নাঃ, এখন তো আর ৩০ দিনও কিন্তু বাকি নেই। দুর্গা পুজোর (Durga Puja) জন্য প্রিপারেশন শুরু করেছেন তো? এখনও যদি গিয়ার স্টার্ট না করেন, তা হলে কিন্তু পস্তাতে হবে। পরে আর একেবারেই সময় পাবেন না। প্রিপারেশন মানে কিন্তু সব রকমেরই। অর্থাৎ শুধু নতুন জামা কিনলেই তো হবে না, তার সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ চাই। আবার সব কিছু নতুনের মধ্যে যদি ত্বক বা চুল কথা না বলে, তা হলে তো সাজটাই মাটি। তাই ত্বকের যত্নের প্রস্তুতিও শুরু করুন আজ থেকেই। ত্বক (skin) পরিচর্যার গোড়ার কথা স্ক্রাবিং (scrub), টোনিং এবং ময়শ্চারাইজিং। অন্য কিছু না করেও শুধু এই তিনটে রুটিন প্রতিদিন ফলো করলে ত্বক কথা বলে উঠবে। তবে আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন সঠিক স্ক্রাব। ইচ্ছে হলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন অনায়াসেই।
কম্বিনেশন স্কিনের জন্য উপকারী চারটি ফেস স্ক্রাব
আপনার কি কম্বিনেশন স্কিন? তা হলে তো বেশ সমস্যায় পড়তে হয়। কারণ, মুখের বাকিটা হয়তো শুষ্ক, শুধু নাকটা তৈলাক্ত। আবার কারও সারা মুখে শুধু কপাল তৈলাক্ত থাকে। এই ধরনের ত্বক হলে খুব বেছে-বেছে প্রোডাক্ট ব্যবহার করতে হয়।
১) মনে রাখবেন, অ্যালো ভেরা অয়েল আপনার ত্বকের জন্য আদর্শ। ব্রাউন সুগারে মিশিয়ে নিন অ্যালো ভেরা অয়েল। সুগার ভাল ভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর স্কিনে অ্যাপ্লাই করুন। আঙুল দিয়ে হালকা মাসাজ করে দু’-তিন মিনিট রেখে ধুয়ে নিন। অ্যালো ভেরার বদলে সানফ্লাওয়ার সিড অয়েলও ব্যবহার করতে পারেন। দিনে দু’বার ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাবেন।
২) মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল এবং ঠান্ডা গোলাপ জল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
৩) মুসুর ডাল বেটে তার সঙ্গে মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগানোর পর একেবারে শুকনো হয়ে গেলে তবেই তুলবেন।
৪) মুসুর ডালের সঙ্গে ইয়োগার্ট মিশিয়ে স্ক্রাব তৈরি করে ত্বকে অ্যাপ্লাই করুন। ফল পাবেন হাতেনাতে।
তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী চারটি ফেস স্ক্রাব
আপনার ত্বক তৈলাক্ত হলে ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। তবে সে সমস্যা অনেকটা দূর হতে পারে সঠিক স্ক্রাবার ব্যবহার করলে।
১) শশা তৈলাক্ত ত্বকের সবেচেয়ে ভাল স্ক্রাবার। শশা গ্রেট করে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
২) এক টেবিল চামচ নারকেল তেলে এক চা চামচ চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
৩) দইয়ের সঙ্গে কফি গুঁড়ো মিশিয়ে মাসাজ করুন। এতে ব্লাড সারকুলেশন ভাল হবে।
৪) কিউয়ি ফলে সঙ্গে দুই চা চামচ চিনি, তিন ফোঁটা অলিভ অয়েল মেশানো স্ক্রাবারও খুব ভাল কাজ দেবে।
শুষ্ক ত্বকের জন্য কাজে আসবে এই চারটি ফেস স্ক্রাব
ত্বকে মৃত কোষ বাড়তে থাকলে, অর্থাৎ নোংরা জমলে তা আরও শুকনো দেখাবে। অতএত ত্বক পরিচর্যার প্রাথমিক ধাপ পেরতে হলে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই তৈরি করতে পারেন সহজ কিছু স্ক্রাবার।
১) নারকেল তেলের সঙ্গে আমন্ড মিশিয়ে পেস্ট তৈরি করে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।
২) দুই টেবিল চা-চামচ টোম্যাটো পাল্পের সঙ্গে সমপরিমাণ ইয়োগার্ট এবং লেবুর রস মেশানো স্ক্রাব শুষ্ক ত্বকের জন্য আদর্শ।
৩) বেকিং সোডা ত্বকের মৃত কোষ তুলে ফেলার পক্ষে আদর্শ। তার সঙ্গে মিশিয়ে নিন মধু এবং লেবুর রস মিশিয়ে নিন। ভাল স্ক্রাবারের কাজ করবে।
৪) সাতটা গ্রিন টি-ব্যাগের সঙ্গে, হাফ কাপ হোয়াইট সুগার এবং তিন টেবিল চামচ মধু মিশিয়ে মুখে স্ক্রাব করতে পারেন।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!