সামনেই কি বন্ধুর জন্মদিন বা অন্য কোনও অনুষ্ঠান? আর বন্ধুকে কী উপহার দেবেন তা ভেবে ভেবে আপনার ডার্ক সার্কল পড়ছে! আচ্ছা, আমরা একটু সাহায্য করছি। POPxo নিজস্ব মেকআপ কালেকশন লঞ্চ করেছে, সে কথা নিশ্চয়ই শুনেছেন? এক কাজ করুন না, এই কালেকশন থেকেই মিনি আইশ্যাডো প্যালেট উপহার হিসেবে দিতে পারেন। এই মিনি আইশ্যাডো প্যালেটগুলো দেখতে যেমন মিষ্টি, তেমনই বড্ড কাজের – ঠিক আপনাদের বন্ধুত্বের মত। এই মিনি আইশ্যাডো প্যালেট কিটগুলো দারুন দারুন শেডেও উপলব্ধ। গর্জাস এবং ফাঙ্কি মেকআপ লুকের জন্য যেমন পপিং কালার রয়েছে, তেমনই অফিস যাওয়ার জন্য বা হালকা সাজের জন্য নুডের নানা শেডও পেয়ে যাবেন।
POPxo Makeup 4 Eyeshadow Kits-এ রয়েছে তিনটি ভ্যারাইটি – Drama Queen, Hot Mess এবং Send Noods। প্রতিটি প্যালেটে রয়েছে চারটি করে শেড, যা আপনাকে আই মেকআপ নিয়ে নানা এক্সপেরিমেন্ট করার স্বাধীনতা দেয়। প্রতিটি কিটই ভিটামিন ই সমৃদ্ধ এবং প্রতিটি শেডই খুব পিগমেন্টেড, ফলে লাগে যৎসামান্য। তাছাড়া এর ফর্মুলাটি এমন যে ত্বকের সঙ্গে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আর এই মিনি আইশ্যাডো কিটগুলোর প্যাকেজিং-ও বেশ সুন্দর। মিষ্টি একটা গোলাপি বক্সে ম্যাগনেটিক ফ্লিপ-কভার সহ এই প্যালেটটি ট্র্যাভেল ফ্রেন্ডলিও।
প্রত্যেকটি প্যালেটই দেখতে ভারী মিষ্টি, কমপ্যাক্ট আর পকেটসই; মাত্র ২৯৯ টাকা। আপনি চাইলে তিনটি প্যালেটই নিজের সংগ্রহে রাখতে পারেন, আবার যে-কোনও একটিও। তবে এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারি, যে প্যালেটই আপনি আপনার বন্ধুকে উপহার হিসেবে দিন না কেন, আপনার বন্ধু খুশিই হবেন।
আপনার বন্ধুর কেমন মেকআপ পছন্দ, সেই অনুজায়ী আপনি এই মিনি আইশ্যাডো প্যালেটগুলো বেছে নিতে পারেন। প্রতিটি প্যালেট সম্পর্কেই একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি আমরা।
এ আইশ্যাডো প্যলেট-টিতে রয়েছে বেস আই মেকআপের জন্য একটি নুড শেড, হাইলাইট করার জন্য একটি শিমার শেড, কন্টোরিং-এর জন্য ব্রাউন শেড এবং যদি স্মোকি আইজ করতে চান তার জন্য একটি কালো শেডের আইশ্যাডো। বেসিক আই মেকআপ থেকে শুরু করে শিমারি আই মেকআপ ও গর্জাস স্মোকি আইজ – সবটাই করতে পারেন, যদি এই প্যালেটটি আপনার সংগ্রহে থাকে। প্রতিটি শেডই হাইলি পিগমেন্টেড (বিশেষ করে ব্রাউন ও ব্ল্যাক), ফলে আপনি চাইলে এই আইশ্যাডো দিয়ে আইলাইনারের কাজও সারতে পারেন।
POPxo Makeup Collection-এর এই মিনি আইশ্যাডো কিটগুলোর তুলনা নেই। প্রতিটি কিটে রয়েছে চারটি করে দারুন আইশ্যাডো শেড। মোট তিনটে মিনি আইশ্যাডো কিট লঞ্চ করা হয়েছে, আর তার মধ্যে Hot Mess হল সবচেয়ে বেশি কালারফুল – যা এই মরশুমের জন্য একদম পারফেক্ট। মোট চারটে শেড রয়েছে এই আইশ্যাডো প্যালেটে – উজ্জ্বল হলুদ, পপি পিঙ্ক, জেস্টি অরেঞ্জ আর একটা নুড বেস শেড।
যারা ন্যাচারাল মেকআপ লুক পছন্দ করেন, তাঁদের জন্য এই আইশ্যাডো প্যালেট-টি পারফেক্ট। নানা ধরণের ন্যাচারাল আই মেকআপ লুক পছন্দ করেন, তাঁরা সেন্ড নুডস প্যালেটটি ব্যবহার করে দেখতে পারেন। এই প্যালেট-টি তে দুটি করে শিমার ও ম্যাট শেড রয়েছে – ম্যাট নুড শেড, ম্যাট পিঙ্ক শেড, রোজি শিমার শেড এবং শ্যাম্পেন শিমার শেড।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!