ADVERTISEMENT
home / ফ্যাশন
সাদা কনভারস শু পরিষ্কার করার সহজ উপায় in bengali

সাদা কনভারস শু পরতে তো ভালই লাগে, কিন্তু পরিষ্কারও তো করতে হবে তাই না?

আচ্ছা, যখন স্কুলে পড়তেন, মনে আছে, প্রতি রবি বার একটা মস্ত জরুরি কাজ থাকত? স্কুলের সাদা কনভারস শু কেচেকুচে ঝকঝকে করা। সারা সপ্তাহ তো মাঠে দাপিয়ে বেড়ানো কাজ ছিল, আর সাদা কাপড়ের জুতো (diy ideas to clean white converse shoes) সপ্তাহ কাটতে না কাটতেই হয়ে যেত বাদামী। কাদা আর মাটির ছোপ, কালচে দাগ – সেগুলো আবার পরিষ্কার না করে গেলে স্কুলে বকা জোটার আশঙ্কা ছিল প্রবল। তবে আপনাদের কাছে মিথ্যে বলব না, আমার স্কুলের কনভারস শু পরিষ্কার করে দিতেন আমার বাবা। তবে এখন এই কাজটা আমাকেই করতে হয়। সাদা কনভারস শু দেখতে যতটা ভাল লাগে, ময়লাও ততটাই তাড়াতাড়ি হয়। তবে চিন্তা নেই, আমরা এখানে বলে দিচ্ছি কিছু সহজ উপায় (diy ideas to clean white converse shoes) যা মেনে আপনি খুব সহজেই আপনার ময়লা কনভারস শু আবার ঝকঝকে সাদা করে তুলতে পারবেন

নেলপলিশ রিমুভার

ছবি – পিক্সঅ্যাবে

যা যা লাগবে: নেলপলিশ রিমুভার এবং কটন প্যাড

ADVERTISEMENT

যেভাবে পরিষ্কার করবেন

এই পদ্ধতিটি কিন্তু কনভারস শু-এর কাপড়ের অংশ নয়, বরং রাবারের অংশটি পরিষ্কার করতে কাজে লাগবে।

ক) কটন প্যাড নেলপলিশ রিমুভারে ভিজিয়ে নিন এবং যেখানে ময়লা লেগে রয়েছে, সেখানে ভাল করে ঘষে নিন।

খ) এবারে কাপর কাচার গুঁড়ো সাবান অল্প জলে গুলে নিন এবং একটি টুথব্রাশের সাহায্যে জুতোর ময়লা (diy ideas to clean white converse shoes) অংশটি ঘষে নিন।

ADVERTISEMENT

গ) ভাল করে জলে ধুয়ে জুতো শুকিয়ে নিন। শুকোনোর পর দেখবেন ময়লা কনভারস আবার আগের মত নতুন হয়ে গিয়েছে।

সাদা ব্লিচ

যা যা লাগবে: ব্লিচ, সাদা টুথপেস্ট, বেকিং সোডা, লেবু, টুথব্রাশ, উষ্ণ জল

যেভাবে পরিষ্কার করবেন

ক) ৫০ মিলি সাদা ব্লিচের মধ্যে বেকিং সোডা ও টুথপেস্ট মিশিয়ে নিন।

ADVERTISEMENT

খ) এর সঙ্গে সামান্য উষ্ণ জল মিশিয়ে একটু পাতলা পেস্ট তৈরি করে নিন।

গ) ময়লা কনভারস শু-এ (diy ideas to clean white converse shoes) এই পেস্ট ছড়িয়ে দিন এবং কয়েক ঘন্টা এভাবেই রেখে দিন।

ঘ) কয়েক ঘন্টা পর চাকা চাকা করে কেটে রাখা লেবু ঘষে নিন এবং টুথব্রাশ দিয়ে ভাল করে ঘষুন জুতো।

ঙ) হয়ে গেলে ভাল করে জল ধিয়ে ধুয়ে শুকোতে দিয়ে দিন। দেখবেন আবার সাদা ঝকঝকে অবস্থায় ফিরে এসেছে আপনার কনভারস।

ADVERTISEMENT

সাদা টুথপেস্ট

ছবি – পিক্সঅ্যাবে

যা যা লাগবে: পুরনো একটা শক্তপোক্ত টুথব্রাশ আর সাদা টুথপেস্ট

যেভাবে পরিষ্কার করবেন

ADVERTISEMENT

ক) আপনার সাদা কনভারস শু-এর যেখানে যেখানে ময়লা লেগেছে, সেখানে বেশ ভাল করে টুথপেস্ট লাগিয়ে ফেলুন।

খ) মিনিট পনেরো-কুড়ি ওভাবেই রেখে দিন, যাতে দাগের উপরে টুথপেস্ট ভাল করে বসে যায়।

গ) এবারে টুথ ব্রাশ জলে ভিজিয়ে ভাল করে ঘষুন। দেখবেন কালচে ময়লা উঠে আসছে।

ঘ) হয়ে গেলে জল দিয়ে জুতো ধুয়ে নিন (diy ideas to clean white converse shoes) এবং শুকোতে দিয়ে দিন।

ADVERTISEMENT
https://bangla.popxo.com/article/how-to-measure-shoe-size-perfectly-before-buying-online-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

08 Feb 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT