উত্তর কলকাতা (Kolkata) দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের পুজো পরিক্রমা। একের পর এক পর্ব অতিক্রম করেও কলকাতার পুজোর তালিকা শেষ হচ্ছে না। শেষ হচ্ছে না ঠাকুর দেখা। আপনি যেই খাতা কলম নিয়ে থিম (themes) পুজোর প্ল্যানিং করে ফেলছেন ঠিক তখনই আমরা আবার নতুন পুজো প্যান্ডেলের সন্ধান দিচ্ছি। কী করব বলুন তো? যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পুজো দেখতে পাচ্ছি! আজ আবার আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতায়। দেখে নেব আর কী-কী ভাবে আমাদের চমক দেবে দক্ষিণ (South) কলকাতা।
১) পদ্মপুকুর বারোয়ারি
এবারের থিম ‘মন্ত্রের শক্তি’। আমাদের যান্ত্রিক জীবনে একটু শান্তি দিতে পারে যোগ ব্যায়াম, সেটাই দেখানো হবে।
২) বাঘা যতীন বিবেকানন্দ মিলন সঙ্ঘ
এঁরা বলছেন ‘এসো বাংলার কথা কই।’ বাংলার লোক সংস্কৃতিকে তুলে ধরা হবে থিমের মাধ্যমে।
৩) বাঘা যতীন তরুণ সঙ্ঘ
এঁদের থিম ‘এসো মুক্ত করো।’ মহাদেবের জটা থেকে মুক্ত হয়ে গঙ্গা পৃথিবীর সব পাপ মুছে দেয়, দেখানো হবে সেটাই।
৪) জিতেন্দ্র স্মৃতি সঙ্ঘ
বিশেষ কোনও থিম থাকছে না। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হবে প্যান্ডেল।
৫) সেবক সঙ্ঘ
এঁদের থিম ‘তুমি আছ তাই আমরাও আছি।’ সৃষ্টির আদি থেকে পৃথিবীতে রয়েছে গাছ, দেখানো হবে গাছের গুরুত্ব।
৬) অজয়নগর সর্বজনীন
গতি হল জীবনের অঙ্গ। কিন্তু গতি সীমা ছাড়িয়ে গেলে ডেকে আনে বিপদ। এটাই এঁদের এবারের ভাবনা।
৭)বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন
থিম কিছু না থাকলেও এটি কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো। চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর যাবতীয় কাজ সামলেছেন পাড়ার মহিলারা।
৮) শহিদনগর সর্বজনীন
চিনের প্যাগোডার আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। পাঁচটি ভিন্ন রূপে দেখা যাবে দেবী দুর্গাকে।
৯) খিদিরপুর যুব গোষ্ঠী
গত তিন বছর ধরে এই ক্লাব করছে নব দুর্গার আরাধনা। এবারেও তার অন্যথা হবে না। দেবী ও তাঁর সন্তানদের সাজপোশাকে দেখা যাবে গুজরাতের ছোঁয়া।
১০) কেন্দুয়া শান্তি সঙ্ঘ
ছেলেবেলার নানা ছোট বড় স্মৃতি যেগুলো আজও মনের মধ্যে উজ্জ্বল সেগুলো নিয়েই এঁদের থিম ‘স্মৃতিটুকু থাক।’
১১) নেতাজিনগর দুর্গোৎসব কমিটি
এঁদের থিম হল ‘সৃষ্টির অন্তরের সৃষ্টি।’ থিমের মাধ্যমে ভেদ করা হবে সৃষ্টির রহস্য।
১২) উত্তর বড়িশা নবীন সঙ্ঘ
সোশ্যাল মিডিয়ার জন্য মানুষের মধ্যে দূরত্ব বাড়ছে। থিমে সেটাই দেখানো হবে তাই এবারের থিম আত্ম সন্ধানে।
১৩) জয়রামপুর সর্বজনীন
এবারের পুজোর শিরোনাম ‘দেবী।’ প্রত্যেক মানুষের মনের মধ্যে আছে ঈশ্বর। আমরা অনেক সময় দেখতে পাইনা সেটা। এটাই হল থিম।
১৪) কসবা শক্তি সঙ্ঘ
এবারের থিম ‘বাবুরাম সাপুড়েদের রাজ্য।’ বেদে জনজাতি প্রায় লুপ্ত হওয়ার মুখে, থিম হল সেটাই।
১৫) বড়িশা সবুজ সাথী সঙ্ঘ
এবারে দেবীর আগমন ও গমন ঘোড়ায় চড়ে। সেটাই দেখানো হবে জগন্নাথের রথের মাধ্যমে। বলা হবে যত মত তত পথ।
উত্তরের ফাউ
শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিকের থিম হল ভারতীয় সেনাবাহিনী। উস্কে দেওয়া হবে পুলওয়ামা আর বালাকোটের স্মৃতি।
হাওড়ার ফাউ
বালিটিকুরি সবুজ সঙ্ঘর থিম হল ফুল। কারণ ফুলের চেয়ে নিষ্পাপ কিছু হয়না। সেটাই দেখানো হবে থিমের মাধ্যমে।
Featured Images: Soumya Majumder
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…