ADVERTISEMENT
home / লাইফস্টাইল
রোজকার স্বাদে বদল আনতে রেঁধে ফেলুন এঁচোড়ের রকমারি পদ

রোজকার স্বাদে বদল আনতে রেঁধে ফেলুন এঁচোড়ের রকমারি পদ

এই যে গরমটা এখনও ঠিক ভাবে পড়েছে কি পড়েনি, তার মধ্যেই বাজারে গেলে ইতিউতি চোখে পড়বে এঁচোড় (Green jackfruit)। দেখলেই জিভে জল চলে আসে যেন! আর এঁচোড় (Green jackfruit) মানেই তো বাঙালিদের কাছে নিরামিষ মাংস। রান্নার কৌশলটাও কিন্তু মাংসের মতোই। দিব্যি পিঁয়াজ-রসুন সহযোগে মশলা কষিয়ে যখন রান্নাটা হয়, তখন কেউই ঠাওর করে উঠতে পারে না যে, মাংস রান্না হচ্ছে না, এঁচোড় রান্না হচ্ছে। গরমকালে তো হামেশাই পাতে পড়বে এঁচোড় (Green jackfruit)। তবে আজকাল কোল্ড স্টোরেজের দৌলতে সারা বছরই রান্নাঘরে দেখা যায় এঁচোড় (Green jackfruit)। শুধু কি এঁচোড়ের ঝোল খাবেন, তার থেকে বরং মুখ পাল্টে পাল্টে খান এঁচোড়ের (Green jackfruit)  রকমারি পদ (Dish)।

এঁচোড়ের পকোড়া

enchor pakoda recipe

এঁচোড়ের পকোড়া Green jackfruit pakoda) এই সময় সন্ধের জলখাবারে দারুণ। চা অথবা কফির সঙ্গে এঁচোড়ের পকোড়া (Green jackfruit pakoda)। উফ! সন্ধের নির্ভেজাল আড্ডা জমাতে আর কী চাই!

উপকরণ

৫০০ গ্রাম এঁচোড়

ADVERTISEMENT

৫-৬ টি আলু

৪ চামচ পেঁয়াজ বাটা,

১ চা-চামচ আদা বাটা

৫-৬ কোয়া রসুন (বেটে নিন)

ADVERTISEMENT

১ চা-চামচ লঙ্কার গুঁড়ো

১ চা-চামচ চিনি

পরিমাণ মতো নুন

২৫০ গ্রাম বেসন

ADVERTISEMENT

২ চামচ তেল।

প্রণালী

১। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন। তার পর এঁচোড় ছাড়িয়ে সেদ্ধ করুন।

২।  এ বার ওভেনে কড়াই তাতে ২ চামচ তেল দিয়ে গরম করে নিন। তার পর একে একে সেদ্ধ করা এঁচোড়, আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে গরম তেলে ছাড়ুন। লাল করে ভাজুন।

৩। এ বার সেদ্ধ করা আলুতে লঙ্কা, আদা ও নুন ভালো করে মেখে নিন। এ বার মাখা আলু থেকে গোল গোল লেচি করে নিন। তার পর বাটির মতো করে এঁচোড়ের পুর দিন। ওই লেচির মুখ আটকে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে অল্প বিটনুন আর গোল মরিচের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এঁচোড়ের পকোড়া (Green jackfruit pakoda)।

ADVERTISEMENT

চিলি এঁচোড়

chilli enchor recipe

চিলি চিকেন, চিলি ফিশ, চিলি পনির তো অনেক হল। এ বার না হয় চিলি এঁচোড়ই (Chilli green jackfruit) খেয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন এঁচোড় (Green jackfruit) দিয়েই বানানো যাবে সম্পূর্ণ নিরামিষ এই সুস্বাদু ডিশ (Dish)।

উপকরণ

৩০০ গ্রাম এঁচোড়

১ টেবিল চামচ আদা বাটা

ADVERTISEMENT

১ টেবিল চামচ রসুন বাটা

৩ টেবিল চামচ রসুন কুচি

৩ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি

১টা ক্যাপসিকাম

ADVERTISEMENT

১টা পেঁয়াজ

৩ টেবিল চামচ টোম্যাটো সস

২ টেবিল চামচ চিলি সস

৩ টেবিল চামচ সয়া সস

ADVERTISEMENT

২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো

১ টেবিল চামচ লেবুর রস

৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

১ টেবিল চামচ ময়দা

ADVERTISEMENT

নুন স্বাদ মতো

চিনি অল্প

১ কাপ সাদা তেল

প্রণালী

১। এঁচোড় (Green jackfruit) ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিন।

ADVERTISEMENT

২। এ বার সেদ্ধ করা এঁচোড়ের সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, লেবুর রস, সয়া সস একসঙ্গে মিশিয়ে নিন। এ বার তার মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দাও মিশিয়ে নিন।

৩। এর পর কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে এঁচোড়গুলি লালচে করে ভেজে তুলে নিন।

৪। এ বার আর একটি কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিন। তার পর পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরো দিয়ে নাড়াচাড়া করে নিন। এ বার তাতে একে একে সয়া সস, চিলি সস, টোম্যাটো সস, নুন ও সামান্য জল দিন। এর পর ভাজা এঁচোড় দিয়ে নাড়তে থাকুন। সব শেষে অল্প কর্নফ্লাওয়ার গোলা জল ঢেলে দিন। একটু নেড়েচেড়ে গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস! রেডি আপনার চিলি এঁচোড় (Chilli green jackfruit)।

ছবি সৌজন্যে: পিক্সঅ্যাবে, ইউটিউব

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি এবং বাংলাতেও!

29 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT