রাত পোহালেই দীপাবলি বা বাঙালির কালীপুজো বটে । আর তারও একদিন পর ভাইফোঁটা । অর্থাৎ, সপ্তাহ শেষের এই সময় খুশির সময় । উৎসেবর মরশুমে নিজেকেও সাজাতে হবে । সবার বাড়ি আলোয় সেজে উঠেছে জ্বলছে । একইসঙ্গে সেজে উঠেছে কি আপনার আলমারি ? কেমন আপনার দীপাবলির সাজ ( diwali fashion tips) ? কালীপুজোর সকাল থেকে ভাইফোঁটার দিন পর্যন্ত এক একটি ট্রেন্ডি পোশাকে নিজেকে সাজিয়ে তুলুন । হয়ে উঠুন অনন্যা ।
ঝলমলে কিন্তু স্নিগ্ধ ( diwali fashion tips)
দীপাবলি আলোর উৎসব ৷ তাই পোশাকেও সেই ছোঁয়া থাকবে । হবে জাঁকজমকপূর্ণ ৷ কিন্তু তাই বলে কি এলিগেন্সের কমিত হতে পারে ? তাই দীপাবলির রাতে পরতে পারেন অতিরিক্ত ঝুলওয়ালা স্কার্ট ( fashion tips for diwali ) ৷ সঙ্গে পরুন ক্রপ টপ ৷ যা আপনার সাজে নতুনত্ব এনে দেব ৷
দীপাবলির সকাল ও সন্ধ্যা
দীপাবলির দিন সকালে সাদা রঙের কোনও কামিজ বা শাড়িও পরতে পারেন । সাদার উপর হালকা সোনালি কাজ করা শাড়ি কিন্তু আপনাকে বেশ মানাবে । তার সঙ্গে কানে একটা ঝুমকো পরুন । টিপও পরতে পারেন চাইলে । মনে রাখবেন, সামান্য একটি টিপের ছোঁয়া কিন্তু আপনার লুকই পালটে দিতে পারেন । সালোয়ার-কামিজ পরলে সাদা রঙের সালোয়ারের সঙ্গে আপনি সোনালি রঙের দোপাট্টা বা ওড়না নিতেই পারেন ( fashion tips for diwali ) । বা হালকা গোলাপি রঙও ট্রাই করতে পারেন । মিলিয়ে জুতো পরুন । হয়ে উঠুন সেরার সেরা ।
হাল্কা সাজ পছন্দ ?
আমরা অনেকেই আছি, যাঁরা খুব সাজগোজ করতে পছ্ন্দ করি না । কিন্তু তাঁদেরও দীপাবলির দিন ফিকে দেখালে চলবে না । এমন কোনও পোশাক পরতে হবে, যাতে আপনাকে এমনিই ভীষণ সুন্দর দেখায় । এবং দেখায় সবার থেকে আলাদা । টিউনিক পরতে পারেন ৷ শর্ট বা লং পালাজো প্যান্টসও পরতে পারেন ৷ তাতে যদি এমব্রয়ডারি কাজ থাকে, তাহলে তো কোনও কথাই নেই ৷
শো-স্টপার শাড়িই ( diwali fashion tips)
বাঙালি উৎসব মানেই প্রথম পছ্ন্দ শাড়িই । যে কোনও পোশাককে টেক্কা দিতে আপনার শাড়িই যথেষ্ট । আপনি ট্রেন্ডি কোনও শাড়ি পরতে পারেন ( fashion tips for diwali ) । বা ট্র্যাডিশনাল শাড়িই পরুন একটু অন্যভাবে । দীপাবলিতে আপনাকেই সবার থেকে আলাদা লাগবে । আর না হয়তো পছন্দ মতো ব্লাউজ এবং গয়নার সঙ্গেও আপনার শাড়ি ঝলমলাতে পারে । তাতেও কোনও কমতি হবে না ।
ভাইফোঁটার দিন পরুন উজ্জ্বল রঙ
দীপাবলির পরেই ভাইফোঁটা । এমনিই খুব খুশির দিন । হয়তো ওদিন আপনার দাদা বা ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে । মজা, আড্ডায় রিল্যাক্স থাকাও প্রয়োজন । সুতির কোনও ট্রেন্ডি হালকা পোশাক পরতে পারেন । তবে কালার প্যালেটে উজ্জ্বল রঙ থাকা চাই । রাখতে পারেন সাদা, আইভোরো, ধূসর বা সোনালি । চেষ্টা করতে পারেন হালকা হলুদ রঙও । আপনার থেকে কেউ চোখ সরাতেই পারবে না !
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!