ত্বকে লাল ছোট ছোট জল ফোস্কার মতো উপসর্গ দেখেই বোঝা যায় চিকেন পক্স। সাধারণত কয়েকদিন অসুস্থ থাকলেও সবাই প্রায় সুস্থ হয়ে যান। তেমন ঝুঁকিপূর্ণ কোনও অসুখ নয়। তবে কারও কারও ক্ষেত্রে তা বিপজ্জনক হতে পারে। জলবসন্ত বা চিকেন পক্সকে ঘিরে নানারকম ধারণা আমাদের মধ্য়ে প্রচলিত রয়েছে। তার মধ্য়ে কয়েকটি ধারণা বিজ্ঞানসম্মত হলেও বেশিরভাগই ভ্রান্ত ধারণা বা মিথ। চিকেন পক্স নিয়ে মিথ (chicken pox myths) কী কী প্রচলিত আমাদের মধ্য়ে, সঠিক তথ্য় কী, তা আপনাকে আজ জানাব আমরা।
চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই (chicken pox myths)
জলবসন্ত হলে অনেকেই এই কথাটি বলেন। চিকেন পক্সের কোনও চিকিৎসা নাকি হয় না (chicken pox myths) । তাই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কোনও প্রয়োজন নেই। কিন্তু এই ধারণা মোটেই সঠিক নয়। চিকেন পক্সের উপসর্গ দেখলে অবশ্য়ই চিকিৎসকের পরামর্শ নিন। বাড়িতে থাকুন। সঠিক চিকিৎসা পেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
গুটিবসন্ত ও জলবসন্ত এক
এক সময় প্রচুর মানুষের বসন্ত রোগে মৃত্যু হত (chicken pox myths) । সেটি ছিল গুটি বসন্ত বা স্মল পক্স। কিন্তু তার জন্য় টিকাকরণ চালু হয়েছে। টিকাকরণের ফলে সেই রোগ এখন প্রায় নির্মূল হয়ে গিয়েছে। বর্তমানে পক্সে সাধারণত প্রাণের ঝুঁকি প্রায় নেই বললেই চলে।

মাছ-মাংস খাওয়া উচিত নয়
জলবসন্তে আক্রান্ত হলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম তার বিরুদ্ধে লড়াই করতে থাকে। স্বাভাবিক ভাবে শরীর খুব দুর্বল থাকে। এই সময় শরীরের সঠিক ডায়েট প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োজন। পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন। সে কারণে মাছ-মাংস খেতে হবে। তাই মাছ মাংস না খাওয়ার মতো ভুল সিদ্ধান্ত নেবেন না। স্টু খেতে পারেন। হালকা সহজ পাচ্য খাবার খাবেন।
স্নান করা উচিত নয় (chicken pox myths)
স্নান না করার পিছনে কোনও বিজ্ঞানসম্মত কারণ নেই। বরং এই সময় যতটা সম্ভব হাইজিন মেনে চলতে হবে। পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে হবে। কিন্তু স্নান করে গা মোছার সময় ফোস্কায় আঘাত লাগলে তা ক্ষতি হতে পারে (chicken pox myths) । তাই সেদিকে নজর রাখতে হবে।

নখ কাটতে নেই
এই ধারণা তো একদমই ভুল। বরং পক্সের সময় নখ কেটে দেওয়া উচিত। ত্বকের ফোস্কা শুকিয়ে চুলকাতে থাকে। সেই সময় ত্বক চুলকে ফেললেই মুশকিল। তাই নখ থাকলে বিপত্তি ঘটতে পারে। নখ কেটে ফেলবেন।
ফোস্কার শুকনো খোসা থেকে সংক্রমণ ছড়ায় (chicken pox myths)
ফোস্কার শুকনো খোসা থেকে সংক্রমণ ছড়াতে পারে (chicken pox myths) । কিন্তু ক্ষত কাঁচা থাকলে তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!