একটা সময় ছিল যখন প্রতিটি মধ্যবিত্ত বাঙালি বাড়িতেই স্নানের পর গা-মাথা মোছার জন্য গামছা (gamchha) ব্যবহার করা হত। এরপর ধীরে-ধীরে তোয়ালে সেই জায়গাটা দখল করে নেয়। গামছা যেন কোথায় হারিয়ে যায়! এখনও অবশ্য কেউ-কেউ গা-মাথা মোছার জন্য গামছা ব্যবহার করেন। তবে সে সংখ্যাটা খুবই কম।
গ্রামের তাঁতিদের বোনা গামছা (gamchha) নিয়ে এখন আর ফেরিওয়ালা হাঁক দিয়ে যায় না নিস্তব্ধ দুপুরে। তবে হারাব বললেই কি আর হারিয়ে যাওয়া যায়? গা মোছার কাজে গামছা ব্যবহার করা হয় না তো কী হয়েছে, গামছা কিন্তু আবার ফুলফর্মে ফিরে এসেছে। একটু অন্য রূপে। আরও একটু আপগ্রেডেড হয়ে!
বুঝলেন না? এখন পোশাকের ফ্যাশনে (fashion) গামছা-স্টাইল জিন্দাবাদ। আর লোকেও বেশ পছন্দ করছে তাঁদের প্রিয় গামছার (gamchha) এই নতুন অবতার। বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরেই ফ্যশন জগতে পোশাক এবং অ্যাকসেসরিজ হিসেবে গামছার প্রবেশ। আজ মোটামুটি একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে এই ফ্যাশন স্টেটমেন্ট। গামছার মতো একটা ‘তারে ঝোলানো’ বস্তুও যে ফ্যাশনের দুনিয়ায় কী-কী পরিবর্তন আনতে পারে সেটা একবার দেখে নিন…
গামছা স্টাইলের শাড়ি
গামছা স্টাইলের (gamchha) শাড়ি কিন্তু এখন ফ্যাশনে (fashion) ইন। দারুণ কালারফুল এই শাড়িগুলো শুধু যে দেখতেই ভাল তা নয়। পরতেও খুবই আরামদায়ক। আর শুধু লাল গামছা নয়, নানা রঙের এবং ডিজাইনের রয়েছে গামছা শাড়ির (saree) কালেকশন।
গামছা ব্লাউজ
শাড়ি তো না হয় হল, কিন্তু গামছা ব্লাউজও কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনি সাদামাটা কোনও শাড়ির সঙ্গে রঙিন গামছা (gamchha) চেকের ব্লাউজ পরতে পারেন আবার গামছা শাড়ির সঙ্গেও এই ধরনের ব্লাউজ (blouse) পরতে পারেন। আর গরমকালে তো এই পোশাক পরা বেশ আরামদায়ক
গামছা ড্রেস
অনেকেরই শাড়ি-ব্লাউজে ঠিক স্বচ্ছন্দ বোধ হয় না। তাঁরা কিন্তু ট্রাই করতে দেখতে পারেন গামছা চেকের ড্রেস। গাউন থেকে শুরু করে ম্যাক্সি ড্রেস, শর্ট ড্রেস সবই চলতে পারে। গামছার ড্রেস (fashion) পরলে খুব বেশি মেকআপ করবেন না, ন্যাচারাল থাকুন, দেখতে ভাল লাগবে।
গামছা স্টাইলের কুর্তি
গামছার (gamchha) কিন্তু নানা কুর্তি এবং টপও পাওয়া যায়। সেগুলো যথেষ্ট ফ্যাশনেবল (fashion)। নিজের পছন্দ অনুযায়ী কুর্তি বা টপ পরতে পারেন জিন্স, ধোতি প্যান্টস বা পালাজোর সঙ্গে।
গামছার গয়না
আজ্ঞে হ্যাঁ, পোশাকের দুনিয়া থেকে বেরিয়ে গামছা কিন্তু প্রবেশ করেছে গয়নার জগতেও। নানা ধরনের জাঙ্ক জুয়েলারি তৈরি হচ্ছে গামছা (gamchha) দিয়ে এবং বিকোচ্ছেও দেদার। নেকপিস থেকে শুরু করে কানের দুল, হাতের চুড়ি (accessories) সবই পাবেন গামছা চেকের ডিজাইনে।
মূল ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!