আমার যদি ১০টা পোশাক থাকে, তার মধ্য়ে ৮টাই কালো রঙের। সত্য়ি বলতে শাড়ি থেকে ড্রেস, অর্থাৎ এথনিক থেকে ওয়েস্টার্ন যাই পরি না কেন, আমি কালো রঙের পোশাক বেছে নিই। কালো পোশাক পরলে আমাদের দেখতে ভালোই লাগে। আর যাদের আমার মতো ওজন একটু বেশি, তাদেরও কালো পোশাকে তুলনামূলক রোগা লাগে। তাই কালো পরার সুবিধা তো আছেই। এবার আপনার কাছে নিশ্চয়ই অনেকগুলো কালো টপ আছে। কোনওটা বেশ পুরনো হয়েছে বলে আপনার মনে হয়, আর পরব না। শুধুই তো ট্রাউজার ও ডেনিমের সঙ্গে কালো টপ (old black top) পরবেন না কি? আরও অনেক ভাবেই কালো টপ পরতে পারেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পরলে একঘেয়ে লাগবে না। দেখতেও সুন্দর লাগবে।
ডেনিম জ্যাকেট ও কালো টপ
কালো টপ একটু পুরনো হয়েছে। বাতিল করে দেবেন ভাবছেন? অন্য় ভাবে পরুন। আপনি অ্যান্টি-স্কিনি জিন্স পরুন, তার সঙ্গে পরুন ছোট ঝুলের কালো স্কিনি টপ(old black top) । উপরে ডেনিম জ্যাকেট চাপিয়ে নিন। ক্যাজুয়াল অথচ আকর্ষণীয় লুকে আপনাকে দারুণ মানাবে।
শাড়ির সঙ্গে
আমাদের মায়েরা কখনও ভেবেছেন যে, মেয়ে যে জিন্সের সঙ্গে যে টপ পরছে সেই একই টপের সঙ্গে শাড়ি পরে কায়দা করবে? না মায়েরা সেই কথা ভাবেননি। আপনি শাড়ির সঙ্গে কী ব্লাউজ পরবেন বুঝতে পারছেন না? আপনার কাছে একটি কালো রঙের টপ (old black top) নিশ্চয়ই আছে। কালো রঙের ক্রপ টপ দিয়ে শাড়ি পরুন। আপনার থেকে কেউ চোখ ফেরাতে পারবেন না। সাধারণ ড্রেপিং স্টাইলের বদলে শাড়ির অন্যান্য ড্রেপিং স্টাইলও চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে, আঁচলটা স্কার্ফের মতো নিতেই পারেন। কাজল পরুন, কানের দুল পরুন। আপনাকে দারুণ দেখাবে!
শুধু কালো দিয়েই বাজিমাত করুন
সম্পূর্ণ আউটফিট যদি কালো রঙের হয়, তার থেকে অ্যাট্রাক্টিভ আর কিছু হয় কি? কালো রঙের ট্রাউজার পরুন। তার সঙ্গে পরুন কালো রঙের টপ। স্কিনি ট্রাউজারও পরতেই পারেন। আপনাকে অন্তত দারুণ দেখাবে।
মিডি স্কার্ট ও কালো টপ
আপনি ওয়েস্টার্ন মিডি স্কার্টের সঙ্গে কালো রঙের টপ পরতেই পারেন। মিডি স্কার্টটি বডি হাগিংও হতে পারে বা ঘের দেওয়াও হতে পারে। দুরকম স্কার্টের সঙ্গেই এই কালো টপ (black top) খুব ভাল মানাবে। তার সঙ্গে অবশ্য হিল জুতোই পরুন। আপনাকে বেশি সুন্দর দেখাবে।
লং স্কার্টের সঙ্গে কালো টপ
আপনি একটু ছোট ঝুলের কালো টপ পরুন। তার সঙ্গে পরুন এথনিক লং স্কার্ট। আপনার ফিউশন লুক তৈরি। এর সঙ্গে আপনি জাঙ্ক নেকপিস পরতে পারেন। আপনাকে দারুণ দেখাবে।
এছাড়াও…
টাইডাই
ইদানীং নিজের পোশাক নিজেই রং করা নতুন ট্রেন্ড! ইন্টারনেটে #tiedye ট্রেন্ডিং। আরও ভাল বিষয় এই যে, নিজেরাই পোশাকে রং করছি একদম প্রাকৃতিক উপায়ে। শুধুমাত্র গাছ এবং কয়েকটি খাদ্য সামগ্রী দিয়েই পোশাক রং করা হয়ে যায়। কালো বা ধূসর রং করতে ব্ল্যাক বেরি, ওয়ালনাট ব্যবহার করুন।
নিজের কাস্টোমাইজড গ্রাফিক্স টি-শার্ট
আপনার গ্রাফিক্স বেছে নিন। কম্পিউটারে ডাউনলোড করার সময় খেয়াল করবেন, ছবির মান যেন ভাল হয়। খেয়াল রাখবেন মিরর ইমেজ করতে পারলেও যেন কোনও সমস্য়া নয়। ছবিটি প্রিন্ট করিয়ে নিন। ট্রান্সফার পেপারে প্রিন্ট করিয়ে নেবেন। একটা সমতল জায়গায় টি-শার্ট পেতে নিন। কোনও জায়গায় যেন কুঁচকে না থাকে। টি-শার্টের মধ্যে কার্ডবোর্ড ঢুকিয়ে দিতে পারেন। এবার প্রিন্টেড পেপার টিশার্টের উপর বিছিয়ে দিন। আয়রন গরম করে প্রেস করে নিন। তিন মিনিট সময় লাগবেই। খেয়াল রাখবেন পেপার যেন পুড়ে না যায়। এরপর পেপার ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে তুলে নিন। টি-শার্ট (old black top) ২৪ ঘণ্টা পর ধুয়ে নেবেন।
মূল ছবি – ইনস্টাগ্রাম
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!