ADVERTISEMENT
home / Winter
শীতকে পোষ মানান  আরামে থেকে, পোশাক পরুন লেয়ার করে, চারটি কায়দা বলে দিচ্ছি আমরা

শীতকে পোষ মানান আরামে থেকে, পোশাক পরুন লেয়ার করে, চারটি কায়দা বলে দিচ্ছি আমরা

শীত মানে হল ফ্যাশনের বারোটা! ঠান্ডা আবহাওয়া বাগ মানাতে সোয়েটার, শাল, মাফলার ইত্যাদি পরে টোম্যাটোর মতো সাজলে আর ফ্যাশন হবে কোত্থেকে? তাই শীতকালে বিয়েবাড়ি যেতে গেলে হয় শীতপোশাক না পরে কাঁপতে-কাঁপতে যেতে হবে, নয়তো শীতপোশাক পরে গোবদা সেজে যেতে হবে! শুধু বিয়েবাড়িই নয়, যে-কোনও অনুষ্ঠানেই এক দশা। ফ্যাশনের এক্কেবারে সাড়ে বত্রিশ ভাজা হয়ে তবে শান্তি। আমরা বলছি, না, একটু বুদ্ধি খাটিয়ে পোশাক পছন্দ করলেই শীতকালেও (Winter) ভরপুর ফ্যাশন করা সম্ভব। আপনাকে শুধু লেয়ার করে পোশাক পরতে হবে এবং কোন পোশাক কার উপর লেয়ার (Layer) করবেন, সেটা জানতে হবে। এই প্রতিবেদনে সেটাই আলোচনা করব আমরা…

১. ডেনিম প্যান্টস, সিকুইনড টপ ও লং কোট

Instagram

লেয়ার করে পোশাক (clothes) পরাটা একটা শিল্প। বিশেষত শীতকালে। যেমন ধরুন, আপনার পছন্দের জিনস প্যান্টটি কোনও লং কোটের সঙ্গে পরে ফেলুন। টপ হোক একটু জমকালো, সিকুইন বসানো। পার্টিতে ভাল লাগবে। পায়ে থাকুক গ্লিটার স্নিকার্স, রংচঙে মোজা। আরও একটু কেতবাজ হতে চাইলে ডেনিমের পরিবর্তে পরতে পারেন স্নেক প্রিন্ট কিংবা সিকুইনড ট্রাউজারও। তবে সেক্ষেত্রে টপটি হবে সাদামাটা। লং কোটের বোতাম আটকাবেন না। যদি আপনি বেশি শীতকাতুরে হন, তা হলে সঙ্গে রাখুন একটি উলেন কিংবা নিটেড স্কার্ফ। ব্যস, শীতকালীন পার্টিতে আগুন ধরানোর জন্য আপনি রেডি।

ADVERTISEMENT

আমাদের পছন্দ: Woowzerz Rust Red Solid Suede Finish Slim Fit Longline Overcoat, Vero Moda Silver Toned Sequinned Top এবং UCB Rose Gold-Toned Glitter Sneakers

২. শর্ট ড্রেস, ফর্মাল জ্যাকেট, গর্জাস বুটস

Instagram

শর্ট ড্রেস কিংবা ম্যাক্সি ড্রেস শীতকালে কখনও পরেছেন? না পরে থাকলে এবার অতি অবশ্যই ট্রাই করুন। যাঁরা শীতকাল এলেই সোয়েটারের জঙ্গলে ঢুকে পড়তে ভালবাসেন, আমাদের দেওয়া টিপস অনুযায়ী তাঁরাও এবারের শীতে লেয়ার করে পোশাক পরুন। শর্ট কিংবা ম্যাক্সি ড্রেসের সঙ্গে পরুন ফর্মাল জ্যাকেট। জ্যাকেটের মেটেরিয়াল বাছবেন আপনার শীত সহ্য করার ক্ষমতার উপর নির্ভর করে। যাঁরা একটু শীতকাতুরে, তাঁরা গরম কাপড়ের, উলেন অথবা ডাবল লেয়ার জ্যাকেট পরুন। শীত মানানোর জন্য শর্ট ড্রেসের তলায় পরুন স্টকিংস। পায়ে পরতে হবে স্টাইলিশ বুটস, একটু হিলওয়ালা। জানেন তো, আপনার পা দু’টি যদি ঢাকা থাকে, তা হলে আপনার অর্ধেক শীত কম হয়ে যায়? তাই সব সময় পা ঢাকা জুতো পরবেন শীতকালে। এসবের সঙ্গে গলায় আপনার পছন্দের যে-কোনও জাঙ্ক নেকপিস। আর কিছু প্রয়োজন নেই। 

ADVERTISEMENT

আমাদের পছন্দ: MANGO Teal Blue Accordion Pleats Sheen Effect Solid Tiered A-Line DressForever New
Grey Solid Double-Breasted Jacket এবং DOROTHY PERKINS Brown Snakeskin Textured Mid-Top Chelsea Boots

৩. স্লিপ ড্রেস, উলেন পুলওভার

Instagram

স্লিপ ড্রেস, মানে দু’টি সরু স্ট্র্যাপওয়ালা, পাতলা, ঢিলেঢালা ড্রেসটি আসলে হল গরমকালের পোশাক। কিন্তু এটিকেও শীতে লেয়ার এবং স্টাইল করে দিব্যি পরে ফেলতে পারেন। স্লিপ ়ড্রেসের নীচে, নিজের শীত সহ্য করার ক্ষমতা অনুযায়ী পরুন পুলওভার কিংবা উলেন-নিটেড হাই কলার টপ। গলায় জড়িয়ে নিন স্কার্ফ। যাঁদের শীত একটু বেশিই লাগে, তাঁরা স্লিপ ড্রেসের তলায় পরে নিন স্টকিংস। স্কার্ফও তাপমাত্রার ওঠানামা অনুযায়ী উলেন কিংবা কাপড়ের হতে পারে। 

ADVERTISEMENT

আমাদের পছন্দ: H&M Olive Green Solid Slip Dress, Tokyo Talkies Maroon Solid Sweater এবং DressBerry
Pink & Navy Blue Printed Scarf 

৪. লং এথনিক কোট, ড্রেস, হাই হিল বুটস

Instagram

যাঁরা শীতেও একটু ঐতিহ্য আঁকড়ে থাকতে চান, তাঁরা বেছে নিন এই লেয়ারিং কম্বিনেশনটি। আপনার পছন্দের কটন বা লিনেন ড্রেসের সঙ্গে পরে নিন শালের কাপড়ের লং কোট। গরমও থাকবেন, ফ্যাশনও হবে। তবে পায়ে হাই হিল বুটস পরা যাই-ই। তবেই না হবে সঠিক ফিউশন। যদি জাঙ্ক জুয়োলারি পরতে আপনি ভালবাসেন, তা হলে গলায় অক্সিডাইজড নেকপিস পরতে পারেন। দিব্যি মানাবে। 

ADVERTISEMENT

আমাদের পছন্দ: Kashmirivilla Green wool aari work women jacket, Libas Grey & Golden Solid Layered Maxi Dress এবং QUPID Embellished Pointed-Toe Ankle-Length Heels

https://bangla.popxo.com/article/5-best-ways-to-keep-yourself-warm-during-winter-wedding-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

02 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT