ADVERTISEMENT
home / লাইফস্টাইল
করোনার ভুয়ো  ভ্যাকসিন চিনবেন কীভাবে; কেন্দ্রের নির্দেশিকায় কী উল্লেখ আছে

করোনার ভুয়ো ভ্যাকসিন চিনবেন কীভাবে; কেন্দ্রের নির্দেশিকায় কী উল্লেখ আছে


করোনার টিকাকরণ নিয়ে কয়েকদিন আগেই রাজ্যে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। শুধু রাজ্যে নয়, দেশের বিভিন্ন প্রান্তেই করোনার ভুয়ো ভ্যাকসিন (fake covid 19 vaccines) দেওয়ার অভিযোগ উঠেছে। তাই দুই সপ্তাহ আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর তরফে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। তারা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার বেশ কিছু দেশকে সতর্ক করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, কয়েকটি দেশে কোভিশিল্ডের নামে বিভিন্ন ধরনের প্রতিষেধক মিলছে। এরপরই তাই নিয়ে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। কীভাবে ভুয়ো ভ্যাকসিন (fake covid 19 vaccines) চিনবেন, তারই কিছু নির্দেশ দিয়েছে কেন্দ্র।

ভারতে কোন কোন করোনার প্রতিষেধক (fake covid 19 vaccines) পাওয়া যাচ্ছে?

কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক (covid-19 vaccines) ।

আপনাকে যে টিকা (fake covid 19 vaccines) দেওয়া হচ্ছে, তা ভুয়ো নয় কীভাবে বুঝবেন

স্পুটনিক

  • রাশিয়ার দুই জায়গা থেকে এই ভ্যাকসিন দেশে আসছে। দুই টিকায় ব্যবহার করা হয়েছে দুই ধরনের লেবেল। দুটি ভ্যাকসিনে প্রস্তুতকারক সংস্থার নাম আলাদা। কারুকাজ প্রায় একইরকম।
  • ৫ অ্যামপুলের প্যাকেটের সামনে এবং পিছনে ইংরেজি ভাষায় লেখা থাকবে। তবে সব ভ্যাকসিনের লেবেলে অধিকাংশই লেখা আছে রুশ ভাষায়।

কোভিশিল্ড

  • সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রোডাক্ট লেবেল থাকবে।
  • লেবেলের রং হবে গাঢ় সবুজ(প্যান্টন ৩৫৫সি)। অ্যালুমিনিয়াম ফ্লিপ অফ সিলের রংও গাঢ় সবুজ।
  • ট্রেডমার্কের সঙ্গেই ব্র্যান্ডের নাম উল্লেখ করা থাকবে। যেমন – কোভিশিল্ড।
  • জেনেরিক নামের টেক্সট ফন্ট বোল্ড নয়।
  • ওষুধের জেনেরিক নামের শেষে উল্লেখ করা থাকে রিকম্বিন্যান্টের কথা।
  • ওষুধের নামের উপর দিয়েই লেবেলে ছাপা থাকে ‘সিজিএস নট ফর সেল’।
  • প্রিন্টিং মেশিনের সাহায্যে, এসআইআই লোগো লেবেলের একটি প্রান্তে বসানো থাকবে। একটি নির্দিষ্ট কোণে বসানো থাকবে। যাঁরা এই টিকা নিয়ে কাজ করছেন, তাঁরা দেখেই বুঝতে পারবেন। সবাই নাও বুঝতে পারেন।
  • বিশেষ ধরনের সাদা কালি ব্যবহার করা হয়েছে এই ভ্যাকসিনের লেবেলে, যাতে স্পষ্ট ভাবে পড়া যায়।
  • লেবেলটি ছাপার ক্ষেত্রেও বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। লেবেলে হানিকুম্ব এফেক্ট দেওয়া হয়েছে ।
  • কয়েকটি জায়গায় হানিকুম্ব এফেক্টে বদল আনা হয়েছে। সব কিছু একরকম রাখা হয়নি। যে কারও চোখেই যে এই লেবেলে ব্যবহৃত সব কারুকাজ ধরা পড়বে, তা নয়। সাধারণে যাতে সবটা না ধরতে পারেন, সে কারণেই এই ভাবে তৈরি হয়েছে জিনিসটি। তবে যাঁরা ভ্যাকসিন নিয়ে রোজ কাজ করছেন, তাঁরা দেখলেই বুঝতে পারবেন বোতলটি আসল না নকল।

কোভ্যাক্সিন (fake covid-19 vaccines)

  • টিকার গায়ে একটি ডিএনএ-র চিহ্ন ছাপা রয়েছে। অতিবেগুনি রশ্মিতেই তা দেখা যাবে।
  • মাইক্রো টেক্সটে‘কোভ্যাক্সিন’ কথাটি লেখা থাকে। যা ঝট করে চোখেই পড়ে না।
  • কোভ্যাক্সিন লেখার এক্স (X)-এ একটি বিশেষ ধরনের রং ব্যবহৃত হয়েছে। গ্রিন ফয়েল এফেক্ট আছে।
  • ‘কোভ্যাক্সিন’ লেখাটিতেই আবার দেওয়া হয়েছে হলোগ্রাফিক এফেক্ট।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
07 Sep 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT