তাপমাত্রার পারদ চড়তে চড়তে এখন প্রায় ৩০ ছুঁই ছুঁই। এই সময় ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। প্রয়োজন আর্দ্রতা এবং রিফ্রেশমেন্ট। সব ধরনের ত্বকে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে। তবু যদি আপনার সংবেদনশীল ত্বক হয়, তবে এসেনশিয়াল অয়েল ব্যবহার করার আগে একবার চিকিৎসকের পরামর্শ নেবেন। বসন্তে এসেনশিয়াল অয়েল ত্বকের যত্নে ব্যবহার essential-oils-for-springকরুন। কোন কোন তেল এই বসন্তে আপনার ত্বককে খুব ভাল রাখবে।
এসেনশিয়াল অয়েল কী?
বিশেষ কিছু গাছের পাতা এবং ফুল থেকে সংগ্রহ করা অয়েলকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে শুদ্ধ করে তৈরি হয় এসেনশিয়াল অয়েল । পাতা এবং ফুলের নির্যাস থাকার কারণে এই অয়েল যেমন সুগন্ধিযুক্ত হয়, তেমনই নানা উপকারী উপাদানও মজুত থাকে এতে। তাই তো এসেনশিয়াল তেলের ব্যবহারে মেলে নানা উপকার।
বসন্তে কোন কোন এসেনশিয়াল অয়েল আপনি ব্যবহার করবেন
ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
এই ফুলের অনেক গুণের কথা অনেকেই জানি । ত্বক পরিচর্যার ক্ষেত্রে স্পা এবং পার্লারে এই ফুলের ব্যবহার বেশ জনপ্রিয় । ল্যাভেন্ডার অয়েল ত্বকের ওপেন পোরস ঠিক করতে পারে । এছাড়া ব্যাক্টেরিয়া ধ্বংসেও এই অয়েল বেশ ভাল । ল্যাভেন্ডারের পাপড়িতে থেকে যে উপাদান পাওয়া যায় । তা ত্বকের দাগ, স্ট্রেচ মার্ক এমনকী এগজিমা-সোরিয়াসিসের মত চর্মরোগ সারিয়ে তোলে ।
টি ট্রি অয়েল
ব্রণ এবং তৈলাক্ত ত্বকের জন্য সবথেকে উপযোগী এই এসেনশিয়াল অয়েল । অ্যান্টি ফানগাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল এই তেল । ত্বকের বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে । ন্যাচারাল অ্যান্টি-সেপটিক হিসেবেও কাজ করে। চুল ভাল রাখে। ত্বককেও স্বাস্থ্যকর রাখে টি ট্রি অয়েল।এমনকী অল্প কেটে গেলে, সে স্থানেও লাগানো যেতে পারে চায়ের এসেনশিয়াল অয়েল ।
প্রথমে মুখ ভাল ভাবে পরিষ্কার করে নিতে হবে । তারপর একটি তুলোর প্যাডে এই তেল নিয়ে মুখে লাগাতে হবে । ভাল ভাবে শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ।
লেমন অয়েল
বসন্তে লেবুর সতেজ গন্ধ কার না ভাল লাগে বলুন। তাই এর এসেনশিয়াল অয়েল ব্যবহারও আপনাকে ফ্রেশ রাখে। ফ্লুইড রিটেনশনকে প্রতিরোধ করে। এর কুলিং এবং অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। তাই স্নানের জলে আপনি এটি ব্যবহার করতে পারেন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!