কোনও রকম কড়া গন্ধ (smell) সহ্য করতে পারে না মধুরিমা। তাই গরমে (summer) খুব সমস্যা হয় ওর। পারফিউম (perfume) বা কোনও ডিও (deo) লাগাতে পারে না ও। হালকা মিষ্টি গন্ধের পারফিউম (perfume) অথবা ডিও (deo) ব্যবহার করলে বেশিক্ষণ স্টে করে না। তাই বেশ মুশকিলে পড়ে মধুরিমা! বারবার ব্যাগ থেকে পারফিউম (perfume) অথবা ডিও (deo) বার করে লাগাতেও ভাল লাগে না। কিন্তু দোকানে গিয়ে এমন কিছু সুগন্ধীও (perfume) পছন্দ হয় না। অনেকেই আতর ব্যবহার করার কথা বলেছে ওকে। কিন্তু আতরের গন্ধও (smell) ও সহ্য করতে পারে না। মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই ধরনের সমস্যা অনেকেরই হয়। গরম আসছে। তাই এখন যেটা দরকার- সেটা হল পারফিউম (perfume) অথবা ডিও। বাজার থেকে কেনা পারফিউম (perfume) অথবা ডিও-র গন্ধ পছন্দ না হলে বা একঘেয়ে লাগলে নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পারফিউম (perfume) অথবা ডিও! আর গন্ধটাও (smell) হবে আপনার পছন্দের। আর সেটা হবে ইউনিকও।
ফুলের পারফিউম
আপনার কি ফুলের (flower) গন্ধ (smell) পছন্দ? তা হলে এটা আপনার জন্য পারফেক্ট। তাই ফুল (flower) দিয়ে বাড়িতেই বানান পারফিউম (perfume)।
উপকরণ
দেড় কাপ কুচোনো ফুল (flower)
একটা মাঝারি মাপের একটা কাচের বাটি (ঢাকনা-সহ)
২ কাপ ডিস্টিলড জল
চিজক্লথ বা মিহি জালির কাপড়
ছোট সসপ্যান
পরিষ্কার করা ও স্টেরিলাইজড ছোট্ট কাচের বোতল (এয়ারটাইট স্টপার)
প্রণালী
১। ফুলের পাপড়িগুলোকে পরিষ্কার করে নিতে হবে। জল দিয়ে ধুয়ে ময়লা বার করে নিতে হবে।
২। কাচের বাটিতে জালির কাপড় দিয়ে তার উপর এ বার ফুলগুলো ভিজিয়ে রাখুন। ঢাকনা আটকে দিন।
৩। সসপ্যান ওভেনে বসিয়ে নিন। সেখানে ওই ওই জালি চিপে ফুলের গন্ধওয়ালা জলটা চিপে নিন। কম আঁচে ফুটিয়ে নিন জলটা। ফুটতে ফুটতে যখন এক চা-চামচ হবে মিশ্রণটা, তখন তার মধ্যে ঠান্ডা জল ঢেলে দিন। এ বার সেটা স্টেরিলাইজড কাচের বোতলে স্টোর করে নিন। গোটা রাত সেটা রেখে দিন।
সাইট্রাস পারফিউম
অনেকেই রয়েছেন, যাঁদের fruity smell খুবই পছন্দ। সে ক্ষেত্রে এই পারফিউম (perfume) দারুণ।
উপকরণ
১ টেবিল চামচ জোজোবা অয়েল
৩০ ফোঁটা মতো এসেন্সিয়াল অয়েল (grapefruit, সুইট অরেঞ্জ, পিপারমিন্ট আর ক্যামোমাইল/ল্যাভেন্ডার ব্লেন্ড)
২ টেবিল চামচ ভদকা
১ টেবিল চামচ ডিস্টিলড ওয়াটার
ডার্ক গ্লাস কন্টেনার
স্মল গ্লাস কন্টেনার
গ্লাস পারফিউম বোতল
প্রণালী
১। গ্লাস কন্টেনার নিয়ে তার মধ্যে জোজোবা অয়েল নিন। তার মধ্যে ভদকা যোগ করুন।
২। এসেন্সিয়াল অয়েলের জন্য এই অর্ডার ফলো করুন: বেস নোট: ১০ ফোঁটা grapefruit, মিডল নোট: ১০ ফোঁটা সুইট অরেঞ্জ, তার পর ৫ ফোঁটা পিপারমিন্ট, টপ নোট: ক্যামোমাইল/ল্যাভেন্ডার ব্লেন্ড অথবা শুধু ল্যাভেন্ডার।
৩। একটা ড্রপার দিয়ে তার মধ্যে ডিস্টিলড ওয়াটার যোগ করুন।
৪। এ বার এগুলো ভাল করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা গ্লাস কন্টেনারে নিয়ে ৪৮ ঘণ্টা বা তার বেশি সময় রেখে দিন।
৫। আপনার পছন্দমতো গন্ধ এসে গেলে পারফিউম বোতলে স্টোর করে নিন
গোলাপের পারফিউম
গোলাপের গন্ধ তো নিশ্চয়ই পছন্দ। তা হলে গোলাপের পারফিউমও (perfume) বানিয়ে নিতে পারেন ঘরে বসেই।
উপকরণ
৩/৪ কাপ ফ্রেশ গোলাপের পাপড়ি
আধ কাপ ১০০ proof ভদকা
আড়াই কাপ ডিস্টিলড ওয়াটার
২-৩ ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল
বড় কাচের জার ঢাকনা-সহ
কাচের পারফিউম বোতল
প্রণালী
১। কাচের জারে প্রথমে তাজা গোলাপের পাপড়ি নিন। এ বার তার মধ্যে ভদকাটা ঢালুন।
২। এ বার জারটাকে ওই অবস্থাতেই ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঠান্ডা, অন্ধকার জায়গায় জারটা রেখে দিন।
৩। একটা একটা চামচের মাধ্যমে গোলাপের পাপড়িগুলোকে থেঁতলে নিন। তার মধ্যে ডিস্টিলড ওয়াটার আর রোজ এসেন্সিয়াল অয়েল যোগ করুন।
৪। এ বার জারটা বন্ধ করে ৫-৭ দিন ওই মিশ্রণটা ভাল করে মিশে যেতে দিন। তবে রোজ এক বার করে আপনি ওটা নেড়েচেড়ে দেবেন।
৫। এক সপ্তাহ ওই মিশ্রণটা মেশার পর মিশ্রণটা ছেঁকে একটা পারফিউম বোতলে ভরে নিন। এ বার সেটা ব্যবহার করার জন্য রেডি। স্প্রে করার আগে এক বার ঝাঁকিয়ে নিতে ভুলবেন না।
ছবি: পিক্সঅ্যাবে
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি এবং বাংলাতেও!