ADVERTISEMENT
home / লাইফস্টাইল
প্যান্ডেল হপিং গাইড: উত্তর-পূর্ব কলকাতা ও  সল্টলেকের সেরার সেরা পুজোগুলির ঠিকানা

প্যান্ডেল হপিং গাইড: উত্তর-পূর্ব কলকাতা ও সল্টলেকের সেরার সেরা পুজোগুলির ঠিকানা

উত্তর আর দক্ষিণের পুজো মণ্ডপগুলি দেখে ফেলেছেন মানেই যে কলকাতার পুজো পরিক্রমা শেষ, এমনটা ভেবে নেবেন না যেন! কারণ, দিনে দিনে নিত্য নতুন থিমের চমক নিয়ে হাজির হচ্ছে কলকাতার নতুন-পুরনো নানা এলাকার একাধিক পুজো মণ্ডপও। কোন কোন এলাকার কথা বলছি, তাই ভাবছেন? এই লিস্টে কাঁকুড়গাছি, উল্টোডাঙ্গা এবং লেকটাউনের মতো তথাকথিত চেনা এলাকাগুলি তো রয়েছেই, সেই সঙ্গে সল্টলেকের বেশ কয়েকটি জনপ্রিয় পুজোও জায়গা করে নিয়েছে। তাই পুজো পরিক্রমার লম্বা তালিকায় এই সব এলাকার পুজো প্যান্ডেলগুলিকে না রাখলে কিন্তু ভুল করবেন! কোন কোন পুজো মণ্ডপ দেখতেই হবে? সেই খোঁজই এবার দেওয়া হবে, সেই সঙ্গে এই সব পুজো প্যান্ডেলে পৌঁছাবেন কীভাবে সেই সংক্রান্ত নানা খুঁটিনাটি তথ্যেরও হদিশ মিলবে এই প্রতিবেদনে। তাই সল্টলেকের পুজো পরিক্রমার দিন হাতের কাছে এই প্যান্ডেল (pandal) গাইডটা রাখতে ভুলবেন না যেন!

সল্টলেক এবং পার্শ্ববর্তী অঞ্চলের সেরার সেরা পুজো মণ্ডপ

wikipedia

১. কাঁকুড়গাছি যুবক বৃন্দ
ঠিকানা- কাঁকুড়গাছি সেকেন্ড লেন, ফুল বাগান, কাঁকুড়গাছি, কলকাতা-৭০০০৫৪।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- এম জি রোড। তবে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকেও এই পুজো মণ্ডপের দূরত্ব খুব বেশি নয়। বাস স্টপ- কাঁকুড়গাছি মোড়। এখানে নেমে মিনিটপাঁচেক হাঁটলেই এই পুজো প্যান্ডেল।

২. কাঁকুড়গাছি মিতালি
ঠিকানা- ১৭৯এ/১এ, মানিকতলা মেন রোড, কাদাপাড়া, সেক্টর ১, কাঁকুড়গাছি, কলকাতা- ৭০০০৫৪।

নিকটবর্তী মেট্রো স্টেশন- গিরিশ পার্ক নয়তো এম জি রোড। তবে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকেও এই প্যান্ডেলের দূরত্ব খুব বেশি নয়। বাস স্টপ- কাঁকুড়গাছি ৩এ/১ বাস স্ট্যান্ড নয়তো কাঁকাড়ুগাছি মোড়।

৩. বেলেঘাটা ৩৩ পল্লী অধিবাসী বৃন্দ
ঠিকানা- ৯৪ হেমচন্দ্র নস্কর রোড, সুভাষ সরোবর পার্ক, ফুল বাগান, বেলেঘাটা, কলকাতা- ৭০০০১০।

ADVERTISEMENT

নিকটবর্তী মেট্রো স্টেশন- গিরিশ পার্ক। বাস স্টপ- বেলেঘাটা এলাহাবাদ ব্যাঙ্ক।

৪. উল্টোডাঙা সংগ্রামী
ঠিকানা- ৫৯,৬০, বাগমারি রোড, শ্রীকৃষ্ণ কলোনি, বিআরএস ৩, ঘোষ বাগান, কলকাতা-৭০০০৫৪।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- বাগমারি রোড হাডকো মোড় অথবা হাডকো পুলিশ কোয়াটার।

আরও পড়ুন: দেবী দুর্গার অপর নাম শাকম্ভরী কেন জানেন কি? পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে শাকম্ভরীর মন্দির?

ADVERTISEMENT

৫. উল্টোডাঙা পল্লীশ্রী
১/১পি, জহরলাল দত্ত লেন, মুচিবাজার, দাস পাড়া, উল্টোডাঙা, কলকাতা- ৭০০০৬৭।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- মুচিবাজার বাস স্টপ।

৬. গোলাঘাটা সম্মিলনী
ঠিকানা- গোলাঘাটা রোড, শ্রীভূমি, লেকটাউন, কলকাতা- ৭০০০৪৮।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- গোলাঘাটা মোড়।

ADVERTISEMENT

৭. শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
ঠিকানা- ক্যানাল স্ট্রিট, শ্রীভূমি, লেকটাউন, কলকাতা- ৭০০০৪৮।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- শ্রীভূমি অথবা লেকটাউন মোড়।

৮. লেকটাউন অধিবাসী বৃন্দ
ঠিকানা- লেকটাউন রোড, ব্লক এ, লেকটাউন, সাউথ দমদম, কলকাতা- ৭০০০৮৯।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- জয়া মাল্টিপ্লেক্স।

ADVERTISEMENT

৯. লেকটাউন নেতাজী স্পোর্টিং ক্লাব
ঠিকানা- ব্লক এ, লেকটাউন, কলকাতা- ৭০০০৮৯।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- তেতুল তলা মোড় (কালিন্দী)।

১০. দমদম পার্ক ভারত চক্র
ঠিকানা- ট্যাঙ্ক নং-২, দমদম পার্ক, সাউথ দমদম, কলকাতা- ৭০০০৫৫।

নিকটটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- দমদম পার্ক।

ADVERTISEMENT

১১. প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ
ঠিকানা- প্রফুল্ল কানন রোড, এস ডি টাওয়ারের উল্টো দিকে, কেষ্টপুর, কলকাতা- ৭০০১০১।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- কলেজ মোড় অথবা কেষ্টপুর বাস স্টপে নামতে হবে।

১২. সল্টলেক এ ই ব্লক
ঠিকানা- এ ই ব্লক, সেক্টার ১, বিধাননগর, কলকাতা- ৭০০০৬৪।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে এই পুজো মণ্ডপে পৌঁছাতে কম-বেশি পয়তাল্লিশ মিনিট সময় লাগবে। বাস স্টপ- কোয়ালিটি।

ADVERTISEMENT

১৩. সল্টলেক এ কে ব্লক
ঠিকানা- এ কে ব্লক, সেক্টার ২, বিধাননগর, কলকাতা- ৭০০০৯১।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে এই প্যান্ডেলে পৌঁছাতে গাড়িতে আধ ঘন্টা সময় লাগবে। বাস স্টপ- আইল্যান্ড নং ৮।

১৪. সল্টলেক এফ ডি ব্লক
ঠিকানা- এফ ডি- ৬৩/এ, এফ ডি ব্লক, সেক্টার ৩, বিধাননগর, কলকাতা- ৭০০১০৬।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে গাড়িতে এই পুজো মণ্ডপে পৌঁছাতে কম-বেশি আধ ঘন্টা সময় লাগবে। বাস স্টপ- এফ ডি পার্ক।

ADVERTISEMENT

১৫. সল্টলেক এ জে ব্লক
ঠিকানা- এ জে ব্লক, সেক্টার ২, বিধাননগর, কলকাতা- ৭০০০৯১।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে গাড়িতে এই পুজো মণ্ডপে পৌঁছাতে কম-বেশি আধ ঘন্টা সময় লাগবে। বাস স্টপ- ২০৬ বাস টার্মিনাস অথবা আইল্যান্ড নং ৮।

১৬. সল্টলেক লাবনী এস্টেট দুর্গা পুজো
ঠিকানা- ই বি ব্লক, সেক্টার ১, বিধাননগর, কলকাতা- ৭০০০৬৪।

নিকটবর্তী মেট্রো স্টেশন- বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে গাড়িতে এই মণ্ডপে পৌঁছাতে মিনিটকুড়ি সময় লাগবে। বাস স্টপ- লাবনী বা তিন কন্যা বাস স্ট্যান্ড নামতে হবে।

ADVERTISEMENT

picture courtesy: durgapujakolkata

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

26 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT