ADVERTISEMENT
home / রাশিফল সম্পর্কিত আর্টিকেল
আজকের রাশিফল – ২৬শে মার্চ

আজকের রাশিফল – ২৬শে মার্চ

আমাদের ভবিষ্যৎ নিয়ে মোটামুটি অনেকসময়েই আমরা চিন্তা করি। কি হবে, ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এসব নিয়েই চিন্তা করি, কিন্তু চিন্তা করে তো কোনও লাভ নেই। তবে এটাও ঠিক যে আগামীতে কি ঘটতে পারে তাঁর যদি খানিকটা ধারণাও থাকে, তাহলে আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আজকের রাশিফল (rashifol horoscope) দেখে নিন আর সেভাবে নিজেকে আজকের জন্য প্রস্তুত করুন –

মেষ রাশি – ভালোবাসাই আসল.

আপনি আপনার সম্পর্কে মন প্রাণ ঢেলে দিয়েছেন. এটা খুবই ভালো, কিন্তু এতটা বেশিও কারো জন্য করা উচিত না যাতে তারা আপনার মূল্যটাই ভুলে যায়. একটু ব্যালান্স করে চলুন.

বৃষ রাশি – দূরত্ব বজায় রাখুন.

সহকর্মীদের সাথে আজ খুব বেশি মাখামাখি করার প্রয়োজন নেই. দরকারে নিজের হয়ে কথা বলুন.

মিথুন রাশি – নিজের সীমা ছাড়াবেন না.

নিয়ম তৈরী হয় সেটাকে মানার জন্য, ভাঙার জন্য না – এটা বুঝুন. আপনার যাই মনে হোক না কেন, আজ নিজের সীমা লঙ্ঘন করাটা উচিত হবে না.

ADVERTISEMENT

কর্কট রাশি – অতিরিক্ত কফি খাওয়া ঠিক না.

আজ সারাটা দিন কর্মব্যস্ত থাকবেন এবং তার ফলে আজ ক্লান্তিও বেশি আসবে. তবে কফির পর কফি খাওয়াটা কিন্তু সমাধান না, এটা মনে রাখবেন.

সিংহ রাশি – কাজ গুলো আবার করতে হতে পারে.

কর্মক্ষেত্রে আজ হয়তো কিছু বাধা আসবে, প্রথমে সেটা খারাপ মনে হলেও পরে ঠিকই বুঝবেন যে এটা ভালোর জন্যই ছিল. কিছু কিচ্ছু কাজ হয়তো আবার করতে হতে পারে.

কন্যা রাশি – আপনি কিন্তু ওনার মনের মধ্যেই আছেন.

আপনাদের মধ্যে যা মনমালিন্য এবং ভুল বোঝাবুঝি ছিল অবশেষে তা দূর হয়েছে এবং আপনারা আবার একে অপরের কাছাকাছি এসেছেন. এবার থেকে সম্পর্কে ফোকাস করুন, অন্য বিষয়ে না.

তুলা রাশি – শরীরের যত্ন নিন.

যদি আপনার মনে হয় যে এমনি এমনি শরীর ঠিক হয়ে যাবে, তাহলে ভুল ভাবছেন. শরীরের যত্ন নিন এবার থেকে.

ADVERTISEMENT

বৃশ্চিক রাশি – পরিশ্রমের মূল্য পাবেন.

আজ কোনো প্রজেক্টে কাজ করলে অনেক বেশি পরিশ্রম করতে হবে. কিন্তু ভালো ব্যাপার এটাই যে আপনি জানেন যে এই পরিশ্রমের মূল্য আপনি একদিন ঠিকই পাবেন.

ধনু রাশি – শেষ থেকে শুরু করুন.

কারো বাহ্যিক রূপ কিন্তু সব সময়ে তার ভেতরের চেহারাটাকে প্রকাশ করে না. এটা মনে রেখে আবার শেষ থেকে শুরু করুন.

মকর রাশি – আজ জয়ের সম্ভাবনা প্রবল.

আজ আপনার বৃহস্পতি তুঙ্গে. আপনি প্রচন্ডরকমের আশাবাদী এবং আপনার এই স্বভাবের জন্যই আজ আপনার জয় নিশ্চিত!

কুম্ভ রাশি – অন্যদের দয়ালু স্বভাবকে স্বীকৃতি দিতে শিখুন.

সব সময়ে যে বিশাল কিছু করলেই ভালোবাসা হয় তা কিন্তু না, ছোট ছোট ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে শিখুন.

ADVERTISEMENT

মীন রাশি – লোকজন আজ কুচুটে ভাব দেখাতে পারে.

আপনি নিজের পেশা নিয়ে খুবই চিন্তিত এবং সহকর্মীরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বলে আপনার মনে হচ্ছে; সৌভাগ্যবশত এরকম কিছু হচ্ছে না এবং আপনার কেরিয়ারে কোনো ক্ষতি হবে না.

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

25 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT