আমাদের ভবিষ্যৎ নিয়ে মোটামুটি অনেকসময়েই আমরা চিন্তা করি। কি হবে, ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এসব নিয়েই চিন্তা করি, কিন্তু চিন্তা করে তো কোনও লাভ নেই। তবে এটাও ঠিক যে আগামীতে কি ঘটতে পারে তাঁর যদি খানিকটা ধারণাও থাকে, তাহলে আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আজকের রাশিফল (rashifol horoscope) দেখে নিন আর সেভাবে নিজেকে আজকের জন্য প্রস্তুত করুন –
আপনার মধ্যে অনেক আইডিয়া আছে, কিন্তু আজকের দিনটা সেগুলো শেয়ার করার জন্য উপযুক্ত নয়. আপনি সঠিক সুযোগ পাবেন, কিন্তু সঠিক সময়ে.
আপনি যদি সব সময়ে নিজের সঙ্গীর ওপরে অন্যের রাগ দেখাতে থাকেন, সেটা কিন্তু আপনাদের সম্পর্কেই তিক্ততা সৃষ্টি করছে, আর কিছু না.
আজ কর্মক্ষেত্রে দিনটা ভালো নয়. আপনি যেরকম দিন আশা করছেন সেরকম কিছুই হবে না. নিজেকে তার জন্য প্রস্তুত করুন.
প্রেমের জন্য আজকের দিন শুভ নয়. আপনি অনেক চেষ্টা করবেন পছন্দের মানুষটি যাতে আপনার দিকে দেখেন কিন্তু সেটি হবে না.
আজ ফালতু স্ট্রেস নেবার কোনো প্রয়োজন নেই. আপনাদের সম্পর্কের ভিত যথেষ্ট মজবুত.
আজ আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবেন না এবং আপনি ওদের থেকে দূরেই থাকতে বেশি স্বচ্ছন্দবোধ করবেন.
আপনাদের সম্পর্কটা আপনার কাছে একটা ভারী বোঝা হয়ে উঠেছে এবং আপনি এই বোঝার নিচে চাপা পরে যাচ্ছেন. আপনি কি চান, সেটা আপনাকেই ঠিক করতে হবে. ভালো করে ভাবুন.
আপনার সঙ্গী একদিন আপনার সাথে বোর হয়ে যাবেন এবং আপনাকে ছেড়ে চলে যাবেন – এটা আপনি ভাবছেন, কিন্তু সেরকম কিছুই হবে না, উনি আপনাকে খুবই ভালোবাসেন.
আপনি হঠকারিতায় বিশ্বাস করেন না, যথেষ্ট প্ল্যান করে, ভালো-খারাপ বিচার করে তবেই কোনো কাজ করেন. এটাই চালিয়ে যান.
আপনার বুদ্ধিমত্বা এবং মানবিকতা দুটোই আপনাকে এগিয়ে যেটা সাহায্য করবে. নিজের মতামতকে গুরুত্ব দিন, আপনি যেরকমটা ভাবছেন, সেরকমই হবার প্রবল সম্ভাবনা.
আপনি যেরকম জীবনসঙ্গী খুঁজছেন, তাকে খুঁজে পাওয়ার জন্য আপনি সব করতে রাজি, আপনাকে কেউ থামাতে পারবে না.
আপনার সঙ্গীর উত্তরে আপনি একটুও সন্তুষ্ট নন, এখনো. কিন্তু সমস্যা হলো, তিনিও কিন্তু আপনার প্রশ্নের বানে জর্জরিত এবং দুঃখিত.
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!