ছোটবেলায় কপালে মায়ের স্নেহের চুম্বন (Kiss) থেকে আরম্ভ করে বড় হবার পরে প্যাশানেট চুমু – চুম্বনেরও কিন্তু রকমভেদ আছে. মনে পড়ে সেই প্রথম চুমু? কেউ দেখছে কিনা সেই টেনশন, প্রথম বারের উত্তেজনা (Excitement), বুক ঢিপঢিপ, পাল্সরেট বেড়ে যাওয়া – কিন্তু যাই হোক না কেন, আমরা কেউই আমাদের প্রথম চুমু (Kiss) ভুলতে পারি না, তাই না? ওটা খুব স্পেশাল! তবে আপনি কি জানেন যে এক একটা চুম্বন এক এক রকমের অর্থ (Meaning) বহন করে? হ্যাঁ, সব চুম্বন কিন্তু এক রকমের হয় না এবং এদের মানেও (Meaning) আলাদা. আজকে ৮ রকমের চুম্বনের কথা আলোচনা করবো আর তার সাথে তাদের লুকোনো মানেও।
আরো পড়ুনঃ ঠোঁটে চুম্বনের শারীরিক উপকারিতা
নানা প্রকার চুম্বন ও তার নানা প্রকার মানে (Different Types of Kisses And Their Meanings)
সিপিং (Sipping)
ব্যাপারটা কি – আবেশে চুম্বনকে বলা হয় সিপিং, ফ্রেঞ্চ কিসের আরেকটা রকম বলা যেতেই পারে এই চুমুকে।
অর্থ – আপনারা ওয়াইন কিংবা অন্য কোনো তরলের সাহায্যও নিতে পারেন সিপিং-এ. চকলেট আরেকটু স্পার্ক এড (Excitement) করতেই পারে, যখন আপনার মুখ থেকে ওনার মুখের ভেতরে চকলেট যাবে…. বুঝতেই পারছেন নিশ্চই কি বলছি!
জ কিস (Jaw Kiss)
ব্যাপারটা কি – সারা চোয়াল জুড়ে চুম্বনের স্পর্শ (Jaw Kiss)!
অর্থ – যখন দু’জন একে অন্যের শরীরকেও ভালোবাসেন তখন এ’ধরণের চুম্বন সেই মুহূর্তটাকে আরো বেশি সুন্দর আর সেনসুয়াল (Sensual) করে তোলে।
চিক কিস (Cheek Kiss)
ব্যাপারটা কি – নাম শুনেই বুঝতে পারছেন নিশ্চই! আলতো করে গালে চুম্বন (Cheek Kiss)! ব্যাস!
অর্থ – স্নেহের পরশ ছাড়া আর কিছুই না. দু’জন পার্টনারের মধ্যেও এরকম কিস হতে পারে আবার বন্ধুদের মধ্যেও! এর মধ্যে স্নেহ আছে, প্যাশন নেই!
ফুট কিস (Foot Kiss)
ব্যাপারটা কি – পার্টনারের পায়ের বুড়ো আঙ্গুল থেকে আরম্ভ করে আস্তে আস্তে পায়ের ওপরের দিকে কিস করা (Foot Kiss)।
অর্থ – সাধারণত ফোরপ্লে-র আগের পর্যায়ে এটা হয়ে থাকে।
বাটারফ্লাই কিস (Butterfly Kiss)
ব্যাপারটা কি – যখন আপনি এবং আপনার পার্টনার একে অপরকে কিস করেন এবং এতটাই কাছে চলে আসেন যে আপনাদের দু’জনের চোখের পাতা একে অন্যের সাথে টাচ করে যায়।
অর্থ – এর মানে আর কিছুই না, আপনার পার্টনার এবং আপনি একে অন্যেকে পাগলের মতো ভালোবাসেন!
হিকি (Hickey)
ব্যাপারটা কি – পার্টনারকে এমনভাবে চুমু খেতে হবে হবে যাতে আপনার চুম্বনের স্পষ্ট চিহ্ন তার গালে কিংবা গলায় বা শরীরের অন্য অংশে থাকে।
অর্থ – এরকম চুম্বনের অর্থ আর কিছুই না, “তুমি আমার ছাড়া আর কারো না”, এটা বুঝিয়ে দেওয়া।
বাইট এন্ড কিস (Bite and Kiss)
ব্যাপারটা কি – নাম শুনে বুঝতে নিশ্চই অসুবিধে হচ্ছে না যে এমনি কিসের মধ্যে একটু স্পার্ক এড করার জন্য আলতো করে একটু কামড় বসানোই যায়!
অর্থ – আর কিছুই না, একটু এক্সসাইটমেন্ট (Excitement) তৈরী করা সম্পর্কে!
লিজার্ড কিস (Lizard Kiss)
ব্যাপারটা কি – চুমু খাবার সময়ে পার্টনারের জিভের সাথে আপনার জিভ ঠেকিয়ে আবার বার করে নেওয়া – এটাই হলো লিজার্ড কিস (Lizard Kiss)।
অর্থ – একটু অদ্ভুত শুনতে লাগলেও লিজার্ড কিস শারীরিক সম্পর্কে (Physical Relation) একটা উদ্দীপনা (Excitement) নিয়ে আসে।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
Lip Kiss করলে কি কি শারীরিক উপকার মেলে
ভালোবেসে মনের মানুষটি কে এই ডাকনামে ডাক দিও
রোমান্টিক ডায়লগ যা আপনাকে আপনার পার্টনারের আরও কাছে নিয়ে যাবে