ADVERTISEMENT
home / লাইফস্টাইল
পুজো প্রেম: ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন? বিশেষ টিপস আপনার জন্য

পুজো প্রেম: ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন? বিশেষ টিপস আপনার জন্য

পুজোতে প্রেমটা ঠিকঠাক না হলে জমে বলুন দেখি? পুজো মানেই তো পুজো প্রেম । এখন সিঙ্গলদের কি মন খারাপ করার সময়? না না, চিন্তা নেই। যদি একান্তই কোনও সঙ্গী না থাকে, তাহলেও মন খারাপ করার প্রয়োজন নেই। অনলাইন ডেটিং অ্যাপ (dating app)তো আছে। এবার পুজোয় সেখান থেকেই সঙ্গী খুঁজে নিন না। দেখুন সেও হয়তো আপনাকেই (dating app)খুঁজছে।

সেখানে কেউ বন্ধু খুঁজছেন তো কেউ খুঁজছেন সাময়িক পার্টনার! আপনি কি ইতিমধ্যেই কোনও অনলাইন ডেটিংয়ের খাতায় নাম লিখিয়েছেন? সারাদিন কাজের পর বসে একের পর এক ছবি সোয়াইপ করে যাচ্ছেন। কিংবা ডেটিং অ্যাপেই সঙ্গী খুঁজবেন ভাবছেন? অনলাইন ডেটিং অ্যাপ(dating app)-এ কারও সঙ্গে যোগাযোগ হলে প্রথমেই যে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেদিকেও নজর দিন।

যে যে বিষয়ে(dating app) সতর্ক হবেন

ফেক প্রোফাইল কিনা সেই বিষয়ে সতর্ক হবেন(dating app) – আপনি তাঁর সঙ্গে কথা বলার সময়ই জেনে নিন তাঁর ইনস্টাগ্রাম আইডি। ডেটিং অ্যাপে আলাপ হলে এখন এই পদ্ধতিটাই অনেকে মেনে চলছেন। তাঁর প্রোফাইল যদি ইনস্টাগ্রামে লিংকড হয় তাহলে তো ভালই, আর না হলে তাঁর ইনস্টাগ্রাম আইডি জেনে নিন। কারণ, প্রোফাইল ভুয়ো(dating app) হলে সেখানে শুধুই আপনার সময় নষ্ট করার অর্থ নেই।

ফোন নম্বর শেয়ার করার সময় সতর্ক হবেন(dating app) – কথা শুরু হওয়ার পর পরই একে অপরের সঙ্গে ফোন নম্বর শেয়ার করে নেবেন না। বরং, সতর্ক হন। আগে একে অপরকে ভাল ভাবে চিনে নিন। ডেটিং অ্যাপেই (online dating)কথা বলুন। তারপর একটু বিশ্বাসযোগ্য হলে তবেই ফোন নম্বর অদলবদল করে নিন(dating app)।

ADVERTISEMENT

এক মাসের মধ্যে দেখা করতে চাইতে পারেন – আপনাদের আলাপের এক মাসের মধ্যে একে অপরকে দেখা করার প্রস্তাব দিতেই পারেন। তবে সেক্ষেত্রে দুজনের উদ্দেশ্য কী, তার উপর নির্ভর করেই আপনি সিদ্ধান্ত নেবেন (dating app)যে কোথায় দেখা করবেন।

কীভাবে এগোবে কথা?

বিপরীতের মানুষটিকেও সময় দিন – আপনার সঙ্গে হয়তো কারও ম্যাচ হয়েছে। আপনি সেই নোটিফিকেশন পেয়েছেন। তা হতেই পারে। আপনি তাঁর সঙ্গে কথা বলতেও আগ্রহী(dating app)। তাঁকে একটি মেসেজ পাঠিয়ে রাখুন (dating app)। কিন্তু তিনিও যে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, সেরকম আশা করবেন না। বরং, তিন চার ঘণ্টা অপেক্ষা করুন তাঁর উত্তরের জন্য়। ২৪ ঘণ্টার মধ্যেও উত্তর না এলে তখন আপনি অন্য কথা ভাবতে পারেন।

তাঁর উত্তর এলে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিন – তিনি আপনার মেসেজের উত্তর দিলে তাঁকে অপেক্ষা করিয়ে রাখবেন না। এতে তিনি আপনার উপর আগ্রহ হারাতে পারেন। বরং, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে মেসেজের উত্তর দিন(dating app)। এতে ধীরে ধীরে আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন গড়ে উঠবে।

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!       

ADVERTISEMENT

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

02 Sep 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT