ADVERTISEMENT
home / চোখের মেকআপ
চোখের মেকআপ প্রিয় ? ব্যবহার করতে পারেন এই আইলাইনার

চোখের মেকআপ প্রিয় ? ব্যবহার করতে পারেন এই আইলাইনার

মেকআপের অনেকাংশই জুড়ে আছে আই মেকআপ বা চোখের মেকআপ ( eye makeup ) । কিন্তু অনেকেই যাঁরা প্রথম প্রথম চোখের মেকআপ ( eye makeup ) করা শুরু করেছেন, অথচ নিয়মিত মেকআপ করতেই হয় । তাঁদের অনেক সময় লিকুইড আইলাইনার ব্যবহারে সমস্যা হয় । ঠিকঠাক হয়ে ওঠে না । আপনিও কি লিকুইড আইলাইনারে অতটাও পারদর্শী নন ?  তা হলে আপনাকে সাহায্য করতে পারে জেল আইলাইনার । বিগিনার্স-র জন্য বা যাঁরা প্রতিদিন মেকআপ করেন তাঁদের জন্য সবথেকে ভাল অপশান হয়ে উঠতে পারে জেল আইলাইনার ।

 

জেল আইলাইনার কত প্রকারের হয় ?

জেল আইলাইনার সাধারণত দু’প্রকার –

  • জেল পট আইলাইনার
  • জেল পেনসিল আইলাইনার 

আপনি যদি জেল আইলাইনার ( gel eyeliner ) ইতিমধ্যেই ব্যবহার করেছেন তাহলে আপনার কাছে এ বিষয় স্পষ্ট যে, জেল আইলাইনার ব্যবহার কতটা সহজ । একইভাবে আপনি যদি জেল আইলাইনার ব্যবহার না করে থাকেন, তবে আপনাকে জানাই এই লাইনার ব্যবহারে যেমন সুবিধাও আছে । আছে কয়েকটি অসুবিধাও । তবে প্রতিদিন ব্যবহার করতে চাইলে এর থেকে ভাল অপশান আর কিছু হতে পারে না । মেকআপ বিগিনার্স-র জন্যও সেরা এই জেল আইলাইনার ( guideline for makeup beginners ) । তবে দেখা যাক এই লাইনার ব্যবহারে সুবিধা ও অসুবিধা কী কী …

ADVERTISEMENT

জেল আইলাইনার ব্যবহারে সুবিধা কী কী

  • স্মাজ ফ্রি
  • উইং বা ক্যাট আইসের জন্য বেস্ট জেল আইলাইনার ( know about gel eyeliner)
  • ব্রাশের সাহায্যে সহজেই লাগিয়ে নেওয়া যায়
  • বেশিরভাগ জেল লাইনারই ওয়াটার প্রুফ
  • ব্যবহার করা সহজ
  • প্রতিদিনের মেকআপ (eye makeup )-এ উপযুক্ত
  • ওয়াটার লাইনেও ব্যবহার করা যেতে পারে

জেল আইলাইনার ব্যবহারে অসুবিধা কী কী ?

  • পট আইলাইনার তাড়াতাড়ি শুকিয়ে যায়
  • মেকআপের সময় কোনও ভুল হলে তা তুলতে সমস্যা হয়
  • জেল পট আইলাইনার লাগানোর জন্য ব্রাশের প্রয়োজন । তবে বেশিরভাগ জেল আইলাইনারের সঙ্গে ব্রাশও আসে 
  • জেল পেনসিল লাইনারের ক্ষেত্রে বারবার তাকে শার্প করতে হয় 

আপনিও কি শুভশ্রীর মত সুন্দর চোখের মেকআপ চান ?

লিকুইড আইলাইনারের থেকে কি জেল আইলাইনার ব্যবহার ভাল ?

আসলে এটা নির্ভর করে আপনার মেকআপ দক্ষতার উপরে । আপনি কি প্রথম প্রথম মেকআপ শুরু করেছেন ? তবে আপনার জেল আইলাইনারই ( know about gel eyeliner ) বেশি ভাল লাগবে । কারণ এটি ব্যবহারও সহজ । আপনার চোখকে আরও সুন্দর করে তুলতে এর থেকে ভাল অপশান আর কিছু নেই ।

কী ধরণের লাইনার ব্যবহার সবথেকে সহজ ?

মেকআপ বিগিনার্স-র জন্য পেনসিল আইলাইনার ব্যবহার সবথেকে ভাল । একবার পেনসিল আইলাইনারে অভ্যস্ত হয়ে গেলে জেল আইলাইনার (eye makeup ) সহজেই ব্যবহার করতে পারবেন । কারণ, এই আইলাইনার পেনসিলেনর অনেক বেশি ডার্ক ও রিচ ।

ADVERTISEMENT

ভারতে কোন কোন জেল আইলাইনার আপনি পাবেন ?

অনেক আইলাইনার ব্র্যান্ডই ভারতে আছে । তবে জনপ্রিয় ব্র্যান্ড যেমন মেবিলিন, ল্যাকমে, ম্যাক-র মতো ব্র্যান্ডের জেল আইলাইনার ( gel eyeliner ) আপনি সহজেই পাবেন । বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটেও পেতে পারেন বা নির্দিষ্ট দোকানে গিয়েও পাবেন এই ব্র্যান্ডগুলির জেল আইলাইনার । কোনওটার দাম একটু কম আবার কোনওটার দাম সামান্য বেশি হতে পারে । আপনার পছন্দ অনুযায়ী এই ব্র্যান্ডের আইলাইনার আপনি কিনতে পারেন । তাহলে আপনার মেকআপ বাক্সে কোন জেল আইলাইনার আপনি রাখতে পারেন ?

  1. মেবিলিনের পট জেল আইলাইনার ( gel eyeliner )ব্যবহার করতে পারেন । মেবিলিন আই স্টুডিও লাস্টিং ড্রামা জেল আইলাইনার । কালো রঙেই এটি পাওয়া যায় । এর দাম ৫০০ থেকে ৫৫০-র মধ্যে । বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে আপনি এটি পাবেন ।
  2.  ব্যবহার করতে পারেন মেবিলিনের পেনসিল আইলাইনারও । মেবিলিন লাস্টিং ড্রামা ওয়াটারপ্রুফ জেল আইলাইনার । বিভিন্ন রঙে এটি পাওয়া যায়, ইচ্ছে মতো বেছে নিন । এর দাম ৪৫০ থেকে ৫০০-র মধ্যেই ।
  3.  ল্যাকমের জেল পট আইলাইনারও ব্যবহার করতে পারেন । ল্যাকমে ৯ টু ৫ জেল কাজল । কালো রঙে পাওয়া যায় । দাম ৪০০ থেকে ৪৫০-র মধ্যেই ।
  4. যদি একটু বেশি দামে যেতে চান, তবে ব্যবহার করতে পারেন ম্যাকের জেল আইলাইনার (পট) । ম্যাক প্রো লংওয়্যার ফ্লুইডলাইন জেল আইলাইনার । কালো সহ অন্যান্য রঙেও পাওয়া যায় । দাম ১০০০ থেকে ১৫০০-র মধ্যে ।

তবে আর দেরি কেন ? চট জলদি কিনে ফেলুন এই জেল আইলাইনার । চোখের মেকআপ ( eye makeup )-এ তাক লাগিয়ে দিন সবাইকে !

https://bangla.popxo.com/article/home-remedies-for-bindi-allergy-in-bengali

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে
থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

10 Nov 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT