT

ফোন নাম্বারঃ (০৩৩) ২৪৭৩ ৪৫৪৬

(* উপরে উল্লিখিত এই পাঁচটি বুটিকের বাজেট ২ হাজার থেকে শুরু)   

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

Picture Courtsey: Instagram 

ADVERTISEMENT

 

 

04 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT