সকালে ঘুম থেকে ওঠার পরে অনেকেরই বাবা-মা, নয়তো কাছের কোনও মানুষকে গুড মর্নিং মেসেজে পাঠাতে মন চায়। কিন্তু মনের কথা ঠিকমতো ভাষায় প্রকাশ করতে না পারার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সেই মেসেজ আর পাঠানো হয়ে ওঠে না। ফলে মনের কথা মনেই থেকেই যায়। কিন্তু আর নয়! এবার থেকে মনের মণিকোঠায় সযত্নে সাজানো প্রতিটা অনুভূতিই যে ভাষা খুঁজে পাবে, তা হলফ করে বলতে পারি। কেন এমন দাবি, তাই ভাবছেন? এই প্রতিবেদনে বাছাই করা এমন কিছু গুড মর্নিং মেসেজ এর (Good Morning Quotes In Bengali) সম্ভার দেওয়া হল, যা আপনার মনের কথাকে নিমেষে পোঁছে দেবে প্রিয় মানুষের ইনবক্সে।
আরো পড়ুনঃ জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Happy Birthday Wishes)
প্রিয় বন্ধুকে পাঠাতে পারেন এই মেসেজগুলি (Good Morning Messages for Friends)
১| সকালের এই অপরূপ সৌন্দর্যের ছোঁয়া লাগুক তোমার জীবনেও। আশা করি, এই সুন্দর সকালের মতো তোমার দিনটাও সুন্দর হয়ে উঠুক। আনন্দে ভরে উঠুক জীবনের প্রতিটা মুহূর্ত।
২| গুড মর্নিং! আশা করি আজ তোমার সব স্বপ্ন পূরণ হবে। মিলবে সেই সব সুযোগ, যার অপেক্ষায় তুমি বহু দিন ধরে ছিলে। তাই নিজের উপর ভরসা রেখে লড়াই চালিয়ে যাও বন্ধু।
৩| কাল কী হবে তাই নিয়ে ভেব না। বরং আজ নিজের একশো শতাংশ দাও। দেখবে, মন দিয়ে পরিশ্রম করলে আজ তো সুন্দর হয়ে উঠবেই, সঙ্গে আগামী কালের চিন্তাও আর থাকবে না।
৪| ভগবান তোমার সঙ্গে আছেন। সেই কারণেই না আরও একটা সুন্দর সকালের সাক্ষী হতে পারলে তুমি। তাই ভয় পেও না বন্ধু। নিরাশাকে জোড়া গোল দিয়ে নির্ভয়ে এগিয়ে চলো। আমি রয়েছি তোমার সঙ্গে।
৫| আমার কাছে তোমার হাসির চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তাই ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে তোমার দিনটা এতটাই আনন্দে কাটুক, যাতে কোনও সময় এই হাসি মিলিয়ে না যায়।
৬| সকালের সূর্য যেন তোমার জীবনে আশার আলো নিয়ে আসে, এই প্রার্থনাই করি!
৭| সকালের আকাশ যেমন নানা রঙে ভরে যায়, তেমনই তোমার জীবনেও আজ নানা রঙের ছোঁয়া লাগবে। আনন্দে ভরে উঠবে প্রতিটা মুহূর্ত।
৮| সূর্য ছাড়া যেমন প্রাণের অস্তিত্ব থাকবে না, তেমনই তোকে ছাড়া একটা দিনও আমি থাকতে পারবো না। তাই কখনও হাত ছাড়িস না বন্ধু।
৯| সুপ্রভাত! ওঠো বন্ধু। নতুন একটা দিন যে তোমার অপেক্ষা করছে। তাই আর শুয়ে থেকো না। বরং জীবনকে আরও সুন্দর ভাবে গড়ে তোলার শপথ নাও।
১০| প্রতিটা দিন একটা নতুন সুযোগ পাওয়া যায় ভুলকে শুধরে নেওয়ার। তাই অতীতকে আঁকড়ে ধরে বসে না থেকে নতুন ভাবে দিনটা শুরু করো। গতকাল কী হয়েছিল ভুলে যাও। আজকের দিনটাকে আনন্দে ভরিয়ে তলো।
প্রেমিক কে পাঠাতে পারেন এই গুড মর্নিং মেসেজগুলি (Good Morning Messages for Boyfriend)
১| গুড মর্নিং বাবাই! আজ তোমায় একটা কথা দিচ্ছি। যতদিন সূর্যোদয় হবে, ততদিন তোমায় পাগলের মতো ভালবেসে যাবো। তোমার হাত ছাড়বো না কখনও!
