ADVERTISEMENT
home / বিনোদন
নিক-প্রিয়াঙ্কার রিসেপশনের প্রথম ছবি

নিক-প্রিয়াঙ্কার রিসেপশনের প্রথম ছবি

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) আর নিক জোনাসের (Nik Jonas) বিয়ের ছবি তো দেখেছেন নিশ্চই! প্রিয়াঙ্কা এখন মিসেস জোনাস, আজ যে তাদের রিসেপশন (reception)! ডিসেম্বরের প্রথম দিন থেকেই প্রিয়াঙ্কা আর নিকের বিয়ের ছবি হুহু করে শেয়ার হতে শুরু করেছে. ১লা ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে নিক-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান হয় এবং ২ তারিখে একই জায়গায় আবার ভারতীয় রীতিতে মেহেন্দি, সঙ্গীত অরে বিয়ে হয়. এরপর তারা দিল্লিতে গ্র্যান্ড রিসেপশনের জন্য রওনা হন.
আজ দিল্লির তাজ প্যালেস হোটেলে নিক-প্রিয়াঙ্কার (Nick-Priyanka) প্রথম রিসেপশন অনুষ্ঠিত হয় এবং দুজনের জুটি দেখার মতো ছিল. যতটা রাজকীয় ভাবে এদের বিয়ের দুটো অনুষ্ঠান হয়েছিল এবং যতটা রাজসিক লুক এই জুটির বিয়ের সময় ছিল (ক্যাথলিক এবং হিন্দু) ঠিক ততটাই রাজকীয়ভাবে এঁরা নিজেদের প্রথম রিসেপশন করেন.

আসুন এই হলি-বলি কাপল কে ঠিক কেমন লাগছিলো তাদের রিসেপশনে, দেখে নি –

রুপোলি-নীলে মিশে গেলো

First Pics Nik Priyanka Reception 01প্রিয়াঙ্কা পরেছিলেন রুপোলি লেহেঙ্গা এবং তার সাথে ছিল মানানসই গয়না এবং মেকআপ; খোঁপার সাদা গোলাপগুলো মিস করবেন না. আর নিক পরেছিলেন গাঢ় নীল স্যুট. ব্রাইট আর ডার্ক কম্বিনেশনে নিক-প্রিয়াঙ্কা মাতিয়ে দিয়েছেন.

লাজুক নব-বধূ প্রিয়াঙ্কা

Reception 1

নিক যেভাবে তার স্ত্রী-এর দিকে তাকিয়ে আছেন…

First Pics Nik Priyanka Reception 02

লাভ-বার্ডস

Reception 2

বাপেরবাড়ি-শ্বশুরবাড়ি – সুখী একান্নবর্তী পরিবার

First Pics Nik Priyanka Reception 03

 

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু,মারাঠি আর বাংলাতেও!

04 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT