আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ (Sushma Swaraj)। মঙ্গলবার রাতে দিল্লিতে ৬৭ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। রেখে গেলেন স্বামী এবং মেয়েকে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের শীর্ষ নেতৃত্ব সুষমার প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করেছেন। আজ দুপুরে দিল্লিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)র সিদ্ধান্তে খুশি ছিলেন সুষমা। গতকাল সন্ধেয় শেষ টুইট করেন তা নিয়েই। তার কয়েক ঘণ্টার মধ্যেই যে এমন দুঃসংবাদ পেতে হবে, তা ভাবেননি কেউই। রাত ১০টা নাগাদ আচমকাই অসুস্থ বোধ করায় দিল্লির এইমসে তাঁকে নিয়ে যাওয়া হয়। স্মৃতি ইরানি, প্রকাশ জাভরেকরের মতো নেতারা তখনই পৌঁছন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুষমাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। রাতে পৌঁছন বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। সুষমার প্রয়াণে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও শোকপ্রকাশ করেছেন। দুঃখপ্রকাশ করে টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সুষমার প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, ‘অসাধারণ বক্তা এবং সাংসদ ছিলেন। দলের উন্নতিতে ওর বড় ভূমিকা ছিল। বিজেপির আদর্শ নিয়ে কখনও আপস করেননি। গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী (Foreign Minister) হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তা কখনও ভুলব না… এই দুঃসময়ে ওঁর পরিবারকে সমবেদনা জানাই।’
Sushma Ji was a prolific orator and outstanding Parliamentarian. She was admired and revered across party lines.
She was uncompromising when it came to matters of ideology and interests of the BJP, whose growth she immensely contributed to.
— Narendra Modi (@narendramodi) August 6, 2019
I can’t forget the manner in which Sushma Ji worked tirelessly as EAM in the last 5 years. Even when her health was not good, she would do everything possible to do justice to her work and remain up to date with matters of her Ministry. The spirit and commitment was unparalleled.
— Narendra Modi (@narendramodi) August 6, 2019
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, ‘সুষমা স্বরাজের প্রয়াণে আমি শোকস্তব্ধ। দেশবাসী প্রিয় নেতাকে হারাল। কাজের জন্যই মানুষ চিরকাল ওঁকে মনে রাখবে।’ কংগ্রেস নেতা রাহুল গাঁধী টুইট করেন, ‘সুষমা স্বরাজের প্রয়াণের খবরে আমি শোকস্তব্ধ। ব্যতিক্রমী সাংসদ ছিলেন। রাজনীতির বাইরেও বন্ধুত্ব বজায় রাখতেন। ওঁর আত্মার শান্তি কামনা করি।’
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লেখেন, ‘সুষমার প্রয়াণের খবরে কতটা আঘাত পেয়েছি বলে বোঝাতে পারব না। অসাধারণ নেত্রী ছিলেন। ওঁর অভাব বোধ হবে।’
পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ‘সুযমাজির আকস্মিক প্রয়াণে আমি শোকস্তব্ধ। নয়ের দশক থেকে ওঁকে চিনতাম। আদর্শগত পার্থক্য থাকলেও অনেক ভাল সময় কাটিয়েছি। ওঁকে মিস করব। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।’
Extremely shocked to hear of the passing of Smt Sushma Swaraj. The country has lost a much loved leader who epitomised dignity, courage & integrity in public life. Ever willing to help others, she will always be remembered for her service to the people of India #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 6, 2019
Shocked beyond words & distressed at the passing away of Smt #SushmaSwaraj. An astute parliamentarian, an effective orator & an excellent humane leader, she will forever be remembered and missed. Hers was a story of hard work to heights!
My deepest condolences and prayers.— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 6, 2019
বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরা সমস্যায় পড়লেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন সুষমা। বিদেশ মন্ত্রককে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তিনি। কিডনির সমস্যায় ভুগছিলেন গত কয়েক বছর। সে কারণেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে দলের কাজে নিরলস পরিশ্রমী ছিলেন।
এবিভিপির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন সুষমা। মাত্র ২৭ বছর বয়সে শিক্ষামন্ত্রীর পদ লাভ করেন। ১৯৯৮ সালে দিল্লির মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর লোকসভায় বিরোধী দলনেত্রী হিসেবে বিজেপির প্রধান মুখ ছিলেন তিনি। দলের অন্দরে লালকৃষ্ণ আডবাণীর ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
Deeply saddened, shocked at the sudden passing away of Sushma Swaraj Ji.I knew her since the 1990s.Even though our ideologies differed, we shared many cordial times in Parliament. An outstanding politician, leader, good human being.Will miss her.Condolences to her family/admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2019
I’m shocked to hear about the demise of Sushma Swaraj Ji, an extraordinary political leader, a gifted orator & an exceptional Parliamentarian, with friendships across party lines.
My condolences to her family in this hour of grief.
May her soul rest in peace.
Om Shanti 🙏
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2019
पूर्व विदेश मंत्री और भाजपा की वरिष्ठ नेता व संसदीय बोर्ड की सदस्य श्रीमती सुषमा स्वराज जी के आकस्मिक निधन से मन अत्यंत दुखी है।
उन्होंने एक प्रखर वक्ता, एक आदर्श कार्यकर्ता, लोकप्रिय जनप्रतिनिधि व एक कर्मठ मंत्री जैसे विभिन्न रूपों में भारतीय राजनीति में अपनी अमिट छाप छोड़ी है।
— Amit Shah (@AmitShah) August 6, 2019
प्रधान मंत्री जी – आपका हार्दिक अभिनन्दन. मैं अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी. @narendramodi ji – Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime.
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 6, 2019
দেখে নিন প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রীর সুষমা স্বরাজের কিছু ছবি।
ভাইয়ের সঙ্গে ছোট্ট সুষমা (ইনস্টাগ্রাম)
জয়প্রকাশ নারায়ণের সঙ্গে (ইনস্টাগ্রাম)
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!