২| গুড মর্নিং মাই লাভ! আশা করি, আজ তুমি নিজেকে এতটাই সমৃদ্ধ করে তুলবে যে সাফল্য তোমার সঙ্গী হয়ে উঠবে। আর যদি অসফল হও, তা হলেও ভেঙে পরো না যেন! কারণ, পরিশ্রম করে গেলে সাফল্য একদিন আসবেই আসবে।
৩| তুমি যতটা সুন্দর, ততটাই সুন্দর হয়ে উঠবে আজকের দিনটা। অনেক-অনেক ভালবাসা সোনাই!
৪| নিজেকে ভাগ্যবান মনে হয় তোমার মতো একজন মানুষের পাশে থাকতে পেরে। তাই এই সকালে ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমার সব দুঃখ যেন মিটে যায়। সুখের হয় জীবনের প্রতিটা মুহূর্ত।
৫| এই পৃথিবীতে তুমিই আমার সবচেয়ে প্রিয় মানুষ। তাই প্রার্থনা করি তোমার প্রতিটা সকাল যেন সুন্দর হয়ে ওঠে।
৬| তুমিই আমার জীবনের সূর্য, যার আলোয় আজ আমি আলেকিত। এইভাবেই সারা জীবন পাশে থেকো। গুড মর্নিং মাই লাভ!
৭| ঘুম ভাঙা মাত্র যখন তোমাকে দেখি আমার মুখে হাসি ফোটে। নিজেকে খুব স্পেশাল মনে হয়। তাই এই প্রার্থনাই করি যে তোমার দিনটাও যেন হাসি মুখে কাটে।
৮| আমি স্বর্গে যেতে চাই না, কারণ তুমিই আমার স্বর্গ। আমি স্বপ্ন দেখতে চাই না। কারণ তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই স্বপ্নের মতো।
৯| সুপ্রভাত প্রিয়তম! এই সুন্দর সকালে তোমাকে পাগলের মতো ভালবাসতে চাই, যাতে তোমার দিনটাও আরও স্পেশাল হয়ে ওঠে।
১০| তুমি আমার জীবনে আসার পর আমি প্রকৃত সুখের সন্ধান পেয়েছি। তাই এই প্রার্থনাই করি যে তোমার প্রতিটা দিন যেন আরও আনন্দে ভরে ওঠে।
জীবনসঙ্গীকে পাঠাতে পারেন এই মেসেজগুলি (Romantic Good Morning Messages for Your Partner)
১| তুমিই সেই মানুষ, যার সামনে আমি নির্দ্বিধায় নিজেকে মেলে ধরতে পারি। কারণ আমি যেমন, ঠিক তেমন ভাবেই যে তুমি আমাকে ভালবাসো। তাই অনেক অনেক ভালবাসা মাই লাভ…গুড মর্নিং!
২| সুপ্রভাত প্রিয়তম! প্রতিদিন তোমার ঠোঁটের স্পর্শে আমার ঘুম ভাঙুক, এই স্বপ্নই নিয়েই প্রতিটা সকালকে আহ্বান জানাই আমি।
৩| আশা করি অন্যান্য দিনের মতো আজও আমাদের জীবন প্রেমের কবিতার মতোই সুন্দর হয়ে উঠবে।
৪| তুমি আছ বলেই এত ঝড়-ঝাপটা সামলেও হাসতে পরি। তুমি আছ বলেই চরম দুঃখের দিনে সুখের সন্ধান পাই। তাই অনেক-অনেক ভালবাসা প্রিয়তম! প্রার্থনা করি তোমার দিনটা আজ আনন্দে কাটুক।
৫| এই সুন্দর সকালে আমি সেই মানুষটাকে সুপ্রভাত জানাতে চাই, যাকে আমি সারা জীবন পাগলের মতো ভালবেসে যাব। যাঁর ছোট-ছোট আনন্দের সঙ্গী হব আমি। আর দুঃখের দিনে ভুলেও যার হাত ছাড়ব না।
৬| ভগবানের কাছে এই প্রার্থনা করি যে যত দিন বাঁচব, ততদিন যেন আমার সকাল শুরু হয় তোমাকে দেখে। কারণ তোমাকে ছাড়া যে এক মুহূর্ত বাঁচাও আমার পক্ষে সম্ভব নয়।
৭| গুড মর্নিং মাই লাভ! অনেক-অনেক ভালবাসা। আশা করি আজ তুমি অফুরন্ত আনন্দের সন্ধান পাবে।
৮| এই ভেবে আমি নিশ্চিন্তে থাকি যে তুমি আছো আমার পাশে। তুমি আছ দুঃখের দিনে আমার হাত ধরার জন্য। আমিও কথা দিলাম, কখনও তোমায় ছেড়ে যাব না। সুখে-দুঃখে সঙ্গে থাকবো তোমার।
৯| গুড মর্নিং প্রিয়তম! জীবন খুব ছোট। তাই প্রতি মুহূর্তে আমি তোমায় ভালবাসতে চাই। তোমার থেকে ভালবাসা পেতে চাই।
১০| তুমি দূরে আছো বলে ভেব না আমাদের ভালবাসা একটুও কমে যাবে। বরং কথা দিলাম, সময় যত এগবে, তত আরও বাড়বে আমাদের ভালবাসা। তাই চিন্তা কোরো না প্রিয়তম। ভাল থেকো। আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের।
বাবা-মা কে পাঠাতে পারেন এই গুড মর্নিং মেসেজ গুলি (Good Morning Messages for Parents)
১| আশা করি, তোমাদের দিনটা যেন খুব আনন্দে কাটে। সুস্থ থাকে শরীর। ভগবানের কাছে এ-ও প্রার্থনা করি যাতে তোমাদের সব ইচ্ছা পূরণ হয়।
২| গুড মর্নিং মা-বাবা। আমি তোমাদের থেকে দূরে আছি ঠিকই। কিন্তু তোমাদের কথাই সারাক্ষণ ভেবে চলি। আশা করি আজ আনন্দে কাটবে তোমাদের দিনটা। পূরণ হবে সব স্বপ্ন।
৩| গুড মর্নিং বাবা। এর আগে কখনও বলে উঠতে পারিনি, তাই আজ বলছি। আমি ভাগ্যবান যে তোমার মতো মানুষকে নিজের বাবা হিসেবে পেয়েছি। যার দেখানো পথে এগিয়েই আজ আমি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পরেছি। তাই থ্যাঙ্ক ইউ!
৪| তোমাদের ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না। তাই কোনও ভুল করে ফেললে বকাবকি করো। ইচ্ছে হলে কান মুলে দাও। কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না যেন!
৫| সুপ্রভাত বাবা-মা! আমি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি যাতে প্রতি জন্মে তোমাদেরই বাবা-মা হিসেবে পাই। আশা করি, আমার মতো সন্তানের বাবা-বা হতে পেরে তোমরাও খুশি।
সকাল-সকাল বসের মন ভালো করতে পাঠান এই গুড মর্নিং মেসেজ গুলি (Good Morning Wishes for Boss)
১| গুড মর্নিং স্যার! আপনার মতো মানুষকে সিনিয়র হিসেবে পেয়ে আমি ধন্য! কারণ, আপনার সাপোর্ট না পেলে এতটা এগোতে হয়তো পারতাম না। তাই মন থেকে আপনাকে থ্যাঙ্ক ইউ জানাতে চাই। আশা করি, আজকের দিনটা আপনার দারুন কাটবে।
২| সুপ্রভাত স্যার! প্রার্থনা করি আজ আপনার মনের সব ইচ্ছে পূরণ হোক। সফল হোক আপনার প্রতিটা উদ্যোগ।
৩| জীবন শুরু হয় কান্না দিয়ে, শেষও হয় কাঁদতে-কাঁদতে। তাই মাঝের সময়টুকু যতটা সম্ভব হাসতে-হাসতে কাটান। নিজেকে আনন্দে রাখুন, অন্যকেও আনন্দে রাখার চেষ্টা করুন। তবেই না জীবন খুঁজে পাবে তার প্রকৃত অর্থ।
৪| গুড মর্নিং বস! আপনি লিডার হিসেবে যেমন অতুলনীয়, তেমনই মানুষ হিসেবেও আপনার জুড়ি মেলা ভার। তাই নিজেকে ভাগ্যবান মনে করি এমন মানুষের সঙ্গে এক অফিসে কাজ করার সুযোগ পাওয়ার জন্য!
৫| একজন প্রকৃত বস হলেন তিনিই, যে প্রতিকূল পরিস্থিতিতেও অধস্তনের হাত কখনও ছাড়েন না। আপনি ঠিক তেমন মানুষ। কারণ আমার বিরুদ্ধে এত শত অভিযোগ শোনার পরেও উৎসাহ দিতে কখনও পিছপা হননি। তাই অনেক অনেক ধন্যবাদ স্যার! প্রার্থনা করি আজ আপনার ছোট-বড় স্বপ্ন যেন পূরণ হয়।
বোন কে পাঠাতে পারেন এই গুড মর্নিং মেসেজ গুলি (Good Morning Messages for Sister)
১| সুপ্রভাত বোন! তোর সঙ্গে মারামারি হয়, ঝগড়া-ঝাটিও কম হয় না। কিন্তু একথা নিশ্চয়ই জানিস, তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। তাই রাগ করে কখনও আমাকে ছেড়ে দূরে চলে যাস না যেন!
২| আজকের সকালটা যতটা সুন্দর, ততটাই সুন্দর হয়ে উঠুক তোর জীবন। আনন্দে কাটুক দিনের প্রতিটি মুহূর্ত।
৩| নিজেকে আরও সমৃদ্ধ করে তোল। মানুষের মতো মানুষ হয়ে ওঠ, যাতে তোর সংস্পর্শে আসা প্রতিটা মানুষ তোকে নিয়ে গর্ব করে, তাহলেই দেখবি প্রত্যেকটা দিন আনন্দে ভরে উঠবে।
৪| সুপ্রভাত! আশা করি যত সমস্যাই আসুক না কেন, মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাবি। কারণ, বুক চিতিয়ে লড়াই করে গেলে তবেই না সাফল্যের স্বাদ পাবি। আর যদি হেরে যাস, তাহলেও মন খরাপ করবি না। জানবি, তোর দিদি পাশে রয়েছে।
৫| যে-কোনও দিদির জীবন পূর্ণতা পায় বোনের ভালবাসা পেলে। আজ আমার জীবনও তার অর্থ খুঁজে পয়েছে। কারণ, তোর মতো বোন যে পাশে রয়েছে! তাই যতই ঝগড়া-মারামারি হোক, কখনও হাত ছাড়িস না যেন!
ভাই কে পাঠান এই গুড মর্নিং মেসেজ গুলি (Good Morning Wishes for Brother)
১| আপাত দৃষ্টিতে প্রত্যেকটা সকালই একই রকমের। কিন্তু সেই সকালটা আনন্দের হবে না দুঃখের, তা নির্ভর করে আমাদের মনোভাবের উপরে। তাই ইতিবাচক চিন্তাকে সঙ্গী করে শুরু কর দিনটা। দেখবি প্রতিটা মুহূর্ত আনন্দে ভরে উঠবে।
২| সুপ্রভাত ভাই! আজ দিনটা তোর। তাই ছোট-বড় যা সুযোগই আসবে কাজে লাগা। দেখবি, সাফল্য আসবেই আসবে। গুড লাক!
৩| প্রতিটা সকাল কিছু না কিছু নতুন আশা নিয়ে আসে। তাই আশা করবো আজ দিনটা তোর দারুন কাটবে। সকালের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে মনোরম। গুড মর্নিং ছোটাই!
