ADVERTISEMENT
home / ডি আই ওয়াই বিউটি টিপস
কেমিক্যাল ফ্রি মেকআপ প্রোডাক্ট এবার আপনার হাতের মুঠোয়

কেমিক্যাল ফ্রি মেকআপ প্রোডাক্ট এবার আপনার হাতের মুঠোয়

আজকাল সবকিছুতেই অরগ্যানিকের চল! তা সে খাবারদাবারই হোক কিংবা প্রসাধনী। কিন্তু ন্যাচারাল, অরগ্যানিক জিনিসের দামও একটু বেশির দিকেই। তাই সব সময় এই ধরনের প্রোডাক্ট দিয়ে রূপচর্চা কিংবা ত্বকের যত্ন সম্ভব হয় না। কিন্তু ভাবুন, যদি বাড়িতেই বানিয়ে ফেলা যেত এই ধরনের জিনিসপত্র, কী ভালই না হত তা হলে! (diy chemical free makeup products)

আপনাদের মনের কথা বুঝতে পেরেই আমরা এখানে নিয়ে এসেছি এমন পাঁচটি মেকআপ প্রোডাক্ট, যেগুলো একশো শতাংশ কেমিক্যাল ফ্রি এবং সহজেই বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। কীভাবে এগুলো তৈরি করবেন, সেই কায়দাই বলা হল এই প্রতিবেদনে।

ন্যাচারাল ফেস সিরাম

এটি বানাতে যা-যা লাগবে: ক্যারিয়ার অয়েল হিসেবে আমন্ড অয়েল এবং আপনার পছন্দের যে-কোনও এসেনশিয়াল অয়েল   

কীভাবে বানাবেন: প্রতি টেবিলচামচ ক্যারিয়ার অয়েলের জন্য ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল লাগবে। এবার ফেসিয়াল সিরামটি তৈরির সময় একটি বাটিতে প্রথমে এক টেবিলচামচ ক্যারিয়ার অয়েল ঢালুন, তারপর তাতে যোগ করুন ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল। তারপর সেটি মিশিয়ে নিয়ে ঢালুন কাচের শিশিতে, যেটিতে আপনি এই সিরামটি স্টোর করবেন। এভাবে যতটা সিরাম তৈরি করতে চাইছেন, ততটা পর্যন্ত মেশাতে থাকুন। শিশিটা ভর্তি হয়ে গেলে তারপর মুখ বন্ধ করে ভাল করে ঝাঁকিয়ে নিন।

ADVERTISEMENT

ন্যাচারাল আইলাইনার

এটি বানাতে যা-যা লাগবে: সম পরিমাণ নারকেল তেল ও শিয়া বাটার (এক টেবিল চামচ করে), কালো আইলাইনারের জন্য হাফ চা চামচ অ্যাক্টিভেটেড চারকোল, খয়েরি আইলাইনারের জন্য হাফ চা চামচ কোকো পাউডার  (diy chemical free makeup products)

কীভাবে বানাবেন: সবক’টি উপাদান একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন, তা হলেই তৈরি আপনার আইলাইনার।

ন্যাচারাল ফাউন্ডেশন

এটি বানাতে যা-যা লাগবে: দুই টেবিলচামচ অ্যারারুট পাউডার (জিঙ্ক অক্সাইড হলে আরও ভাল কভারেজ পাবেন), এক চা চামচ সোনালি অভ্র গুঁড়ো, এক টেবিলচামচ মুলতানি মাটি, এক চা চামচ মিহি করে গুঁড়ো করা কোকো পাউডার (আপনার ত্বকের রং অনুযায়ী এর পরিমাণ বাড়বে বা কমবে), যদি ত্বক খুব তেলতেলে হয়, তা হলে এর সঙ্গে লাগবে এক চা চামচ ট্রান্সলুসেন্ট অভ্র গুঁড়ো  

কীভাবে বানাবেন: সবক’টি উপাদান একসঙ্গে ভাল করে মিশিয়ে নিলেই ফাউন্ডেশন তৈরি। কিন্তু এর খেলাটা অন্য জায়গায়। আপনার জন্য পারফেক্ট শেড আনতে চাইলে কোকো পাউডারের গুঁড়ো ঠিক করে মেশাতে হবে। তাই প্রথমে একটু বানিয়ে সেটা হাতে পরীক্ষা করুন। যখন দেখবেন গায়ের রংয়ের সঙ্গে মিশে যাচ্ছে, তখন বড় ব্যাচটি বানান। কোনও কাচের শিশিতে স্টোর করবেন।

ADVERTISEMENT

ন্যাচারাল লিপ বাম

এটি বানাতে যা-যা লাগবে: এক টেবিলচামচ নারকেল তেল, এক টেবিলচামচ মোম, কয়েক ফোঁটা যে-কোনও এসেনশিয়াল অয়েল, আপনার পছন্দের কোনও লিপস্টিকের ছোট টুকরো (diy chemical free makeup products)

কীভাবে বানাবেন: গ্যাসের উপরে একটি ডেকচিতে জল ফুটতে বসান। তার মাঝে একটি কাচের বাটিতে নারকেল তেল এবং মোমটা রেখে একসঙ্গে তরলীভূত হতে দিন। একটা চামচ দিয়ে ধীরে-ধীরে নাড়াতে থাকুন এই তরলটা। দুটো ভাল করে একসঙ্গে মিশে গেলে তাতে এসেনশিয়াল অয়েলটা মিশিয়ে একটু নাড়িয়ে দিন। এর পরে মেশাতে হবে লিপস্টিকের টুকরোটা যাতে তরলে একটু রং চলে আসে। গ্যাস বন্ধ করে বাটিটা নামিয়ে তরলটি একটি শিশিতে ঢেলে রাখুন। ঠান্ডা হলে এটি নিজে থেকেই জমে যাবে। ব্যস, তৈরি আপনার লিপ বাম।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
11 Oct 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT