ADVERTISEMENT
home / রূপচর্চা ও বিউটি টিপস
সুন্দর কোমল ঠোঁটের জন্য় ঠোঁটের যত্ন তো করতেই হবে

সুন্দর কোমল ঠোঁটের জন্য় ঠোঁটের যত্ন তো করতেই হবে

আর্দ্র ও কোমল ঠোঁট সব সময়ই সুন্দর লাগে। তবে ত্বক অনেক সময় তৈলাক্ত হলেও ঠোঁট কিন্তু শুষ্ক হয়ে থাকে। ঠোঁট থেকে চামড়া উঠতে থাকে। এই সমস্যা যে শুধু শীতেই হয়, তাই নয়। গরমেও হতে পারে। তবে ঠোঁট যদি সঠিক পরিমাণে আর্দ্রতা পায়, তাহলে আপনার হাসি যেন আরও সুন্দর হয়ে ওঠে। দেখতেও ভাল লাগে। ঠোঁট সুন্দর ও আর্দ্র রাখার জন্য আপনার ঠোঁটে বিশেষ যত্ন প্রয়োজন (plump and hydrated lips) । তাতে ঠোঁট শুষ্ক হয়ে যাবে না। চামড়া উঠবে না। কালো হয়ে যাবে না। নিয়মিত ঠোঁটের যত্ন (care of lips) কীভাবে নেবেন, তা নিয়েই আলোচনা করা যাক।

হাইড্রেটেড থাকুন(care of lips)

ত্বকের এবং ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার অন্যতম শর্তই হল শরীর হাইড্রেটেড রাখা। শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হয়, তবে আপনার ত্বক এবং ঠোঁটও পর্যাপ্ত পরিমাণে জল পাবে(care of lips) । শুষ্ক হয়ে যাবে না। তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খান। তাতে আপনার ঠোঁটেও আর্দ্রতা বজায় থাকবে। প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস জল খান।

ঠোঁটের যত্ন নিন

এক্সফোলিয়েশন

আপনার ঠোঁটে মৃত কোষ তুলে ফেলে ঠোঁটের শুষ্ক ত্বককে কোমল করার জন্য় এই স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। তবে ঠোঁট এক্সফোলিয়েট করার জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহারের চেষ্টা করুন। সেটাই আপনার ঠোঁটের জন্য ভালো হবে। চিনি গুঁড়ো করে নিন। সামান্য পরিমাণে নারকেল তেল নিন। তেলের সঙ্গে চিনি মিশিয়ে নেবেন। এরপর আস্তে আস্তে এই মিশ্রণ আপনার ঠোঁটে (plump and hydrated lips)লাগিয়ে নেবেন। ১-২ মিনিট ধীরে ধীরে ঘষে নিয়ে মুছে ফেলুন(care of lips) । এরপর ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। নারকেল তেল আপনার ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে।

লিপ বাম

লিপ বাম বেছে নেওয়ার সময় অবশ্যই আপনাকে একটু যত্নশীল হতে হবে। অনেক সময় এরকম হয় যে, আপনি লিপ বাম ব্যবহার করছেন কিন্তু ঠোঁট শুষ্কই থেকে যাচ্ছে। কোনওরকম ফল পাচ্ছেন না। কারণ আপনি ভুল লিপ বাম বেছে নিচ্ছেন। কেমিক্যাল মুক্ত লিপ বাম বেছে নিন। দেখবেন তাতে যেন এসপিএফ-ও থাকে। যা আপনার ঠোঁটকে সান-ড্যামেজ থেকে বাঁচাবে। একইসঙ্গে শুষ্কও হতে দেবে না। আপনি টিন্টেড লিপ বামও ব্যবহার করতে পারেন। এটি আপনার ঠোঁটকে আরও বেশি প্লাম্প (plump and hydrated lips) দেখাবে। আপনি লিপ অয়েলও ট্রাই করতে পারেন। এটি আপনার ঠোঁটে আর্দ্রতা(care of lips) বজায় রাখবে। আপনার ঠোঁট (lips)দেখাবে গ্লসি।

ADVERTISEMENT

লিপ মাস্ক(care of lips)

আপনার মুখের ত্বক সুন্দর রাখার জন্য আপনি যেমন ফেস মাস্ক ব্যবহার করেন, ঠিক তেমনই ঠোঁটের সৌন্দর্য বজায় রাখার জন্যেও আপনার প্রয়োজন লিপ মাস্ক। ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার জন্য আপনি লিপ মাস্ক ব্যবহার করুন সপ্তাহে একবার। এক্সফোলিয়েট করার পর বাড়তি ময়শ্চারাইজার যোগ করতে আপনি লিপ মাস্ক লাগিয়ে নিন।

সঠিক লিপস্টিক ব্য়বহার করুন

লিপস্টিকের ক্ষেত্রেও সতর্ক হন

ম্যাট লিপস্টিক আমাদের ঠোঁটকে( lips) আরও শুষ্ক করে দেয়। তাই ম্যাট লিপস্টিক লাগানোর সময় সঠিক লিপস্টিক বেছে নেবেন। লিকুইড ম্যাট লিপস্টিক লাগাতে পারেন, অনেক লিপস্টিকের মধ্যে নারকেল তেলের মতো উপাদানও থাকে। এই লিপস্টিকে আপনার ঠোঁট সুন্দর(care of lips) দেখায়। সহজে শুষ্ক হয়ে যায় না। লিপস্টিক লাগানোর আগে লিপ বাম লাগিয়ে নিন। দিনে যতবার লিপস্টিক লাগাবেন, ততবারই লিপ বাম লাগিয়ে নিন। এতে ঠোঁট ভাল থাকবে।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
25 Mar 2022

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT