ADVERTISEMENT
home / চুলের যত্ন নিয়ে নানা টিপস
ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহার করেছেন, কিন্তু চুলের যত্নে গোলাপ জলের ব্যবহার জানেন?

ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহার করেছেন, কিন্তু চুলের যত্নে গোলাপ জলের ব্যবহার জানেন?

ত্বকের যত্নে গোলাপ জলের উপকারিতা সবাই জানেন। গোলাপের পাপড়িও যেমন ত্বকের যত্নে ব্যবহার করা হয়। গোলাপের ফেসপ্যাকের চাহিদাও রয়েছে। একইভাবে ত্বকের যত্নে গোলাপ জল বেশ জনপ্রিয়। টোনার হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু আপনি কি জানেন, আপনার চুলের যত্নে গোলাপ জল কতটা উপকারী? রুক্ষ-শুষ্ক চুলের জন্য গোলাপ জল (benefits of rose water) অত্যন্ত উপকারী। চুলের যত্নে গোলাপ জল কীভাবে ব্যবহার করা যায়?

সূর্যরশ্মি থেকে বাঁচায়

সূর্যের ক্ষতিকারক রশ্মি শুধুই ত্বকের ক্ষতি করে তা নয়, বরং চুলেরও ক্ষতি করে। তাই চুলের সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আপনি এক চামচ গোলাপ জল নিন। তার সঙ্গে মিশিয়ে নিন ভিটামিন ই ক্যাপসুল (benefits of rose water) । একটি মিশ্রণ তৈরি হবে। সেটি সপ্তাহে দুদিন আপনি চুলে ব্যবহার করুন। চুল লাল হয়ে যাওয়ার সমস্য়া দূর হবে আপনার।

ত্বকের যত্নে গোলাপের ব্যবহার অনেক

চুলের অকালপক্কতা রোধ করে (benefits of rose water)

কম বয়সেই পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে গোলাপ জল বেশ ভাল কাজ করে। দুই চামচ পেঁয়াজের রস নিন। তার সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল। একটি মিশ্রণ তৈরি হবে। তা আপনার চুলে মেখে নিন। এক ঘণ্টা রেখে চুলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। চুল থাকবে সুন্দর ও স্বাস্থ্য়োজ্জ্বল।

বানিয়ে নিন হেয়ার মাস্ক

শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্ন নিতে এই হেয়ার মাস্ক ব্যবহার করা প্রয়োজন (benefits of rose water) । পরিমাণ মতো অ্য়ালোভেরা জেল নিন। তার সঙ্গে মিশিয়ে নিন দুই চামচ গোলাপ জল। মাথার ত্বকে এবং চুলে মেখে রাখুন। শুকিয়ে গেলে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার এই হেয়ার মাস্ক আপনি ব্যবহার করতে পারেন। রুক্ষতা কেটে যাবে। চুল দেখাবে সুন্দর।

ADVERTISEMENT

খুশকির সমস্য়া সমাধান (benefits of rose water)

শীতকালে কম বেশি সবাই খুশকির সমস্য়ায় ভোগেন (benefits of rose water) । এই সমস্য়া সমাধান করতে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন। গোলাপজলের মধ্যে লেবুর রস মিশিয়ে নিন। একটি মিশ্রণ তৈরি হবে। সেই স্ক্যাল্পে অর্থাৎ মাথার ত্বকে মালিশ করে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। খুশকি দূর হবে।

মূল ছবি – ইনস্টাগ্রাম

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
23 Feb 2022

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT