চুল স্ট্রেট করানোর জন্য কত টাকা খরচ করি পার্লারে তা ভাবলে মাঝে মাঝে নিজের ওপরেই রাগ হয়। কি বললেন আপনারও রাগ হয়? তাহলে শুনুন আমি খোঁজ পেয়েছি কিছু দারুণ রেমেডির যা দিয়ে ঘরে বসেই চুল স্ট্রেট হয়ে যাবে আর সেটাও কোনওরকম কেমিক্যাল চুলে যুক্ত না করেই! (how to straighten hair naturally) কি ভাবছেন আমি বাজে কথা বলছি? আপনি নিজেও দেখে নিন সেই রেমেডিগুলো..
অনেকেই ডিমকে চুলের মাস্ক হিসেবে ব্যবহার করেন কিন্তু এটা কি জানতেন ডিম আর অলিভ অয়েল একসাথে চুলকে স্ট্রেট করতেও সাহায্য করে।
দুধের মধ্যে ময়শ্চারাইজার আছে আমরা জানি। দুধ আবার চুলের জন্য প্রাকৃতিক স্ট্রেটনার হিসেবেও পরিচিত। এবার এই দুধের সাথে স্ট্রবেরি মিশিয়ে মাথায় মাখলে চুল স্ট্রেট হয়ে যায়।
অ্যালোভেরা আমাদের বেস্ট ফ্রেন্ড সেটা তো আগে থেকেই আমরা জানি। চুল ভাল রাখার সাথে সাথে স্ট্রেট করতেও যে পারে আমি নিশ্চিত এটা আপনার জানা ছিল না!
আশা রাখি এই চুল স্ট্রেট রাখার প্যাকগুলি আপনার জন্য হেল্পফুল হবে।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও! বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App