মহালয়ার আর কয়েকটা দিন বাকি। আর তার আগে দেখুন কেমন বৃষ্টি নেমেই চলেছে। সবার মনেই এখন আশঙ্কা যে, পুজোর সময় আবার বৃষ্টি নামবে না তো! সেটুকু আশা তো করা যেতেই পারে। বন্ধুদের সঙ্গে পুজোয় ঘুরে ঘুরে ঠাকুর তো দেখতেই হবে। এবার সারাদিন ঘুরলে যে ক্লান্তি আসবেই। ব্যাগে কয়েকটি বিউটি প্রোডাক্ট (essential beauty products) রাখতেই হবে। যাতে ক্লান্তির ছাপ আপনি সহজেই দূর করতে পারেন। পুজোয় আপনার ব্যাগে কী বিউটি প্রোডাক্ট বা সাজ সরঞ্জাম (essential beauty products) থাকবে। জেনে নিন ঝটপট
আপনি যেখানেই যান আপনার এই কমপ্যাক্ট (essential beauty products)অবশ্য়ই প্রয়োজন। আপনি বাড়ি থেকে যতই সেজেগুজে বের হন, দিন যত এগোবে আপনার ত্বক ক্লান্ত দেখাতে শুরু করবে। তাই টাচ আপের জন্য অবশ্য়ই এই কমপ্যাক্ট লাগিয়ে নিন। আপনাকে আবার আগের মতই ফ্রেশ দেখাবে!
আমরা খেতে ভুলে যেতে পারি কিন্তু লিপস্টিকের কথা আমরা কখনওই ভুলব না। এই বিষয়ে নিশ্চয়ই আপনিও জানেন। দুপুরে খাওয়ার পর লিপস্টিকটা ঠিকভাবে লাগিয়ে নিন ঠোঁটে। আপনার ঠোঁটও উজ্জ্বল দেখাবে আর আপনাকেও একইরকমভাবে ফ্রেশ দেখাবে।
সারাদিন ঘুরে ঘুরে ঠাকুর দেখার সময় জল ঠিকঠাক খাওয়া হয় না। তাই আপনার ঠোঁটও শুষ্ক হয়ে যেতে পারে। তাই ব্যাগে অবশ্য়ই লিপ বাম রাখুন। ঠোঁট শুকনো লাগলেই সেই লিপ বাম লাগিয়ে নিন।
আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন, তাহলে এই জিনিসটি যে আপনার কতটা প্রয়োজন তা আপনিও জানেন। পুজোয় ঘোরার সময় আপনাকে একটি সুন্দর সুগন্ধি ঘিরে থাকুক। আপনি আরও বেশি সতেজ থাকুন। তাহলে আপনার ক্লান্তিভাবও কিছুটা কমবে। তাই ব্যাগে পছন্দসই একটি পারফিউম (essential beauty products)অবশ্য়ই রাখবেন।
প্রতিদিন গুড হেয়ার ডে হয় না। কোনও কোনওদিন ব্যাড হেয়ার ডে-ও হয়। আপনি নিশ্চয়ই খুব ভাল করেই আমার কথা বুঝতে পারছেন। একটি দিনে চুল খারাপ থাকলে তার কতটা প্রভাব যে আপনার মুডের উপর পড়তে পারে আপনিও জানেন। আজ হয়তো তাড়াহুড়োয় আপনার শ্যাম্পু করে বেরনো হয়নি। তাই আপনি আজ হেয়ার সিরাম লাগিয়ে নিতেই পারেন। লিভনের একটি স্প্রে সিরাম রয়েছে, যেটি খুবই কার্যকরী। আর না হলে আপনি ড্রাই শ্যাম্পু (essential beauty products)লাগিয়ে নিন। তাহলে আপনার চুল দেখাবে ফ্রেশ ও জেল্লাদার।
ত্বকের যত্নের প্রসঙ্গ উঠলেই আমরা প্রথমে কিন্তু মুখের যত্নের কথা চিন্তা করি। তাই বের হওয়ার আগে মুখে প্রয়োজনীয় মেকআপ করলেও আমরা কিন্তু এক একদিন হাতে ময়শ্চারাইজার না লাগিয়েই বেরিয়ে যাই। তাই আপনি ব্যাগে একটি হ্যান্ড ক্রিম (essential beauty products)রেখে দিন। খাওয়ার পর হাত ধুয়ে সেই ক্রিম লাগিয়ে নিন। এতে আপনার হাতও কোমল থাকবে।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!