ADVERTISEMENT
home / ফ্যাশন
রাতপোশাক মানেই আরাম, তবে এগুলো ফ্যাশনেও দশে দশ

রাতপোশাক মানেই আরাম, তবে এগুলো ফ্যাশনেও দশে দশ

আমার এক কাকিমা আছেন, যিনি তাঁর নাইটির নাম দিয়েছেন এলোঝেলো নাইটি। ব্যাপারটা আর কিছুই না, এই এলোঝেলো নাইটি বহু পুরনো, একটু ফাটা এবং একটু রঙ চটা। তবু সেটা ছাড়া কাকিমার একটুও ঘুম আসে না। কারণ সেটা খুব আরামদায়ক। এইটাই হচ্ছে আসল কথা। আরাম। (comfortable and fashionable nightwears)

আমি তার সঙ্গে যোগ করলাম আরও একটা শব্দ। ফ্যাশন। হ্যাঁ, রাতের পোশাক মানেই সেটা শুধু আরামদায়ক কেন হবে? সেটাও হবে ফ্যাশনের একটা অংশ। আর সেই রাতপোশাকের রহস্যে আপনিও হয়ে উঠবেন রহস্যময়ী। আপনার আলমারিতে এই ন’টি নজরকাড়া রাতপোশাকগুলো আছে কি? 

প্লে-সুট

বন্ধুদের সঙ্গে রাত জেগে হইহুল্লোড় হোক বা পাজামা পার্টি, শর্ট লেংথের প্রিন্টেড প্লে-সুট তার জন্য একদম আদর্শ। যদিও রাতে পরে শোওয়ার জন্য ফুল লেংথ প্লে-সুট পাওয়া যায়। তবে আরাম পেতে গেলে শর্ট লেংথই ভালো। (comfortable and fashionable nightwears)

শর্টস

পাজামা পরে শুতে অপছন্দ হলে কিনে ফেলুন শর্ট সেট। নরম ঢিলেঢালা টি-শার্ট আর হাফ প্যান্ট। আহা এ যেন আরামের স্বর্গ। এটা সেট হিসেবে পাওয়া গেলেও রঙ বা প্রিন্ট ম্যাচ করে আপনি আলাদা আলাদা করেও কিনতে পারেন।

ADVERTISEMENT

নাইটি

আবার সেই এলোঝেলো পর্যায়েই ফিরে এলাম।সত্যি বলতে কী এর চেয়ে আরামদায়ক রাতপোশাক দুনিয়ায় নেই। সব বয়সের মহিলাদের পছন্দ এই নাইটি। ওল্ড স্কুল টাইপ থেকে যারা এক পা হলেও এগিয়ে থাকতে চান তারা চেনা নাইটিতেই এমব্রয়ডারি, প্রিন্ট, লেস, স্যাটিন এইসব টাইপ খুঁজে নিতে পারেন। (comfortable and fashionable nightwears)

ঢিলে নাইট সুট

এটা আর কিছুই না, এ লাইন পোশাক যার ঝুল হাঁটু পর্যন্ত। আরামদায়ক ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়ে তাই এটা পরে দারুণ ঘুম আসে। আর মজার বিষয় হল যে কোনও শেপের বডিতে এটা দিব্যি মানিয়ে যায়।

স্লিপ শার্ট

বেশ আরামদায়ক নাইট ওয়্যার বা রাতপোশাক হল স্লিপ শার্ট। ঢিলেঢালা হওয়ার জন্য এই পোশাকে হাওয়া বাতাস ঢোকা বেরনোর অফুরন্ত জায়গা থাকে। আপনি ফুল হাতা বা ছোট হাতা যে কোনও রকম বেছে নিতে পারেন। হাতা গুটিয়ে ভাঁজ করেও রাখা যায়। স্লিপ শার্ট পাওয়া যায় ফ্লোরাল এবং ফাঙ্কি প্রিন্টে। তাই ফ্যাশনেও দশে দশ।

কিউট পাজামা-টপ

কলেজ পড়ুয়া মেয়েদের হট ফেভারিট হল এই পাজামা সেট। স্টাইল আর আরাম এই দুটোই পাওয়া যায় এই রাতপোশাকে। আগে এই পাজামা সেট খুব সাদামাটা হত। এখন নানারকমের ফাঙ্কি প্রিন্ট, রঙ এবং প্যাটার্নে পাজামা সেট পাওয়া যায়। মিষ্টি একটা পাজামা সেটের সঙ্গে কিউট স্লিপারের সুপার জুটিতে আপনাকেও মিষ্টি দেখাবে। (comfortable and fashionable nightwears)

ADVERTISEMENT

কেপ্রি

শর্ট সেটের আরও একটু ফ্যাশন পয়েন্ট যোগ করতে হলে নিয়ে আসুন কেপ্রি সেট। কেপ্রি এমনিতেই খুব কমফোর্টেবল। তার সঙ্গে মানানসই টি শার্ট থাকলেই সেট কমপ্লিট। এটা গরম ও শীত দুটো ঋতুতেই পরা যায়। আর রক্ষণশীল বাড়িতেও এটা পরলে অস্বস্তি হয়।

ছবি সৌজন্য: মিন্ত্রা ডট কম

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
24 Nov 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT