পুজোর আগে ভারী বৃষ্টি নেমেছে। এর মধ্য়েই দিনক্ষণ দেখে, রোদ্দুর দেখেই বাঙালি পুজোর শপিংয়ে বেরিয়ে পড়ছে। করোনা বিধি মেনেই চলছে শপিং। শাড়ি কেনা সম্পূর্ণ হতেই এখন শাড়ির সঙ্গে কী ব্লাউজ পরা যায়, সেই নিয়ে তো সবার মধ্য়ে চিন্তা আছেই। আর সেই অনুযায়ীই চলছে ব্লাউজ বাছাইয়ের পর্ব। এবার পুজোয় কী কী রঙের শাড়ি হয়েছে আগে ঠিক করে ফেলুন দেখি। তার সঙ্গেই না হয় রঙ মিলিয়ে ব্লাউজ কেনা যাবে। তবে শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরতে হবে এমন কিন্তু নয়। বরং আপনি কনট্রাস্ট ব্লাউজ (contrast blouse ideas) বেছে নিন। আপনার যা শাড়ির রঙ, ঠিক তার বিপরীত রঙের ব্লাউজটি (contrast blouse ideas) পরতে পারেন। যা রঙের প্যালেটের একদম বিপরীত রঙ (contrast blouse ideas)। আসুন কয়েকটি ছবি দেখে নেওয়া যাক
পোড়া লাল (contrast blouse ideas)

পোড়া লাল রঙের ব্লাউজ (contrast blouse ideas) পরতে পারেন অভিনেত্রী বিদ্যা বালনের মতো। পোড়া লালের সঙ্গে আপনি কালো শাড়ি পরতে পারেন। সাদা শাড়ি পরতে পারেন। গোলাপি শাড়ি পরতে পারেন। আবার বিদ্যার মতো এরকম শাড়িও পরতে পারেন আপনি। ঠোঁটে থাক লালের ছোঁয়া।
হলুদ ও লাল

বাঙালির কাছে লাল ও হলুদের মেলবন্ধন অনেক পুরনো। তাই নয় কি? পুজোয় হলুদ রঙের কোনও শাড়ি কিনলে তার সঙ্গে এরকম প্রিন্টেড লাল ব্লাউজ (contrast blouse ideas) পরুন। দেখতে ভাল লাগবে খুব।
সাদা ও গোলাপি (contrast blouse ideas)

গোলাপির শেডে কোনও জামজানি কি এবার পুজোয় কিনেছেন? তাহলে তার সঙ্গে চোখ বন্ধ করেই আপনি বেছে নিতে পারেন সাদা রঙের কোনও ব্লাউজ। সাদা প্রিন্টেড ব্লাউজ (contrast blouse ideas) হলে বেশ ভাল লাগবে। হাকোবা ব্লাউজও পরতে পারেন।
সাদা ও লাল

হলুদ ও লালের মতোই সাদা এবং লালের কম্বিনেশনও বাঙালির দুর্গাপুজোয় নতুন কিছু নয়। সাদা ও লাল শাড়ি পরলে তার সঙ্গে লাল ব্লাউজ পরতে পারেন। লাল ঢাকাই হলে ব্লাউজে যেন সাদা ছোঁয়া থাকে। আবার উল্টোটাও পরতে পারেন। অর্থাৎ সাদা শাড়ি ও লাল ব্লাউজ একদম স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের মতো। চোখে কাজল দিতে ভুলবেন না।
বেগুনি ও লাল (contrast blouse ideas)

বেগুনি ও লাল রঙের প্যালেটে দুই বিপরীত রঙ (contrast blouse ideas) নয়। আবার রঙের প্যালেটে দুই পাশাপাশি রঙও নয়। সামান্য বৈপরীত্য় রয়েছে। তবে এদের দুইয়ের মেলবন্ধন কিন্তু বেশ ভাল লাগে।

স্বস্তিকার মতো বেনারসির সঙ্গে এরকম লাল ব্লাউজ ট্রাই করতে পারেন আপনি। খুব ভালো লাগবে।
ছবি সৌজন্য় – ইনস্টাগ্রাম
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!