৪| এই প্রার্থনাই করি প্রতিদিন যেন সকালের মিঠে আলোর ছোঁয়ায় তোর জীবন আনন্দে ভরে ওঠে। পূরণ হয় সব স্বপ্ন।
৫| সুপ্রভাত ভাই! আশা করি সকালের সূর্যের মতো আলোকিত হয়ে উঠবে তোর জীবন। কেটে যাবে দুঃখের সব অন্ধকার। নতুন আশায় ভরে উঠবে জীবন।
বাছাই করা কিছু গুড মর্নিং কোটস, পাঠাতে পারেন যে কাউকে (Beautiful Good Morning Quotes)
১| প্রতিটা সকাল তোমাকে আরেকটা সুযোগ দেয় নিজের মতো করে জীবনটা বাঁচার। তাই বাকি দিনগুলির মতো এই সকালটাও নষ্ট করো না প্লিজ। বরং স্বপ্নের পথে এগিয়ে গিয়ে খুঁজে পাও জীবনের প্রকৃত অর্থ।
২| সকালের সূর্যের মতো তেজিয়াল হয়ে ওঠে। নিজেকে এতটাই সমৃদ্ধ করে তোলে যে হাজার ঝড়-ঝাপটাতেও যেন ভেঙে না পরো। তবে না সাফল্যের স্বাদ মিলবে।
৩| সুপ্রভাত! ওঠো, জাগো এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে পাঞ্জা লড়িয়ে এগিয়ে চলো। দেখবে, জীবনের পথটা অনেক সহজ হয়ে গেছে।
৪| ঘুম ভাঙার সময় আপনার মনোভাব কেমন ছিল, তার উপরই কিন্তু নির্ভর করে বাকি দিনটা কেমন যাবে। তাই মুখে হাসি আর ইতিবাচক চিন্তাকে সঙ্গী করে এক নতুন সকালেকে অভিনন্দন জানান। দেখবেন, সারা দিনটা দারুন কাটবে।
৫| আপনার জীবনটা যেমনই হোক না কেন। প্রতিদিন সকালে উঠে ভগবানকে ধন্যবাদ জানান যে আরও একটা সুন্দর সকালের সাক্ষী থাকতে পারলেন আপনি।
৬| এমন লক্ষ্য স্থির করো যে তার তাগিদে সকাল সকাল ঘুম ভেঙে যায়।
৭| খুশি মনে দিন শুরু করো। দেখবে, বাকি দিনটা আনন্দে কেটে যাবে।
৮| এই দিনটা আর ফিরে আসবে না। তাই প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাও।
৯| কাল কী হয়েছে তাই নিয়ে ভাবাটা বোকামি। তাই আজকে সুন্দর করে তুলুন, যাতে আগামী দিনগুলিও আনন্দে কাটে।
১০| প্রতিটা নতুন সকাল আমাদের নতুন ভাবে জন্ম দেয়। তাই প্রতিদিন নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করুন।
অনুপ্রেরণামূলক গুড মর্নিং মেসেজ (Inspirational Good Morning Quotes)
১| সকাল দশটা পর্যন্ত যদি কোনও খারাপ চিন্তাকে ধারে কাছে ঘেঁষতে না দেন, তা হলে দেখবেন বাকি দিনটাও আনন্দে কেটে যাবে।
২| প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন ভাবে শুরু করুন। কাল কী হয়েছে তা ভেবে কোনও লাভ নেই। বরং আজ যদি নতুন উদ্যমে জীবন শুরু করতে পারেন, তা হলে দেখবেন আপনার প্রতিটা স্বপ্ন একদিন না-একদিন ঠিক পূরণ হবেই।
৩| সকাল ঘুম ভাঙা মাত্র নিজেকে বারে-বারে বলুন যে আজ দিনটা ফাটাফাটি যাবে। এমনটা করলে কী হবে জানেন? পজিটিভ শক্তির প্রভাবে আপনার দিনটা সত্যি দারুন কাটবে।
৪| দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল সকাল। কারণ সকালবেলাটা আপনি কেমনভাবে কাটাচ্ছেন তার উপর কিন্তু সারা দিনটা নির্ভর করে। তাই যদি চান, প্রতিটা দিন আনন্দে কাটুক, তা হলে ঘুম থেকে ওঠার পর ভুলেও খারাপ চিন্তা করবেন না যেন!
