ADVERTISEMENT
home / লাইফস্টাইল
বাজতে থাকুক ক্রিসমাসের গান (Play your Christmas song)

বাজতে থাকুক ক্রিসমাসের গান (Play your Christmas song)

আজ প্রভু যিশুর জন্মদিন। গির্জায় গির্জায় পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। পার্ক স্ট্রিটে (Park street) ঘুরে বেড়ানো হোক বা বন্ধুদের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া, ক্রিসমাস সব সময়ই আনন্দের আর ভালোবাসার। আর এই আনন্দকে আরও সুন্দর রূপ দেয় ক্রিসমাসের কিছু গান। যেগুলোকে বলে ক্রিসমাস ক্যারল (Carol)। এই গানগুলো গির্জায় গাওয়া হয়, আবার অনেকে বাড়িতেও ক্রিসমাস পার্টি করার সময় বা ক্রিসমাস পালন করার সময় গেয়ে থাকেন। এই সুন্দর আবহাওয়ায় দিব্যি মানিয়েও যায় এই গানের সুর। জানেন ক্রিসমাসের কোন কোন গান এখনও দাপিয়ে বেড়াচ্ছে? আমরা বলে দিচ্ছি। গানগুলো শুনে দেখুন। দেখবেন নিজের অজান্তেই গুনগুন করতে শুরু করে দিয়েছেন। বড়দিনের অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। ভালো থাকুন আর আপনার মনে আর বাড়ির আঙিনায় বাজতে থাকুক ক্রিসমাসের গান (play your Christmas song)।

ক্রিসমাস টপ সং # ১

হোয়াইট ক্রিসমাস (white Christmas)  

white christmas

হোয়াইট ক্রিসমাস নামে হয়েছিল একটি সিনেমাও 

সেই ১৯৪২ সালে এই গানের জন্ম কিন্তু এখনও প্রতি বছর ক্রিসমাসের গান হিসেবে একদম উপরে থাকে বিং ক্রসবির ‘হোয়াইট ক্রিসমাস’ গানটি। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এই গানটিকে নির্বাচিত করেছে বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া সিঙ্গল হিসেবে।

গানটি শুনতে হলে নিচের লিঙ্ক ক্লিক করুন

ADVERTISEMENT

https://www.youtube.com/watch?v=w9QLn7gM-hY

ক্রিসমাস টপ সং # ২

আইল বি হোম ফর ক্রিসমাস (I’ll be home for Christmas)

frank and bing

অন্তরঙ্গ বন্ধু ছিলেন ফ্র্যাঙ্ক সিনাত্রা ও বিং ক্রসবি (ডানদিকের জন) 

এক নম্বরে বিং আবার দু নম্বরেও তিনি। আসলে তাকে এক কোথায় ক্রিসমাস গানের রাজা বলা যেতে পারে।দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সব সৈনিকরা লড়াই করছিলেন তাদের কথা ভেবেই লেখা হয়েছিল এই গান।

এই গানটি শুনতে হলে নিচের লিঙ্ক ক্লিক করুন 

ADVERTISEMENT

https://www.youtube.com/watch?v=dL71eMc1blw

ক্রিসমাস টপ সং # ৩

হ্যাভ ইয়োরসেলফ আ মেরি লিটল ক্রিসমাস (Have yourself a merry little Christmas )

judy

সুগায়িকা ও দুর্দান্ত অভিনেত্রী ছিলেন জুডি গারল্যান্ড 

জুডি গার্লল্যান্ড ছিলেন একাধারে ডাকসাইটে অভিনেত্রী এবং তার সঙ্গে ছিলেন সুগায়িকাও। ‘মিট মি ইন সেন্ট লুইস’ ছবিতে গানটি তিনি নিজেই গেয়েছিলেন। চার বোনের কাহিনি যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেতে চায় নিউইয়র্ক শহরে ‘মিট মি ইন সেন্ট লুইস’ ছবিটাও নেহাত মন্দ নয়। 

গানটি শুনতে হলে নিচের লিঙ্ক ক্লিক করুন

ADVERTISEMENT

https://www.youtube.com/watch?v=jxxTHzERTsk

 ক্রিসমাস টপ সং # ৪

দা ক্রিসমাস সং (The Christmas song)

nat

প্রাণবন্ত ছিল ন্যাট কিং কোলের কণ্ঠ 

ক্রিসমাসের গানের বাজারে কেউ যদি বিং ক্রসবিকে টেক্কা দিতে পারেন তিনি হলেন ন্যাট কিং কোল। ১৯৪৬ এ গাওয়া এই গানটি এখনও সারা পৃথিবীতে লক্ষ লক্ষ শ্রোতার কাছে জনপ্রিয়। কোলের ব্যারিটোন কণ্ঠ আর ক্রিসমাসের আমেজ সব মিলিয়ে এই গান সুপারহিট। জনপ্রিয়তার কারণে ১৯৭৪ সালে গ্র্যামি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয় গানটি।  

গানটি শুনতে হলে নিচের লিঙ্ক ক্লিক করুন

ADVERTISEMENT

https://www.youtube.com/watch?v=hwacxSnc4tI

 

ক্রিসমাস টপ সং # ৫ 

ফ্রসটি দা স্নোম্যান (Frosty the snowman)

gene autry

শিশুদের মধ্যে জনপ্রিয় ছিলেন জেন অট্রি 

সেই বিখ্যাত ছবি ফ্রসটি দা স্নোম্যান, যা আমি আপনি ছোটবেলায় কতবার না দেখেছি। এই ছবিরই টাইটেল সং এটি। গেয়েছেন জেন অট্রি। জেনের কণ্ঠে রুডলফ দা রেড নোজ রেনডিয়ার গানটিও বেশ জনপ্রিয়।

ADVERTISEMENT

 গানটি শুনতে হলে নিচের লিঙ্ক ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=-BLPMsoGbWA

 

  ক্রিসমাস টপ সং # ৬

লেট ইট স্নো,লেট ইট স্নো,লেট ইট স্নো! (let it snow, let it snow, let it snow)

sinatra  

জনপ্রিয় নায়ক-গায়ক ফ্র্যাঙ্ক সিনাত্রা ছিলেন কিংবদন্তী        

এই তালিকা অসম্পূর্ণ থেকে যাবে যদি এখানে ফ্র্যাঙ্ক সিনাত্রার গান অন্তর্ভুক্ত না করা হয়। সেই কবেকার গান, কিন্তু আজও হৃদয় ছুঁয়ে যায়। আর ছোঁবে নাই বা কেন? কি অসাধারণ কণ্ঠস্বর ফ্র্যাঙ্কের। একবার অবশ্যই শুনে দেখবেন গানটি।

ADVERTISEMENT

গানটি শুনতে হলে নিচের লিঙ্ক ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=M-b3iU-INDo

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

  

ADVERTISEMENT

 

24 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT