দীপিকা পাডুকোন (Deepika Padukon) আর রণভীর সিংহের (রণভীর Singh) বিয়ের অনুষ্ঠানকে যদি দুর্গাপুজোর সাথে তুলনা করি, তাহলে বোধ হয় খুব একটা ভুল হবে না… সত্যি কথা বলতে কি, দুর্গাপুজো তাও পাঁচদিনের হয়, এঁদের বিয়ের অনুষ্ঠান ১৫ দিনের বেশি হতে চললো. দীপিকা আর রণভীরের বিয়ের অনুষ্ঠান হয়েছিল ইতালির লেক কোমোতে, ১৫ই নভেম্বর, আর তাঁদের বলিউডি ঢঙে রিসেপশন (bollywood reception) হলো গতকাল, অর্থাৎ ১লা ডিসেম্বর!
স্বপ্নের মতো মনে হচ্ছিলো সবটা. ইতালিতে বিয়ে সেরে দীপিকা আর রণভীর (DeepVeer) ভারতে ফিরে তাদের প্রথম রিসেপশনের (reception) অনুষ্ঠান করে ব্যাঙ্গালোরে, যেখানে দীপিকার (Deepika Padukon) পরিবারের সবাই নিমন্ত্রিত ছিলেন! এরপর ছিল মুম্বাইতেই আরো একটি রিসেপশন (reception) যেখানে পরিবারের লোকজন এবং খুব কাছের কিছু বন্ধুরা আমন্ত্রিত ছিলেন.গতকাল বলিউডি রিসেপশনের (bollywood reception) ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, আর সাথে এটাও বলেছিলাম যে আরো অনেক ছবি আর খবর আমরাই আপনাকে পৌঁছে দেব! আমরা সেই কথাই রাখছি. দীপিকা আর রণভীরের রিসেপশনে টিনসেল টাউনের কোন কোন ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, চলুন একবার দেখে নি.
দিশা পরেছিলেন গ্রে plunge-neck গাউন এবং টাইগার সাদা-কালো ফর্মাল সুটে এসেছিলেন.
বলিউডের ‘সন্জু বাবা’ তার স্ত্রী-এর সাথে এসেছিলেন, সঞ্জয় কালো রঙের ফর্মাল পরেছিলেন এবং মান্যতা কালো-সোনালীতে শাড়ি পরেছিলেন.
কালো টাক্সেডোতে ভিকিকে এতটাই ভালো লাগছে যে চোখ ফেরানোটা মুশকিল!
বলিউডের ডিরেক্টর এবং সবার বন্ধু করণ এসেছিলেন অসাধারণ একটা ইউনিক লুকে!
‘ধরক’ ষ্টার ঈশান কালো রঙের থ্রি-পিস্ সুট পড়েছিলেন.
করিনার স্টাইল স্টেটমেন্ট নিয়ে কিছু বলার নেই, হল্টার নেকলাইনের emerald গ্রীন গাউনে অসাধারণ দেখাচ্ছিল তাকে.
রাধিকাও কালো শাড়িতে ভীষণ সফিস্টিকেটেড দেখাচ্ছিলেন.
লাল রঙের আনারকলি আর ব্লাশ লেহেঙ্গায় অদিতিকে খুব মিষ্টি দেখাচ্ছিল.
রুপোলি গ্লিটারি ড্রেসে সারা সারা ঝকমক করছিলেন.
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, স্ত্রী জয়া, মেয়ে শ্বেতা এবং বৌমা ঐশ্বর্যর সাথে এসেছিলেন.
কালো রঙের লেহেঙ্গা-চলিতে সেজেছিলেন বিদ্যা
সোনালী এবং রুপোলীর এতো সুন্দর কম্বিনেশন হতে পারে, জ্যাকলিনই আমাদের জানালেন.
বলিউডের চির-তারুণ্যে ভরা রেখা পার্পল বেনারসি পড়েছিলেন.
শাবানা লাল-গোলাপি কম্বিনেশনের একটা দারুন শাড়ি পরেছিলেন এবং তাঁর গীতিকার স্বামী জাভেদ খুব সিম্পল লুকে এসেছিলেন.
ছবি সৌজন্যে – সচিন বিজয় পাওয়ার
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!