ADVERTISEMENT
home / ফ্যাশন
এবার পুজোয় বেশ জমবে! শাড়ি ড্রেপিংয়ের মজার কয়েকটি কায়দা শিখে নিন

এবার পুজোয় বেশ জমবে! শাড়ি ড্রেপিংয়ের মজার কয়েকটি কায়দা শিখে নিন

পুজোর সময় বাঙালি মেয়েরা শাড়ি পরবেন না, তা কি হয়? অবশ্য়ই পরা হবে। কিন্তু সব সময় এক ভাবেই শাড়ি পরতে হবে এমন কোনও অর্থ নেই। বিভিন্ন স্টাইলে আপনি শাড়ি পরতে পারেন। শাড়ি ড্রেপিংয়ের বিভিন্ন স্টাইল নিয়েই তাই আলোচনা করব। সর্বোপরি বাঙালি মেয়ে বলে কথা, শাড়ি ছাড়া কি আর ফ্যাশন সম্পূর্ণ হয়। স্টাইলিং করবেন আপনি, আপনাকে শাড়ি ড্রেপিং (ways to drape saree)নিয়ে মজাদার আইডিয়া দেব আমরা…

সাবেকি বাঙালি ড্রেপ (ways to drape saree)

আটপৌঢ়ে স্টাইলে শাড়ি পরতে (ways to drape saree) পারেন আপনি। এইক্ষেত্রে আপনার কুঁচি করার প্রয়োজন নেই। বাড়িতে কোনও প্রৌঢ় সদস্য থাকলেই তিনি আপনাকে শাড়ি পরায় সাহায্য করতে পারেন। তবে এই ভিডিয়োটি দেখতে পারেন। কাজল লাগাতে ভুলবেন না।

হল্টার শাড়ি ড্রেস ড্রেপ

বেশ মজাদার এই শাড়ি ড্রেপিং(saree draping style) । শাড়ি পরলেও তা কিন্তু একদমই এথনিক স্টাইলিং হবে না। বরং ওয়েস্টার্ন কায়দায় শাড়ি পরে আপনাকে দেখাবে অপরূপা। আপনি যে কোনও অনুষ্ঠানে এভাবে শাড়ি পরে যেতে পারেন। সিল্কের শাড়ি বেছে নিলে বেশি ভালো হয়। একরঙা হলে আরও ভালো। এই ভিডিয়ো টিউটোরিয়ালটি দেখুন। আপনার কাছে এইভাবে শাড়ি ড্রেপিং আরও সহজ হয়ে যাবে। আইশ্যাডো আপনার পরম বন্ধু হবে।

ওয়েস্টার্ন ফিউশন ড্রেপ (ways to drape saree)

আপনার নিশ্চয়ই একটি ক্লাসিক সাদা শার্ট এবং একটা জিন্স আছে। আপনি ভাবছেন শাড়ি পরার সময় এই পোশাকের কথা কেন বলছি। কারণ এটি একটি ওয়েস্টার্ন ফিউশন ড্রেপিং স্টাইল। মাসুম মিনাওয়ালার থেকেই ইনস্পিরিশেন নিন (ways to drape saree) । প্রথমে জিন্স এবং হোয়াইট শার্ট পরে নিন। এরপর বেছে নিন আপনার পছন্দের কোনও শাড়ি। আপনার জন্য টিউটোরিয়াল রইল। জিন্সের একটি অংশ দেখা যাবে। শাড়ি পরার পর (ways to drape saree) কোমরে বেল্ট দিতে পারেন। শার্টের উপরেই একটি নেকলেস পরুন। খুব ভালো দেখাবে। যে কোনও অনুষ্ঠানে আপনি এভাবে শাড়ি পরতে (saree draping style) পারেন। নুড লিপস্টিক পরুন।

ADVERTISEMENT

এই তিনটি ড্রেপিং স্টাইলের সন্ধান দিলাম আমরা। দশমীতে আটপৌড়ে ভাবে শাড়ি পরতে পারেন। অন্য়ান্য় দিন এই স্টাইলদুটির মধ্য়ে ট্রাই করুন। আপনাকে দেখতে সুন্দর লাগবে।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

06 Oct 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT