আপনার প্রয়োজনীয় ও উপযুক্ত ফেস সিরাম খুঁজতে খুঁজতে আপনি কি ক্লান্ত? কোন ফেস সিরাম আপনার ত্বকের জন্য আসলে ভাল হবে, কোন ফেস সিরাম আপনি ত্বকে লাগালে ত্বক ভাল থাকবে, এইসবই কি বারবার ভাবেন আপনি? বর্তমানে বিভিন্ন রাসায়নিক প্রোডাক্ট ব্যবহারের বদলে প্রাকৃতিক প্রোডাক্টই ব্যবহার করার দিকে ঝুঁকেছি আমরা। এসেনশিয়াল অয়েল ব্যবহার করছি। এসেনশিয়াল অয়েল দিয়ে নিজের ফেস সিরাম বানিয়ে নিতে পারেন আপনি। কোন ত্বকের জন্য কোন ফেস সিরাম (essential oil face serums) ভাল হবে, সে নিয়েই পরামর্শ দেব আমরা। আগে জেনে নেওয়া যাক, এসেনশিয়াল অয়েল কী?
এসেনশিয়াল অয়েল কী
এমন কোনও ত্বকের সমস্যা নেই, যা এসেনশিয়াল অয়েল সমাধান করতে পারে না। এসেনশিয়াল অয়েলে আছে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান। ফুল, ফল বা গাছের অন্যান্য় অংশ থেকেই বেশিরভাগ সময়ে তৈরি করা হয়। ত্বকের ব্রেকআউট বা সংক্রমণ কিংবা চুলের সমস্যা, সবই সমাধান করতে পারে এসেনশিয়াল অয়েল (essential oil face serums) । তাই আপনার বিউটি রুটিনে যোগ করুন এসেনশিয়াল অয়েল।
DIY এসেনশিয়াল অয়েল ফেস সিরাম (essential oil face serums)
তৈলাক্ত ত্বকের জন্য –
কী কী প্রয়োজন
- দেড় টেবিল চামচ অ্যালোভেরা জেল
- দেড় টেবিল চামচ জোজোবা অয়েল
- ১০ ড্রপ টি ট্রি অয়েল
- ৬ ড্রপ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
একটি রিসাইকেলড এসেনশিয়াল অয়েলের শিশি নিন। তার মধ্য়ে প্রতিটি উপকরণ মিশিয়ে দিন। ভাল করে ঝাঁকিয়ে নিন। আপনার এসেনশিয়াল অয়েল ফেস সিরাম (essential oil face serums) তৈরি। খুব ভাল হয় যদি শিশির ঢাকনায় ড্রপার লাগানো থাকে। সঠিক সময়ে ক্লিনজিংয়ের পর এই সিরাম আপনার ত্বকে লাগিয়ে নিন। ভাল করে মাসাজ করে নিন।
শুষ্ক ত্বকের জন্য (essential oil face serums)
কী কী প্রয়োজন
- ৩ টেবিল চামচ আমন্ড অয়েল
- ৭ ফোঁটা ফ্র্যাঙ্কিনসেন্স এসেনশিয়াল অয়েল
- ৭ ফোঁটা গেরানিয়াম এসেনশিয়াল অয়েল।
কীভাবে বানাবেন
একটি রিসাইকেলড এসেনশিয়াল অয়েলের শিশি নিন। তার মধ্য়ে প্রতিটি উপকরণ মিশিয়ে দিন। ভাল করে ঝাঁকিয়ে নিন। আপনার এসেনশিয়াল অয়েল ফেস সিরাম তৈরি। খুব ভাল হয় যদি শিশির ঢাকনায় ড্রপার লাগানো থাকে। সঠিক সময়ে ক্লিনজিংয়ের পর এই সিরাম আপনার ত্বকে লাগিয়ে নিন। ভাল করে মাসাজ করে নিন।
কম্বিনেশন ত্বকের জন্য (essential oil face serums)
- দেড় চামচ অ্যালোভেরা জুস
- দেড় চামচ জোজোবা অয়েল
- ৭ ফোঁটা নেরোলি এসেনশিয়াল অয়েল
- ৩ ফোঁটা ভাটিভার এসেনশিয়াল অয়েল
- ৫ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল
কীভাবে বানাবেন
একটি রিসাইকেলড এসেনশিয়াল অয়েলের শিশি নিন। তার মধ্য়ে প্রতিটি উপকরণ মিশিয়ে দিন। ভাল করে ঝাঁকিয়ে নিন। আপনার এসেনশিয়াল অয়েল ফেস সিরাম (essential oil face serums) তৈরি। খুব ভাল হয় যদি শিশির ঢাকনায় ড্রপার লাগানো থাকে। সঠিক সময়ে ক্লিনজিংয়ের পর এই সিরাম আপনার ত্বকে লাগিয়ে নিন। ভাল করে মাসাজ করে নিন।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!