জানি, এখনই বাঙালিরা নাক সিঁটকে বলবেন, দিওয়ালিতে আবার ঘরদোর পরিষ্কার করার কী আছে? এই তো দুর্গাপুজোতেই সবকিছু করা হল, যত্তসব অবাঙালি আদিখ্যেতা! কথাটা কিছুটা ঠিক হলেও, পুরোপুরি ঠিক নয়। প্রথমত, ঘরদোর পরিষ্কার করার সঙ্গে বাঙালি-অবাঙালিত্বের কোনও যোগ নেই! দ্বিতীয়ত, দুর্গাপুজোতেই ঘর পরিষ্কার করা হয়েছে বলে কালীপুজোর সময় করা যাবে না, এমনটা যুক্তিটিও বেশ হাস্যকর! দিওয়ালি (Diwali) হল আলোর উৎসব। আর সেই উৎসব পুরোপুরি সার্থক হবে না, যদি আপনার বাড়িটিই অপরিষ্কার, অগোছালো থাকে। অনেক বাঙালি বাড়িতেই কালীপুজোর দিন লক্ষ্মীপুজো করা হয়, ঘটা করে সারা হয় অলক্ষ্মী বিদায়ও। সেই সব আচারই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যদি না আপনি বাড়িটি (house) ঠিকমতো সাফসুতরো (cleaning) করে রাখেন। কীভাবে, তারই টিপস (tips) রইল এখানে…
১. বাড়ি দিওয়ালি রেডি করার আগে যেগুলি মাথায় রাখতে হবে
কাজে নামার আগে কতগুলো বিষয় মাথায় রাখা জরুরি…
- এক-একটা ঘর এক-একদিন ধরুন। সারা বাড়ি একসঙ্গে পরিষ্কার করতে বসবেন না। সদর দরজার কাছে যে ঘরটি, সেটি পরিষ্কার করবেন সব শেষে।
- রান্নাঘর ও বাথরুম পরিষ্কার করবেন একেবারে শেষদিন।
- প্রতিটি ঘরের ফ্যান ও আলো পরিষ্কার করবেন একদিনে।
- প্রতিটি ঘর পরিষ্কার করার জন্য আলাদা কাপড় রাখবেন। ঝাঁটা-বালতি আগে থেকে পরিষ্কার করে রাখবেন।
- বাথরুম, রান্নাঘরের সিঙ্ক, টাইলস এবং মেঝে পরিষ্কার করার জন্য আলাদা ডিটারজেন্ট মজুত রাখবেন।
১. বাড়ি দিওয়ালি রেডি করার কযেকটি প্র্যাক্টিকাল টিপস
ঘর পরিষ্কার করা মানে কিন্তু শুধু ঝুল ঝেড়ে পরিষ্কার করা নয়। ডিপ ক্লিনিং করা, মানে, সামান্যতম ধুলোবালি এবং অদরকারি কোনও জিনিসপত্র যেন ঘরে থেকে না যায়, সেগুলোও দেখে নেওয়া। এই গুরু দায়িত্বটি কীভাবে সামলাবেন, তারই হদিশ রইল এখানে।
- প্রথমেই দেখে নিন, কী-কী জিনিস বাড়তি আছে বাড়িতে। পুরনো, অদরকারি জিনিসপত্র, যা শেষ ছ মাসে একবারও ব্যবহার করেননি, সেগুলি আগে এক জায়গায় ডাঁই করে রাখুন। একবার নজর বুলিয়ে তারপর বিদায় করুন।
- ঘরের প্রতিটি জানলার পর্দা, টেবিল কভার, কুশন কভার, আপহোলস্ট্রি, সব কাচতে দিন।
- পুরনো পাপোশ ফেলে দিন, নতুন পাপোশ আনুন।
- আলমারি থেকে সব জামাকাপড় নামিয়ে ডি-ক্লাটার করুন। পুরনো, অব্যবহৃত পোশাক আলাদা করে রাখুন। কাউকে দিয়ে দিন অথবা কোনও অনাথআশ্রমে দিয়ে দিন।
- ঘরের সব আসবাব টেনে সরান। তারপর পিছনের ঝুল, ধুলোবালি পরিষ্কার করুন। আসবাবগুলিও ভাল করে ভেজা বা শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
- রান্নাঘর পরিষ্কার করার জন্য আলাদা ক্লিনিং এজেন্ট বাজারে কিনতে পাওয়া যায়। সেগুলি দিয়েই কিচেন স্ল্যাব, সিঙ্ক, এগজস্ট ফ্যান, চিমনি ইত্যাদি পরিষ্কার করবেন। বাড়িতেও তৈরি করে নিতে পারেন নিজস্ব ক্লিনিং এজেন্ট। এক মগ গরম জলে সামান্য ভিনিগার গুলে কিংবা লেবুর রস মিশিয়ে তা দিয়ে এসব জায়গা পরিষ্কার করলেও ঝকঝকে হয়ে যাবে।
- ফ্রিজ পরিষ্কার করার জন্যও একই পদ্ধতি অনুসরণ করুন।
- বেডরুম পরিষ্কার করার সময় খাটের ম্যাট্রেস কিংবা তোষকটিও পরিষ্কার করতে ভুলবেন না।
- দরজার হাতল কিংবা নব এবং জানলার কোণ পরিষ্কার করবেন মন দিয়ে।
- ড্রেসিং টেবিলের কাচ কিংবা কাচের শেলফ পরিষ্কার করুন মাইক্রোফাইবার কিংবা খবরের কাগজ দিয়ে।
- বাথরুম পরিষ্কার করার সময় কমোড, বেসিন ভাল করে সাফ করুন। পুরনো ব্রাশ, ফ্লোর ওয়াইপস ফেলে দেবেন সাফাই অভিযান খতম হওয়ার পর।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…