শারীরিক সম্পর্ক (physical relation) বলতে শুধু সেক্স (sex) বোঝায় না; হাতের ওপর হাত, অকারণেই হঠাৎ জড়িয়ে রাখা, কিংবা কপালে একটা আলতো চুমু – এরকম আরো অনেকগুলো বিষয় আছে যা দু’জন বিপরীত লিঙ্গের মানুষকে আরো বেশি কাছাকাছি (closer) নিয়ে আসতে পারে. মনের মিল যেমন জরুরি, সেরকম শরীর ছোঁয়াও (physical relation) গুরুত্বপূর্ণ. শরীর ছোঁয়া (physical relation) বলতে আমি সেক্সের (sex) কথা বলছি না. সেক্স (sex) গুরুত্বপূর্ণ কিন্তু তাহলে আর মানুষ এবং অন্যান্য পশুদের মধ্যে কি তফাৎ থাকলো! সেক্সের পরে কথা বলাটাও (conversation after sex) জরুরি, তা না হলে মনের দূরত্ব বাড়তে পারে.
১. তুমি কিন্তু আমাকে এভাবে স্পয়েল (spoil) করছো!
২. তোমাকে আমার পাশে পেয়ে আমার নিজেকে লাকি (lucky) মনে হয়!
৩. তোমাকে কত মিস করেছি জানো?
৪. তুমি ঠিক যেন যে আমি কি চাইছিলাম!
৫. তুমি আমাকে পাগল করে দিয়েছো
৬. গরম লাগছে 😉 (I’m still feeling hot!)
৭. মনে হচ্ছে তুমি এভাবেই আমাকে এক্সারসাইজ (excercise) করাবে!
৮. থ্যাংক ইউ!
৯. তুমি জানোনা আমি তোমাকে কতটা ভালোবাসি (I love you!)
১০. তুমি এতো সেক্সি কিভাবে?
১১. তুমি আমাকে এতো ভালোবাসো কেন?
১২. আমার তো তোমাকে ছাড়া আর ঘুমই আসবে না.
১৩. তুমি যা যা করো, জাস্ট অসাধারণ!
১৪. আমি তোমাকে এই ব্যাপারে নিজেকে পাল্টাতে বলবো না কোনোদিন
১৫. আমাকে এভাবেই জড়িয়ে থাকো (hug me)
১৬. তোমার কাছে খুব সিকিওর (secure) লাগে
১৭. তুমি জানো না তুমি আজ আমাকে কি দিলে!
১৮. আজ আমার তোমাকে খুব দরকার ছিল.
১৯. প্লিজ যেও না.
২০. আরেকবার প্লিজ!
২১. তুমি কোত্থেকে এতকিছু শিখলে?
২২. প্লিজ এভাবে তাকিয়ে থেকো না, লজ্জা করছে!
২৩. তোমার এক্সপ্রেশন (expression) দেখে ভালো লাগছে.
২৪. তোমার চোখগুলো খুব সুন্দর
২৫. মনে হচ্ছে যেন স্বর্গে পৌঁছে গেছি!
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও পড়ুন:
আপনার যাবতীয় সেক্সুয়াল সমস্যার (sexual problems) সমাধান – ‘ও শট’ (O-Shot)
#HeSays: সেক্সের ব্যাপারে পুরুষদের এই ৭টি ফ্যান্টাসি থাকবেই!