দুর্গাপুজোয় চারদিন কী করবেন, তার পরিকল্পনা চলছে নিশ্চয়ই। কারও কারও তো পুজোর সময়ও অফিস ছুটি থাকে না। অফিস ছুটি হলেই বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে যান। কাউকে কাউকে ঘরের সব কাজ সামাল দিয়ে তারপর ঠাকুর দেখতে বেরোতে হয়। মোটামুটি চটজলদি হেয়ারস্টাইল জানা থাকলে সবারই সুবিধা। পুজোয় তো আপনি নিশ্চয়ই প্রতিদিন এথনিক বা প্রতিদিন পশ্চিমী পোশাক পরবেন না। বিভিন্ন পোশাক পরবেন। এথনিক পোশাকের জন্য় এক ধরনের হেয়ারস্টাইল ভাল লাগবে। পশ্চিমী পোশাকের সঙ্গে এক ধরনের পোশাক ভাল লাগবে। তাই সহজ কয়েকটি হেয়ারস্টাইল (easy hairstyles) জেনে রাখা প্রয়োজন। পুজোর হেয়ারস্টাইল বলে কথা, সুন্দর তো হতেই হবে।
শ্যাম্পু করার অন্তত ২০ মিনিট আগে এসেনশিয়াল অয়েল লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার লাগিয়ে নিন। শ্যাম্পু করার পর আপনি অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এর ফলে চুলে একটি সাধারণ শাইন থাকে। ফ্রিজ়ি ভাবও থাকে না। চুল অল্প শুকিয়ে নিয়ে পরিমাণ মতো হেয়ার সিরাম লাগিয়ে নিন (easy hairstyles )। স্ক্যাল্পে হেয়ার সিরাম লাগাবেন না। আপনার চুল সারাদিন ভাল থাকবে। জেল্লাদারও থাকবে।
হেয়ার ড্রায়ারের তাপে চুল আরও দুর্বল হয়ে ভেঙে যায়। চুল খারাপ হয়ে যায়। তাই হেয়ার ড্রায়ার চুলে ব্যবহার না করাই ভাল। খুব তাড়াতাড়ি করার তো প্রয়োজন নেই। আপনি চুল শুকানোর জন্য সময় নিন। চুল ভালভাবে শুকিয়ে গেলে মন পছন্দ স্টাইল (easy hairstyles ) করুন। তবে আপনি যদি ব্লো ড্রাই করে চুলকে সুন্দর লুক দিতে চান, তাও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি হিট প্রোটেক্টিং সিরাম ব্যবহার করবেন।
এর থেকে সহজ হেয়ারস্টাইল আর কিছু হয় না। পুজোয় এথনিক ও পশ্চিমী দুই ধরনের সাজেই আপনার এই হেয়ারস্টাইল মানানসই। ফিলিপসের থার্মোপ্রোটেক্ট স্ট্রেটনার ব্যবহার করতে পারেন আপনি। এর প্লেটে কেরাটিন সেরামিক কোটিং আছে। ফলে সরাসরি চুলে প্রভাব পড়ে না। তবে চুলে স্ট্রেট করার আগে আপনি অবশ্যই হিট প্রোটেকশন স্প্রে লাগিয়ে নেবেন। আপনার চুল থাকবে জেল্লাদার, সুন্দর দেখাবে।
মেসি বানকেই যদি একটু বাঙালি রূপ দেওয়া যায়, তাহলে নিজের মতো একটি হেয়ারস্টাইল আপনি করে নিতে পারেন। এথনিক পোশাকের সঙ্গে আপনার এই হেয়ারস্টাইলটি খুব মানাবে (easy hairstyles) । নিচু করে খোঁপা করলে চুল পরিপাটি না রাখাই ভাল। একটি মেসি লুক আপনাকে বেশি ভাল মানাবে।
এথনিক পোশাক বা পশ্চিমী পোশাক কিংবা আপনার সাজ যদি ফিউশন হয়, প্রতিটি লুকের সঙ্গেই এই হেয়ারস্টাইল খুব মানানসই। ছোটবেলার এই বিনুনি ব্যাকডেটেড হয়নি (easy hairstyles) । বরং বেশ ট্রেন্ডি! কুর্তা, কামিজের সঙ্গেও যেমন এই হেয়ারস্টাইল বেশ মানান সই। ওয়েস্টার্ন ক্যাজুয়ালের সঙ্গেও বেশ ভাল লাগবে। তাহলে অপেক্ষা কীসের, এখনই এই সহজ হেয়ারস্টাইল করে ফেলুন।
আপনি চুল স্ট্রেট করে চুল খোলা রাখতে (easy hairstyles) পারেন। বেশ ভাল লাগবে। বিশেষ করে আপনার চুল যদি ছোট হয়। এই হেয়ারস্টাইল আপনার জন্য পার্ফেক্ট। খোলা চুলের থেকে সুন্দর আর কী হয়! আর এর চেয়ে সহজ হেয়ারস্টাইল (easy hairstyles )তো আমার মনে পড়ছে না!
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!