ADVERTISEMENT
home / লাইফস্টাইল
প্যান্ডেল হপিং গাইড: কলেজ স্কোয়্যার টু সন্তোষ মিত্র, মধ্য কলকাতার কোন পুজো কোথায়

প্যান্ডেল হপিং গাইড: কলেজ স্কোয়্যার টু সন্তোষ মিত্র, মধ্য কলকাতার কোন পুজো কোথায়

উত্তর এবং দক্ষিণ কলকাতা ঘুরে সল্টলেক হয়ে এবার আমরা পৌঁছে গিয়েছি সেন্ট্রাল কলকাতায়। শহর কলকাতার এই অংশেও বেশ কয়েকটি নামী পুজো রয়েছে। প্রতিবছরই যাদের প্যান্ডেল থেকে থিম, সবই হয় চোখ ধাঁধানো। সঙ্গে উপরি পাওনা অবশ্যই লাইটিং-এর চমক। তাই যাঁরা ঠাকুর দেখতে ভালবাসেন, তাঁদের একবার সেন্ট্রাল কলকাতায় পৌঁছে যেতেই হবে। এখানে খুব বেশি পুজো হয় না ঠিকই, তবে যে কটা হয়, প্রতিটিই দেখার মতো। তাই পুজোর একদিন কলকাতার এই এলাকায় একবার ঢুঁ মারা মাস্ট! তাই তো এবার সেন্ট্রাল কলকাতার পুজো পরিক্রমার লিস্টে কোন কোন পুজো মণ্ডপ (pandal) রাখতেই হবে এবং সেখানে পৌঁছানোর শর্টকাট রাস্তা সম্পর্কে খোঁজ দিতে চলেছি আমরা।

সেন্ট্রাল কলকাতার সেরা পুজো প্যান্ডেল সংক্রান্ত তথ্য

১. মহম্মদ আলি পার্ক
ঠিকানা- চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলেজ স্কয়ার, কলকাতা- ৭০০০৭৩। মুনলাইট সিনেমা হলের উল্টো দিকে। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর মহম্মদ আলি পার্কের নিচে থাকা জলাধার সংস্কারের কারণে পুজো হবে পার্কের ঠিক উল্টো দিকে তারাচাঁদ দত্ত স্ট্রিটে।

নিকটবর্তী মেট্রো স্টেশন- সেন্ট্রাল। তবে এম জি রোড মেট্রো স্টেশন থেকেও এই পুজো প্যান্ডেলের দূরত্ব খুব বেশি নয়। বাস স্টপ- মহম্মদ আলি পার্ক।

২. কলেজ স্কোয়্যার
ঠিকানা- ৫৬৪, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্কয়ার, কলকাতা- ৭০০০০৯। কলকাতা ইউনিভার্সিটির উল্টো দিকে।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- সেন্ট্রাল। বাস স্টপ- কলকাতা ইউনিভার্সিটি।

৩. চালতা বাগান
ঠিকানা- রাজা রামমোহন সরণি, মানিকতলা, কলকাতা- ৭০০০০৯। ডাফ চার্চের কাছে।

নিকটবর্তী মেট্রো স্টেশন- গিরিশ পার্ক। বাস স্টপ- মানিকতলা ক্রসিং।

৪. ৩৭ পল্লী
ঠিকানা- ১০, ডাঃ কার্তিক বোস স্ট্রিট, কলেজ রো, বৈঠকখানা, কলকাতা- ৭০০০০৯। নিউ পিপল নার্সিং হোমের কাছে।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- সেন্ট্রাল। তবে এম জি রোড মেট্রো স্টেশন থেকেও এই পুজো মণ্ডপের দূরত্ব খুব বেশি নয়। বাস স্টপ- মারওয়ারী হসপিটাল। কলেজ স্কয়ার থেকেও এই প্যান্ডেল খুব কাছেই।

৫. শিয়ালদহ অ্যাথলেটিক ক্লাব
ঠিকানা- রাজা বাজার, শিয়ালদহ, রেলওয়ে কোয়াটার, নেতাজী সুভাষ গ্রাউন্ডের কাছে, শিয়ালদহ, কলকাতা- ৭০০০০৯।

নিকটবর্তী মেট্রো স্টেশন- সেন্ট্রাল। বাস স্টপ- শিয়ালদহ বাস স্টপ নয়তো কাশিমবাজার রাজবাড়ি বাস স্টপেও নামতে পারেন।

৬. সুবোধ মল্লিক স্কয়ার
ঠিকানা- রাজা সুবোধ মল্লিক স্কয়ার রোড, বউবাজার, কলকাতা- ৭০০০১৩।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- চাদনি চক। বাস স্টপ- ওয়েলিংটন (লেনিন সরণি)।

৭. সন্তোষ মিত্র স্কয়ার
ঠিকানা- নটবর দত্ত রো রোড, লেবুতলা, বউবাজার, কলকাতা- ৭০০০১৪।

নিকটবর্তী মেট্রো স্টেশন- চাদনি চক। বাস স্টপ-এন আর এস হসপিটাল নয়তো প্রাচী সিনেমা হল বাস স্টপে নামতে হবে।

৮. বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব
ঠিকানা- সিমলা স্ট্রিট, মানিকতলা, আজাদ হিন্দ বাগ, কলকাতা- ৭০০০০৬। সিমলা স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- গিরিশ পার্ক। বাস স্টপ- বিবেকানন্দ রোড।

৯. নিমতলা সর্বজনীন
ঠিকানা- ১৬ বি, নিমতলা লেন, আহিরিটোলা, বেনিয়াটোলা, কলকাতা-৭০০০০৫। বড়দা ব্যাঙ্কের জোড়াবাগান ব্রাঞ্চের উল্টোদিকে।

নিকটবর্তী মেট্রো স্টেশন- গিরিশ পার্ক। বাস স্টপ- বিডন স্কয়ার।

১০. এন্টালি উদয়ন সংঘ
ঠিকানা- ১৬, হরলাল দাস রোড স্ট্রিট, কলকাতা-৭০০০১৪।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- এসপ্ল্যানেড। বাস স্টপ- এন্টালি মার্কেট।

১১. বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব
ঠিকানা- টালা পার্ক, সার্কাস ময়দান, কলকাতা- ৭০০০৩৭।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- বেলগাছিয়া।

১২. বেনিয়াপুকুর সর্বজনীন
ঠিকানা- পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, বেনিয়াপুকুর, কলকাতা- ৭০০০১৭।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্রসদন। বাস স্টপ- পার্ক সার্কাস সেভেন পয়েন্ট।

১৩. চোরবাগান সর্বজনীন
ঠিকানা- রাম মন্দির, মেছুয়া বাজার, কলকাতা- ৭০০০০৭। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে।

নিকটবর্তী মেট্রো স্টেশন- এম জি রোড। বাস স্টপ- জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।

১৪. রামমোহন সম্মিলনী
ঠিকানা- ৪, রামমোহন রায় রোড, গড়পার, মেছুয়া বাজার, কলকাতা- ৭০০০০৯।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- গিরিশ পার্ক। বাস স্টপ- সুকিয়া স্ট্রিট।

১৫. বৃন্দাবন মাতৃ মন্দির
ঠিকানা- ১৬, বৃন্দাবন মল্লিক ফার্স্ট লেন, সুকিয়া স্ট্রিট, কলকাতা- ৭০০০০৯।

নিকটবর্তী মেট্রো স্টেশন- এম জি রোড। বাস স্টপ- সুকিয়া স্ট্রিট।

picture courtesy: youTube

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

27 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT