আমি বেশিরভাগ সময়টাই সুতির পোশাক পরি। কারণ, সুতির পোশাকে আমি খুবই কম্ফোর্টেবল বোধ করি। অন্য পোশাকে আমি ততটা কম্ফোর্ট পাই না। আমার মতো অনেকেই হয়তো সুতির পোশাকে কম্ফোর্ট বোধ করেন। তাঁরাও বেশিরভাগ সময় সুতির পোশাক বেছে নেন। তবে সুতির পোশাক শুধু তো পরলেই হয় না, তার একইভাবে যত্নও নেওয়া প্রয়োজন। অর্থাৎ, শুধুই পরলে হবে? খরচা আছে। সুতির পোশাকের যত্ন নিতে হবে খুবই বেশি। প্রয়োজনে বিশেষ যত্ন নিতে হবে (take care of cotton clothes)।
কারণ সুতি হল প্রাকৃতিক ফেব্রিক। তুলো থেকে সুতো তৈরি করে বুননে তৈরি হয় সুতির পোশাক। তাই এই ফেব্রিকের বিশেষ যত্ন প্রয়োজন। তাই কাচা থেকে শুরু করে তাকে ভাঁজ করা পর্যন্ত একটি বিশেষ যত্ন প্রয়োজন। আসুন জেনে নিই সুতির পোশাকের যত্ন কীভাবে নেবেন(take care of cotton clothes)।
সুতির পোশাকের যত্ন কীভাবে নেবেন (take care of cotton clothes)
সতর্ক ভাবে কাচতে হবে
শোকানোর সময় সতর্ক থাকতে হবে
আয়রন করার সময় যত্ন নিয়ে করতে হবে
সুতির পোশাক কাচবেন কীভাবে
সুতির পোশাক খুবই সেনসেবল। খুব সহজেই এই ফেব্রিক ছিঁড়ে যায়। তাই আছাড় মেরে বা ঘষে ঘষে সুতির পোশাক না কাচাই ভাল। প্রচণ্ড গরম জলও দেবেন না। পোশাক নষ্ট হয়ে যাবে। তাই অল্প ঠান্ডাস জলে সাবান গুলে এই সুতির পোশাক ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পর আস্তে আস্তে থুপে সেই পোশাক কেচে নিন। তারপর ঠাণ্ডা জলেই আবার ধুয়ে নিন।
সুতির পোশাক কাচার জন্য অনেক দিন মাঝে বিরতি দেবেন না। বেশিদিন টানা পরলে নোংরা হবে বেশি। কাচায় সমস্যা হবে। তাই দুই তিনদিন পর পরই সুতির পোশাক কেচে নেবেন (take care of cotton clothes)।
যদি আপনি একবার পরেই কাচতে না চান, তবে তাকে রোদে দিতে হবে অবশ্যই। অন্তত এক ঘণ্টা রোদে দেবেন।
সুতির পোশাক আলমারির যে তাকে আছে, সেখানে কালো জিরে দিয়ে রাখুন।
সুতির পোশাকে আন্ডার আর্মসের ঘাম লাগতে পারে। সেই অবস্থাতেই পোশাক ভাঁজ করে রেখে দেবেন না। এতে সেই জায়গার ফেব্রিক খারাপ হয়ে যেতে পারে। তাই পোশাক খুলে আগে হাওয়ায় মেলে দেবেন। তারপর সেই পোশাক ভাঁজ করবেন(take care of cotton clothes)।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও! বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!