ADVERTISEMENT
home / Jewellery
ফ্যাশন অ্যালার্ট: হুপ ইয়াররিং-এর প্রেমে মজেছেন বলি সেলেবরা

ফ্যাশন অ্যালার্ট: হুপ ইয়াররিং-এর প্রেমে মজেছেন বলি সেলেবরা

সাজতে ভালবাসেন? কখনও ট্রেন্ডিং ড্রেস চাই। কখনও নতুন ডিজাইনের শাড়ি। কখনও বা হাল ফ্যাশনের গয়না। সাজের ব্য়পারে আপনি কি নিজের পছন্দের ওপর বিশ্বাসী? নাকি সিনে পর্দার তারকাদের দেখে সাজিয়ে নেন আপনার ওয়ার্ড্রোব? যদি সেকেন্ড অপশনই আপনার বেশি পছন্দের হয়, তা হলে এ ট্রাই করতে পারেন হুপ ইয়াররিং (celeb inspired fashionable hoop earrings)। কারণ বলি পাড়ার অনেক নায়িকাই কিন্তু মজেছেন এই নতুন দুলের কালেকশনে…

আপনি যদি ৯০-এর দশকের সিনেমার অনুরাগী হন, তা হলে নিশ্চয়ই মনে করতে পারবেন, সে সময় বড় দুলের ফ্যাশন ছিন ইন থিং। নায়িকাদের বেশিরভাগই চুড়ো করে বাঁধা হর্সটেল বা টপনটের সঙ্গে বড় দুলের ফ্যাশনে অভ্যস্ত ছিলেন। সঙ্গে টানা কাজল বা আইলাইনারের চল ছিল। আবার সেই  হুপ ইয়াররিং-এর ফ্যাশন যেন ফিরে এসেছে। চলতি হাওয়াতেও বেশ ইং থিং। ডিফারেন্ট শেপ, সাইজ এবং প্যাটার্নের হুপ ইয়াররিং-এ (celeb inspired fashionable hoop earrings) কারা মজে রয়েছেন, দেখে নিন এক নজরে।

শ্রদ্ধা কপূর

ছবি – ইনস্টাগ্রাম

ঝুলিতে ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। কিন্তু যে কয়েকটা ছবিতে কাজ করেছেন, দর্শকের প্রশংসা আদায় করে নিয়েছেন শ্রদ্ধা কপূর। সব সময়ই নিজস্ব স্টাইল স্টেটমেন্ট মেনটেন করেন শ্রদ্ধা। তাঁর সোশ্যাল ওয়ালে উঁকি দিলে দেখা যাচ্ছে হুপ ইয়াররিং তাঁর পছন্দের। স্লিভলেস ব্ল্যাক টপ, টানা আইলাইনার সঙ্গে বড় দুল অনেকটা যেন নব্বইয়ের ফ্যাশনের কথা মনে করায়। লক্ষ্য করলে দেখবেন, আপাতদৃষ্টিতে গোল মনে হলেও এই দুলটা কিন্তু পুরো গোলাকৃতি নয়।

আলিয়া ভট্ট

ছবি – ইনস্টাগ্রাম

অভিনয় হোক বা ফ্যাশন, সব কিছুতেই এখন ফার্স্ট বেঞ্চার আলিয়া ভট্ট। একের পর এক অন্য ধারার ছবিতে কাজ করছেন তিনি। কনটেন্ট ইজ কিং ধারণায় বিশ্বাসী তিনি। ফলে তেমন গল্পই বেছে নেন যেখানে নায়ক বা নায়িকা বলে আলাদা কিছু নেই। গল্পই রাজা। আবার ফ্যাশনেও তিনি পয়লা নম্বর। আকাশের রঙের ডিজাইনার পোশাক। উঁচু করে বাঁধা চুল। সঙ্গে কানে বড় রিং। যাকে বলে হুপ ইয়াররিং। সিলভার রঙের কানের দুলটাই (celeb inspired fashionable hoop earrings) বদলে দিয়েছে নায়িকার সাজ। ফলে নো মেকআপ লুকেও দিব্যি মানিয়েছে তাঁকে।

ADVERTISEMENT

সানি লিওন

ছবি – ইনস্টাগ্রাম

বলিউডে ধীরে ধীরে পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন সানি লিওন। পর্ন ইন্ডাস্ট্রিতে থেকে সরাসরি মেনস্ট্রিম ফিল্মে নিজের কেরিয়ার তৈরি করছেন। তাঁর সাজ নিয়েও চর্চা হয় বিভিন্ন মহলে। সানির ছবি সার্চ করলে আপনি বুঝবেন, হুপ ইয়াররিং তিনি মাঝেমধ্যেই ক্যারি করেন। কখনও স্টোন সেটিং, কখনও বা নিটোল কোনও মেটালের ইয়ারিং পরতে দেখা যায় সানিকে।

সোনম কপূর

ছবি – ইনস্টাগ্রাম

বলিউডে এক কথায় সোনম কপূরের ডাকনাম ‘ফ্যাশন ডিভা’। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ হোক বা মুম্বইয়ের কোনও অ্যাওয়ার্ড শো- সোনম কী পোশাক পরলেন, কেমন ভাবে সাজলেন সে দিকে তাকিয়ে থাকে গোটা ফ্যাশন ইন্ডাস্ট্রি। এ হেন নায়িকারও পছন্দের তালিকায় রয়েছে হুপ ইয়াররিং। ওয়ান শোল্ডার পিঙ্ক ড্রেস। খোলা চুল। সঙ্গে হুপ ইয়াররিং। তবে সাইজে ছোট। কিন্তু সোনমের কালেকশনে বড় সাইজের হুপ ইয়াররিং-ও (celeb inspired fashionable hoop earrings) যে রয়েছে তার প্রমাণ পেয়েছেন ইন্ডাস্ট্রির সদস্যরা।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
29 Jul 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT