যেমনভাবে আমরা ত্বকের যত্ন নিই, একইভাবে চুলেরও যত্ন নেওয়া প্রয়োজন । অনেকেই চুল মোছার সময় সতর্ক থাকতে বলেন, আবার অনেকে বলেন তোয়ালে দিয়ে চুল মুছলে চুলের ক্ষতি হয় । একথা ঠিক যে তোয়ালে দিয়ে ঘষে চুল মুছলে চুলের ক্ষতি হতে পারে, চুল ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে । তাই চুল মোছার সময় আমাদের সতর্ক থাকতে হবে । খেয়াল রাখতে হবে যে, চুল ঘষে মোছার কারণে যেন কোনওভাবেই না চুল ভেঙে না যায় । তবে সতর্কতার সঙ্গে ও কয়েকটি নিয়ম মেনে যদি তোয়ালে দিয়ে চুল মোছা হয় ( towel dry your hair ), তবে চুল ভাল থাকে এবং চুলের জলও শুকিয়ে যায় । সেই কয়েকটি নিয়ম নিয়েই আলোচনা করব, তার আগে তোয়ালে দিয়ে চুল মোছার পদ্ধতিটি ( towel dry your hair ) ঠিক কীরকম, একবার আলোচনা করি ।
তোয়ালে দিয়ে চুল মোছার বিষয়টি কী
যখন তোয়ালে দিয়ে চুল মোছা হচ্ছে ( towel dry your hair ), বা কোনও নরম কোনও কাপড় দিয়ে তখন সেই কাপড় বা তোয়ালে চুলের জল টেনে নেয় ও চুল শোকাতে সাহায্য করে । এভাবেই চুলের যত্ন নিন ।
ব্যবহার করুন মাইক্রোফাইবার নরম তোয়ালে
তোয়ালে দিয়ে চুল মোছা কি ভাল না খারপ
এক্ষেত্রে ভাল বা খারাপের কোনও বিষয় নেই, শুধু পদ্ধতিটাই সঠিক থাকলে হল । যখন চুল ভিজে থাকে, তখন সব থেকে দুর্বল থাকে । তাই কোনওভাবে তা ভেঙে যেতে পারে বা গোড়া থেকে ছিঁড়ে যেতে পারে । তাই চুল শুকিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ । তবে খুব জোরে জোরে ঘষে মুছলেও চুল উঠে আসবে । চুলের দীর্ঘস্থায়ী কোনও সমস্যাও হতে পারে । তাই অবশ্যই খুব সাবধানতার সঙ্গে চুল মুছতে হবে ।
তোয়ালে দিয়ে চুল মুছবেন, কিন্তু চুলের কোনও ক্ষতিও হবে না । কীভাবে ?
- নরম মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করতে হববে । যাতে চুলের উপর ঘষলেও তার প্রভাব না পড়ে । প্রতিদিন শক্ত কোনও তোয়ালে দিয়ে চুল মুছলে চুলের উপর তার খারাপ প্রভাব পড়বে । চুলের ক্ষতি হবে ।
- চুল ধোওয়ার পরে আস্তে করে চুল থেকে জল ঝড়িয়ে নিতে হবে । তারপর তোয়ালে দিয়ে মাথার ত্বক থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত ধীরে ধীরে মুছতে হবে । তারপরেও চুল ভিজে থাকবে । তখন চুলের একাধিক ভাগ করে নিয়ে প্রতিটি ভাগ এভাবেই মুছতে হবে ।
- কখনও তোয়ালে দিয়ে চুল ঘষবেন না ।
- সম্পূর্ণ চুলটি একবার মোছা হয়ে গেলে আবার আগের পদ্ধতিই প্রয়োগ করুন । যদি আপনার চুল বড় হয় সেক্ষেত্রে চুলের জল না শুকানো পর্যন্ত এই পদ্ধতিটিই বারবার করে যেতে হবে ।
- যদি আপনার ঘন, লম্বা এবং কোঁকড়ানো চুল হয়, সেক্ষেত্রে আপনি চুলে তোয়ালে জড়িয়ে রাখতে পারেন । আপনার চুলের জল ওই তোয়ালে টেনে নেবে । ২০ মিনিট এভাবে রাখুন ।
সতর্ক থাকুন, কোনওভাবেই চুলে যেন ঘষা লা লাগে । তাহলে চুলের ক্ষতি হতে পারে । চুল ভেঙে যেতে পারে ও গোড়া থেকে ছিঁড়েও যেতে পারে । আপনার চুলের প্রতি যত্নশীল হন, আপনার চুল ভাল থাকবে । আপনাকেও আরও সুন্দর দেখাবে…
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে
থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!