কয়েক বছরে কলকাতা আর তার পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গি সংক্রমণ বেড়েছে। অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অনেকের অসুখ এতটাই গুরুতর হয়েছে যে মৃত্য়ুও হয়েছে। ডেঙ্গি ভাইরাসের অন্য়তম বাহক হল স্ত্রী এডিস মশা। এছাড়াও মশা অনেক রোগ বহন করেই নিয়ে আসে। তাই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য রাতের বেলা মশারি টাঙিয়ে শোওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে শরীর ঢাকা পোশাক পরতে বলেন। বাড়ির সামনে যাতে জল না জমে, সেদিকেও লক্ষ্য রাখতে বলেন। এছাড়াও এখন রেপিলেন্ট বা মশা তাড়ানোর ওষুধ কিনতে পাওয়া যায়। বাজার চলতি এসব ওষুধ কিনে শরীরের খোলা অংশে মেখে নিলেই হবে। মশা এসে বসবে না। তবে বাজার চলতি এসব রেপিলেন্টের বদলে আপনি ঘরেও মশা তাড়ানোর ওষুধ (diy mosquito repellent)বানিয়ে নিতে পারেন। আসুন, জেনে নিই বাড়িতেই কীভাবে ত্বকের জন্য বানিয়ে নেবেন মশা তাড়ানোর ওষুধ (diy mosquito repellent)
এসেনশিয়াল তেল এবং পাতি লেবুর রস
এক কাপ জলে দশ ফোঁটা ল্যাভেন্ডার তেল, চার-পাঁচ ফোঁটা vanila extract এবং চার ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে ভাল করে নাড়িয়ে নিন, যাতে প্রতিটি উপাদান ঠিক মতো মিশে যাওয়ার সুযোগ পায়। এবার সেই মিশ্রণটি একটা স্প্রে বোতলে নিয়ে ভাল করে হাতে এবং পায়ে স্প্রে করুন! বিশেষ করে সকালের দিকে এই মিশ্রণ বারদুয়েক সারা গায়ে লাগাতে ভুলবেন না যেন! কারণ, এডিস মশা মূলত সকালের দিকেই আক্রমণ করে থাকে (diy mosquito repellent)।
মশার উপদ্রব থেকে কীভাবে বাঁচবেন?
পিপারমেন্ট তেল এবং নারকেল তেল
৩০ মিলি নারকেল তেলের সঙ্গে ১৫ ফোঁটা পিপারমেন্ট তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণ সারা শরীরে লাগালে মশার উপদ্রব থেকে নিস্তার মিলবে নিমেষেই। তবে সকাল-বিকাল লাগাতে হবে, তবেই কিন্তু বিপদ কমবে। আর বাড়ির বাইরে যখনই বেরবেন, তখনও হাতে আর পায়ে এই মিশ্রণ লাগাতে ভুলবেন না!
টি-ট্রি তেল এবং নারকেল তেল
৩০ মিলি নারকেল তেলে ১০-১৫ ফোঁটা tea tree oil মিশিয়ে সেই মিশ্রণ সারা শরীরে লাগিয়ে ফলুন। দেখবেন, একটা মশাও আপনার কাছাকাছি ঘেঁষতে পারবে না। কারণ, এই মিশ্রণের গন্ধ মশারা একেবারেই সহ্য করতে পারে না, তাই তো ধারে কাছেও আসে না(diy mosquito repellent)।
নারকেল তেল এবং নিম তেল
মশা-মাছি আর পোকামাকড়দের দূরে রাখতে নিম তেল বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর তা যখন নারকেল তেলের সঙ্গে মেশানো হয়, তখন তো ব্রহ্মাস্ত্রে পরিণত হয়। তাই বর্ষার আগে পরে মশাদের দূরে রাখতে ৩০ মিলি নারকেল তেলের সঙ্গে ১০-১২ ফোঁটা নিম তেলে মিশিয়ে তৈরি মিশ্রণ, সকাল-বিকাল সারা শরীরে লাগাতে ভুলবেন না যেন! দেখবেন, উপকার পাবেই পাবেন।
ভডকা এবং আমন্ড তেল
২চামচ ভডকার সঙ্গে ৩ চামচ আমন্ড তেল, নয়তো আলিভ অয়েল এবং কয়েক ফোঁটা যে কোনও এসেনশিয়াল তেল মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভাল করে নাড়িয়ে একটা স্প্রে বোতলে সংগ্রহ করে নিন। এই মিশ্রণ সকালে দু’বার এবং রাতে শুতে যাওয়ার আগে একবার সারা শরীরে লাগালে শুধু এডিস কেন, কোনও মশাই আপনার রক্তের স্বাদ পাবে না (diy mosquito repellent)!
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!