৫| আপনি ভাগ্যবান বলেই এত সুন্দর একটা সকাল উপভোগ করতে পারছেন। তাই জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দে থাকার চেষ্টা করুন। দুঃখ তো আসবেই। তাই নিয়ে ঘ্যান-ঘ্যান করে কী লাভ বলুন। বরং সুখের খোঁজে থাকাটাই তো জীবনের সার্থকতা।
৬| ঘুম থেকে ওঠা মাত্র ভাল জিনিসকে গুরুত্ব দিন। খারাপকে বর্জন করুন। দেখবেন, দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না।
৭| ঘুম থেকে উঠুন কোনও লক্ষ্যকে সামনে রেখে। আর ঘুমতে যান সেই লক্ষ্য পূরণের আনন্দকে সঙ্গী করে।
৮| প্রতিদিন এই ভেবে ঘুম থেকে উঠুন যে আজ কিছু ভাল ঘটনা ঘটবেই ঘটবে। এমন ভাবলে দেখবেন আপনার সঙ্গে ভালই হবে।
৯| নতুন উদ্যমে শুরু করুন প্রতিটা দিন। তবেই না অফুরন্ত আনন্দের সন্ধান পাবেন।
১০| গতকাল চলে গেছে, আগামীকাল কী ঘটবে তা কেউ জানে না, তাই আজকের দিনটা কিন্তু একটা আশীর্বাদ।
মোটিভেশনাল কয়েকটি গুড মর্নিং মেসেজ (Motivational Good Morning Quotes)
১| যদি স্বপ্ন দেখতে পারো, তাহলে সেই স্বপ্ন পূরণের ক্ষমতাও রয়েছে তোমার ভিতরে। তাই আজ আরও একবার চেষ্টা করো, বারে বারে চেষ্টা করো স্বপ্ন পূরণের। দেখবে, একদিন না একদিন লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেই।
২| প্রতিটা সকালই একটা অধ্যায়ের সূচনা করে। তাই খেয়াল রেখো, সেই অধ্যায়টা যেন দুঃখে ভরা না হয়।
৩| সব মানুষই পরিশ্রম করে। কিন্তু সফল মানুষেরা ঠিক-ঠিক জায়গায় ঘাম ঝরান। তাই না তাঁরা এত সহজে সাফল্যের সন্ধান পান।
৪| প্রতিদিন সকালে উঠে নিজেকে খুশি রাখার বাহানা খুঁজুন। দেখবেন, দুঃখ ধারে-কাছেও ঘেঁষতে পারবে না।
৫| প্রতিটা দিন হয়তো ভালো যাবে না। কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ভাল ঘটনা ঘটবে। সেই ইতিবাচক ঘটনাগুলিকে সঙ্গী করে সুখে থাকতে হবে। তবেই না দুঃখকে জয় করে অফুরন্ত আনন্দের সন্ধান পাবেন।
৬| ভুল হোক ক্ষতি নেই। কারণ ভুল থেকেই তো আমরা নতুন কিছু শিখতে পারি।
৭| জীবনকে ভালবাসুন। দেখবেন, আপনার জীবনে ভালবাসার অভাব কখনও হবে না।
৮| আপনি যখন দুঃখে থাকেন, তখন জীবন অট্টহাসি হাসে। তাই আনন্দে থেকে জীবনকে উচিত শিক্ষা দিন।
৯| জীবন সব সময় আর একটা সুযোগ দেয়, যে সুযোগের নাম আগামী কাল। তাই আজ কোনও ভুল করে ফেললে দমে যাবেন না। বরং আগামী কাল যাতে সেই ভুল না হয়, সে দিকে লক্ষ্য রাখুন।
১০| কোনও কিছুই অসম্ভব নয়, যখন আমরা জানি যে ঈশ্বর আমাদের পাশে রয়েছেন।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
দুষ্টু-মিষ্টি বাংলা শুভ রাত্রি মেসেজ
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!