দীপিকা পাডুকোন (Deepika Padukon) আর রণভীর সিংহের (রণভীর Singh) বিয়ের অনুষ্ঠানকে যদি দুর্গাপুজোর সাথে তুলনা করি, তাহলে বোধ হয় খুব একটা ভুল হবে না… সত্যি কথা বলতে কি, দুর্গাপুজো তাও পাঁচদিনের হয়, এঁদের বিয়ের অনুষ্ঠান ১৫ দিনের বেশি হতে চললো. দীপিকা আর রণভীরের বিয়ের অনুষ্ঠান হয়েছিল ইতালির লেক কোমোতে, ১৫ই নভেম্বর, আর তাঁদের বলিউডি ঢঙে রিসেপশন (bollywood reception) হলো গতকাল, অর্থাৎ ১লা ডিসেম্বর!
স্বপ্নের মতো মনে হচ্ছিলো সবটা. ইতালিতে বিয়ে সেরে দীপিকা আর রণভীর (DeepVeer) ভারতে ফিরে তাদের প্রথম রিসেপশনের (reception) অনুষ্ঠান করে ব্যাঙ্গালোরে, যেখানে দীপিকার (Deepika Padukon) পরিবারের সবাই নিমন্ত্রিত ছিলেন! এরপর ছিল মুম্বাইতেই আরো একটি রিসেপশন (reception) যেখানে পরিবারের লোকজন এবং খুব কাছের কিছু বন্ধুরা আমন্ত্রিত ছিলেন.গতকাল বলিউডি রিসেপশনের (bollywood reception) ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, আর সাথে এটাও বলেছিলাম যে আরো অনেক ছবি আর খবর আমরাই আপনাকে পৌঁছে দেব! আমরা সেই কথাই রাখছি. দীপিকা আর রণভীরের রিসেপশনে টিনসেল টাউনের কোন কোন ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, চলুন একবার দেখে নি.
দিশা পাটানি এবং টাইগার শ্রফ
দিশা পরেছিলেন গ্রে plunge-neck গাউন এবং টাইগার সাদা-কালো ফর্মাল সুটে এসেছিলেন.
সঞ্জয় দত্ত এবং মান্যতা দত্ত
বলিউডের ‘সন্জু বাবা’ তার স্ত্রী-এর সাথে এসেছিলেন, সঞ্জয় কালো রঙের ফর্মাল পরেছিলেন এবং মান্যতা কালো-সোনালীতে শাড়ি পরেছিলেন.
ভিকি কৌশল
কালো টাক্সেডোতে ভিকিকে এতটাই ভালো লাগছে যে চোখ ফেরানোটা মুশকিল!
করণ জোহর
বলিউডের ডিরেক্টর এবং সবার বন্ধু করণ এসেছিলেন অসাধারণ একটা ইউনিক লুকে!
ঈশান খাট্টার
‘ধরক’ ষ্টার ঈশান কালো রঙের থ্রি-পিস্ সুট পড়েছিলেন.
করিনা কাপুর
করিনার স্টাইল স্টেটমেন্ট নিয়ে কিছু বলার নেই, হল্টার নেকলাইনের emerald গ্রীন গাউনে অসাধারণ দেখাচ্ছিল তাকে.
রাধিকা আপ্তে
রাধিকাও কালো শাড়িতে ভীষণ সফিস্টিকেটেড দেখাচ্ছিলেন.
অদিতি রাও হায়দারি
লাল রঙের আনারকলি আর ব্লাশ লেহেঙ্গায় অদিতিকে খুব মিষ্টি দেখাচ্ছিল.
সারা আলী খান
রুপোলি গ্লিটারি ড্রেসে সারা সারা ঝকমক করছিলেন.
বচ্চন পরিবার
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, স্ত্রী জয়া, মেয়ে শ্বেতা এবং বৌমা ঐশ্বর্যর সাথে এসেছিলেন.
বিদ্যা বালান
কালো রঙের লেহেঙ্গা-চলিতে সেজেছিলেন বিদ্যা
জ্যাকলিন ফার্নান্দেজ
সোনালী এবং রুপোলীর এতো সুন্দর কম্বিনেশন হতে পারে, জ্যাকলিনই আমাদের জানালেন.
রেখা
বলিউডের চির-তারুণ্যে ভরা রেখা পার্পল বেনারসি পড়েছিলেন.
জাভেদ আখতার এবং শাবানা আজমী
শাবানা লাল-গোলাপি কম্বিনেশনের একটা দারুন শাড়ি পরেছিলেন এবং তাঁর গীতিকার স্বামী জাভেদ খুব সিম্পল লুকে এসেছিলেন.
বাণী কাপুর
জিম সোরাব
আলী ফাইজাল
আব্বাস-মাস্তান
সপরিবারে সচিন তেন্ডুলকর
নায়নিকা করণ
রোহিত গান্ধী, রাহুল খান্না এবং রোহিত বাল
মারজি
মনীশ পল
সোফি চৌধুরী
সঞ্জয় লীলা বনশালি এবং রেখা
মালাইকা অরোরা
মাধুরী দীক্ষিত নেনে এবং শ্রীরাম নেনে
ক্যাটরিনা কাইফ
জাহ্নবী কাপুর
অর্জুন কাপুর
ভূমি পেডনেকার
দিয়া মির্জা এবং তাঁর হাজব্যান্ড
ইয়ামি গৌতম
সিদ্ধার্থ মালহোত্রা
শ্রেয়াস তালপড়ে
শিল্পা শেঠী কুন্দ্রা এবং তাঁর হাজব্যান্ড
সোনাক্ষী সিনহা এবং পরিবার
পুলকিত সম্রাট
প্রীতি জিন্টা এবং তাঁর হাজব্যান্ড
পূজা হেগড়ে
লারা দত্ত
কিরণ রাও এবং জোয়া আখতার
করিশ্মা কাপুর
জুহি চাওলা
হৃতিক রোশন
দিনো মরিয়া
অনুষ্কা শর্মা
আদিত্য রয় কাপুর
অনসুলা কাপুর, বনি কাপুর, খুশি কাপুর
শাহ-রুখ খান
ছবি সৌজন্যে – সচিন বিজয় পাওয়ার
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!