ADVERTISEMENT
home / বিনোদন
বয়ফ্রেন্ডের জন্মদিনে এনগেজড হলেন ফ্রিডা পিন্টো, লুকিয়ে সেই ছবি তুললেন তাঁর হবু ননদ!

বয়ফ্রেন্ডের জন্মদিনে এনগেজড হলেন ফ্রিডা পিন্টো, লুকিয়ে সেই ছবি তুললেন তাঁর হবু ননদ!

চিনতে পারছেন তো এঁকে? ইনি এককালে আমাদের দেশেরই বাসিন্দা ছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া যখন বলিউডেই খাবি খাচ্ছেন, হলিউডের কথা হয়তো তখনও স্বপ্নেও ভাবেননি, তখনই ইনি ডগমগিয়ে অস্কার থেকে শুরু করে কান, সব রেড কার্পেট রীতিমতো দাপিয়ে বেড়াতেন, তা-ও আবার সাকুল্য একটি ছবিতে মিনিটদশেক মুখ দেখিয়ে! তা-ও ঠিক মনে পড়ছে না, আচ্ছা, আরও একটু হিন্ট দিয়ে দিচ্ছি। ইনি জন্মসূত্রে মুম্বইবাসী এবং অকম্মোসূত্রে আমেরিকাপ্রবাসী, একটি বিশ্ববিখ্যাত প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসাডর, হলিউডের পেজ থ্রি-র নিয়মিত অ্যাটেন্ডি এবং এককালে অস্কারে ঝড় তোলা ছবি স্লামডগ মিলিয়নেয়ারে এঁকে দেখা গিয়েছিল একটি গান সালোয়ার-কামিজ পরে নাচতে এবং কয়েক মিনিট ভারী করুণামাখা, অপাপবিদ্ধা কিশোরী মুখখানি নিয়ে বোধ হয় কিঞ্চিৎ অভিনয় করারও চেষ্টা করেছিলেন। যাই হোক, আশা করি এবার মনে পড়েছে? ইনি হলেন ফ্রিডা পিন্টো (Freida Pinto), বলিউড থেকে যিনি এক ছবিতেই হলিউড পাড়ি দিয়ে কোন জাদুমন্ত্র বলে সেখানকারই পাকাপাকি বাসিন্দা হয়ে গিয়েছেন এবং শত্তুরের মুখে ছাই দিয়ে গণ্ডাখানেক বয়ফ্রেন্ডও জোগাড় করে ফেলেছেন অনায়াসে! সেই তিনিই এবার ঘটা করে এনগেজড হয়েছেন।

ইদানীংকালে সেলিব্রিটিরা আবার সব খবর সোশ্যাল মিডিয়ায় (social media) দেন। তা সে জ্বর হওয়া থেকে শুরু করে বিয়ে করা পর্যন্ত। তা ভাল কথা, মিডিয়া অনেক সময়ই তাঁদের মিসকোট করে কিনা, তার চেয়ে নিজের কথাটা মুখ বড় করে নিজেরাই বলে দেন, সেটা দেখে মিডিয়ার লোকেরা ‘এট্টা বাইট চাই’ বলে আবদার ধরে! আগে তাঁর এনগেজমেন্টের ইনস্টা পোস্টটি শেয়ার করি এখানে, তারপর বাকি গল্পে ঢোকা যাবে…

বুঝলেন তো, কীরকম মাখো-মাখো ব্যাপার একটা। হাতের আংটিটাও কিন্তু জব্বর। তা এই পাত্রের সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে নেওয়া যাক। পাত্রের নাম কোরি ট্রান (Cory Tran)। তিনি পেশায় ফোটোগ্রাফার। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে ফ্রিডা আর কোরি একসঙ্গে কাপল হিসেবে দেখা দিচ্ছেন। কোরি প্রেমিকার দেদার ছবি তুলেছেন। এই বছরই তাঁরা টুক করে ভারত-নেপাল টুরও করে গিয়েছেন। তাজ মহল দেখে আর পাঁচজন সায়েবের মতো কোরিও ভারী খুশি হয়েছেন এবং পুরো ট্রিপে যথারীতি অনেক ভাল-ভাল ছবি তুলেছেন তাঁরা। তাঁদের এই এনগেজমেন্টের ছবি অবশ্য তুলেছেন কোরির বোন স্যাম মারকোয়ার্ট। ছবিটি তোলার জন্য তিনি আর তাঁর সহ-ফোটোগ্রাফার ঝোপ সেজে ওত পেতেছিলেন। এখানে রইল তার ছবি…

ADVERTISEMENT

Instagram

Instagram

তা ভাই প্রেমিকাকে নিজের জন্মদিনে প্রোপোজ করছে, সে হ্যাঁ-ও বলছে, এমন আনন্দের মুহূর্তের ছবি তুলে রাখতে আমরাও চাইতাম। কিন্তু খটকা লাগছে অন্যত্র। কোরি অতটা বড় সেলেব্রিটি নন। এদিকে ফ্রিডা এর আগেও একবার এনগেজড (engaged) হয়েছিলেন। মুম্বইয়ে রোহন অন্টাওয়ের সঙ্গে। কিন্তু সেলিব্রিটি হওয়ামাত্র সেই এনগেজমেন্ট বেবাক ভুলে দেব পটেলের গলা জড়িয়ে ২০০৯-২০১৪ পর্যন্ত ঘুরেছিলেন তিনি। আবার সেটিও ভেঙে দিনকয়েক পেশাদার পোলো প্লেয়ার রনি বাকার্ডির সঙ্গেও ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে মুখ দেখিয়েছিলেন ফ্রিডা। এসবের মাঝেই আবার ভাল বন্ধু সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গেও লন্ডনে দেখা গিয়েছিল তাঁকে…তবে তাঁরা হলেন সেলেব মানুষ, এসব আমরা করলে লোকে ছি-ছি করত, তাঁরা করলে লোকেরাই ভারী গম্ভীর মুখ করে বলেন, নাঃ, মেয়ের এলেম আছে, এখান থেকে ওখানে গিয়ে করে দেখাল তো! কী করে দেখিয়েছেন,

ADVERTISEMENT

সেটা অবশ্য আমরা জানি না। তবে সকলে তাঁকে এনগেজড হওয়ার খবরে অভিনন্দন জানাচ্ছে, তাই আমরাও জানিয়ে রাখলুম, আপনার হাতের আংটি, তাতে যত ক্যারাটেরই হিরে বসানো থাকুক না কেন, তা অক্ষয় হোক।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়..

22 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT