মেকআপের অনেকাংশই জুড়ে আছে আই মেকআপ বা চোখের মেকআপ ( eye makeup ) । কিন্তু অনেকেই যাঁরা প্রথম প্রথম চোখের মেকআপ ( eye makeup ) করা শুরু করেছেন, অথচ নিয়মিত মেকআপ করতেই হয় । তাঁদের অনেক সময় লিকুইড আইলাইনার ব্যবহারে সমস্যা হয় । ঠিকঠাক হয়ে ওঠে না । আপনিও কি লিকুইড আইলাইনারে অতটাও পারদর্শী নন ? তা হলে আপনাকে সাহায্য করতে পারে জেল আইলাইনার । বিগিনার্স-র জন্য বা যাঁরা প্রতিদিন মেকআপ করেন তাঁদের জন্য সবথেকে ভাল অপশান হয়ে উঠতে পারে জেল আইলাইনার ।
জেল আইলাইনার সাধারণত দু’প্রকার –
আপনি যদি জেল আইলাইনার ( gel eyeliner ) ইতিমধ্যেই ব্যবহার করেছেন তাহলে আপনার কাছে এ বিষয় স্পষ্ট যে, জেল আইলাইনার ব্যবহার কতটা সহজ । একইভাবে আপনি যদি জেল আইলাইনার ব্যবহার না করে থাকেন, তবে আপনাকে জানাই এই লাইনার ব্যবহারে যেমন সুবিধাও আছে । আছে কয়েকটি অসুবিধাও । তবে প্রতিদিন ব্যবহার করতে চাইলে এর থেকে ভাল অপশান আর কিছু হতে পারে না । মেকআপ বিগিনার্স-র জন্যও সেরা এই জেল আইলাইনার ( guideline for makeup beginners ) । তবে দেখা যাক এই লাইনার ব্যবহারে সুবিধা ও অসুবিধা কী কী …
আপনিও কি শুভশ্রীর মত সুন্দর চোখের মেকআপ চান ?
আসলে এটা নির্ভর করে আপনার মেকআপ দক্ষতার উপরে । আপনি কি প্রথম প্রথম মেকআপ শুরু করেছেন ? তবে আপনার জেল আইলাইনারই ( know about gel eyeliner ) বেশি ভাল লাগবে । কারণ এটি ব্যবহারও সহজ । আপনার চোখকে আরও সুন্দর করে তুলতে এর থেকে ভাল অপশান আর কিছু নেই ।
মেকআপ বিগিনার্স-র জন্য পেনসিল আইলাইনার ব্যবহার সবথেকে ভাল । একবার পেনসিল আইলাইনারে অভ্যস্ত হয়ে গেলে জেল আইলাইনার (eye makeup ) সহজেই ব্যবহার করতে পারবেন । কারণ, এই আইলাইনার পেনসিলেনর অনেক বেশি ডার্ক ও রিচ ।
অনেক আইলাইনার ব্র্যান্ডই ভারতে আছে । তবে জনপ্রিয় ব্র্যান্ড যেমন মেবিলিন, ল্যাকমে, ম্যাক-র মতো ব্র্যান্ডের জেল আইলাইনার ( gel eyeliner ) আপনি সহজেই পাবেন । বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটেও পেতে পারেন বা নির্দিষ্ট দোকানে গিয়েও পাবেন এই ব্র্যান্ডগুলির জেল আইলাইনার । কোনওটার দাম একটু কম আবার কোনওটার দাম সামান্য বেশি হতে পারে । আপনার পছন্দ অনুযায়ী এই ব্র্যান্ডের আইলাইনার আপনি কিনতে পারেন । তাহলে আপনার মেকআপ বাক্সে কোন জেল আইলাইনার আপনি রাখতে পারেন ?
তবে আর দেরি কেন ? চট জলদি কিনে ফেলুন এই জেল আইলাইনার । চোখের মেকআপ ( eye makeup )-এ তাক লাগিয়ে দিন সবাইকে !
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে
থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!