ADVERTISEMENT
home / ফ্যাশন
এই ফ্যাশন কুইজ খেলে জেনে নিন আসলে আপনি ফ্যাশন সম্বন্ধে কতটা জানেন!

এই ফ্যাশন কুইজ খেলে জেনে নিন আসলে আপনি ফ্যাশন সম্বন্ধে কতটা জানেন!

ফ্যাশনে কখন কোন ট্রেন্ড নতুন, সেই নিয়ে বুঝি আপনার সব সময় আগ্রহ থাকে? পুরনো পোশাককে কাজে লাগিয়েই নতুনরকম স্টাইলিং করতে ভালবাসেন? আপনিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডসেটর হয়ে উঠতে চান! তার মানে আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন, ফ্যাশন নিয়ে আপনার যথেষ্ট জ্ঞান আছে। চলুন আজ একটা ছোট ফ্যাশন কুইজ (fashion quiz) খেলা যাক। আপনার জন্য ১৭টা প্রশ্ন রইল, দেখুন তো আপনি কটা প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনি ফ্যাশন কুইজে(fashion quiz) কত নম্বর পান?

 

 

ADVERTISEMENT

এই জিন্সটিকে কী বলে?

১) কোন জিন্স থাই পর্যন্ত ফিট থাকে ও হাঁটুর নীচ থেকে ঢিলে

  • বুটকাট জিন্স
  • মম জিন্স
  • বয়ফ্রেন্ড জিন্স
  • বেল বটম

২) কোনও পোশাকের প্রাথমিক শেপ বা আউটলাইনকে (fashion quiz) কী বলা হয়

  • কাট
  • লাইন
  • সিলহৌট
  • হেমলাইন

 

ADVERTISEMENT

৩) একটা ফেব্রিকের উপর আরও একটি ফেব্রিক দিয়ে সেলাই করার যে ধরন, তাকে কী বলে

  • পিত্তন
  • অ্যাপ্লিক
  • এমবসিং
  • এনগ্রেভিং

৪) কোনও পোশাকে একই রঙের নানা শেড থাকলে তাকে কী বলে

  • মিক্স অ্যান্ড ম্যাচ
  • ক্রোম্যাটিক
  • মোনোক্রোম
  • মোনোটোনাস

 

ADVERTISEMENT

এটাকে কী বলে

৫) যে রেডিমেড পোশাক স্ট্যান্ডার্ড সাইজে বিক্রি করা হয়েছে তার ফরাসি টার্ম কী?

  • Haute couture
  • prêt-à-porter
  • চিক
  • হাই ফ্যাশন

৬) যে টপ উপরের দিক ফিট কিন্তু কোমরের কাছে ঘের দেওয়া তাকে কী (fashion quiz) বলে

  • ফ্রিলড টপ
  • ক্রপ টপ
  • পেপলাম টপ
  • কেপ টপ

 

ADVERTISEMENT

এটাকে কী বলে?

৭) অ্যাক্টিভওয়্যার/ স্পোর্টসওয়্যারের আরও একটি টার্ম কী?

  • অ্যাথলিয়ার
  • অ্যাথলওয়্যার
  • অ্যাথলিসার
  • অ্যাথলেটওয়্যার


৮) জেন্ডার-নিউট্রাল ফ্যাশনে কোন স্টাইলটি করা হয়?

ADVERTISEMENT
  • বাইনারি
  • অ্যান্ড্রোজিনাস
  • বাইগ্যামাস
  • ড্র্যাগ

 

৯) আপনার কাছে যদি এমন পোশাক থাকে, যা দারুণ আবার কখনওই আউট অফ ডেট নয়, তাহলে সেই কালেকশনকে কী বলে

  • ক্যাপসুল কালেকশন
  • সাইন মোড
  • ক্লাসিক কালেকশন

 

জেনে নিন সঠিক উত্তর

  • বেল বটম
  • সিলহৌট
  • অ্যাপ্লিক
  • মোনোক্রোম
  • prêt-à-porter
  • পেপলাম টপ
  • অ্যাথলিসার
  • অ্যান্ড্রোজিনাস
  • ক্যাপসুল কালেকশন

মজাদার ফ্যাশন কুইজ

ADVERTISEMENT

আপনারও কি ছোট চুল?

১০) কোন ব্রিটিশ রয়্যাল একজন ফ্যাশন আইকন?

  • প্রিন্সেস ডায়না
  • প্রিন্স হ্যারি
  • কুইন ভিক্টোরিয়া

 

১১) কোন সময় থেকে মেয়েদের ছোট চুল রাখা স্টাইল স্টেটমেন্ট(fashion quiz) হয়ে উঠল?

ADVERTISEMENT
  • ১৯২০
  • ১৯৬০
  • ১৯৮০
  • ১৯৫০

 

১২) নাওমি ক্যাম্পবেল কে?

  • ফ্যাশন ডিজাইনার
  • মডেল
  • ফ্যাশন সমালোচক
  • ম্যাগাজিনের সম্পাদক


১৩) প্রথম কৃষ্ণবর্ণা সুপার মডেল কে (fashion quiz) ছিলেন?

  • ইমন
  • কেন্ডাল জেনার
  • ভিক্টোরিয়া
  • সুস্মিতা সেন

ADVERTISEMENT

কারা হয়ে উঠল ফ্যাশন ইন্সপিরেশন?

১৪) ১৯৫০ সালে কাদের কথা মাথায় রেখে বিভিন্ন ফ্যাশন আইডিয়া বের করা হত?

  • বাচ্চা
  • শ্রমিক
  • কিশোর-কিশোরী
  • মহিলা

 

১৫) বিখ্যাত ববি প্রিন্টের ফ্যাশন দুনিয়ায় কী (fashion quiz) নাম?

ADVERTISEMENT
  • পোলকা ডট
  • রেড ডট
  • ববি ডট
  • ফ্যাশন ডট

 

১৬) মিনিস্কার্ট ও ড্রেস কোন সময় জনপ্রিয় হল?

  • ১৯২০
  • ১৯৬০
  • ১৯৫০
  • ১৮৯০

 

১৭) কোনও সিনমো থেকে একটি ফ্যাশন ট্রেন্ড চালু হলে, তাকে কী বলে?

ADVERTISEMENT
  • সিনে মোড
  • সিনে গ্ল্যাম
  • সিনে চিক
  • সিনে ক্লাসিক

 

সঠিক উত্তর দেখে নিন –

  • প্রিন্সেস ডায়না
  • ১৯৬০
  • মডেল
  • ইমন
  • কিশোর-কিশোরী
  • পোলকা ডট
  • ১৯৬০
  • সিনে মোড

ববি প্রিন্ট?

আপনার স্কোর কত (fashion quiz) ?

ADVERTISEMENT

আপনার স্কোর যদি ১৭-এর মধ্যে ১৩ থেকে ১৭ হয়, তাহলে মানতে হবে আপনার ফ্যাশন সম্বন্ধে সত্য়িই জ্ঞান রয়েছে। যদি আপনার স্কোর ১০-এর নীচে হয়, তাহলে ফ্যাশন বিষয়ে আরও একটু পড়াশোনা করে নেওয়া প্রয়োজন। আর আপনার স্কোর যদি ৫-এরও কম হয়, তাহলে কিন্তু ফ্যাশন সম্বন্ধে এখনও আপনার অনেক অনেক জানা বাকি!

https://bangla.popxo.com/article/pride-month-ranveer-singh-is-defying-gender-stereotypes-in-fashion-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

22 Jun 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT