ত্বকের যত্নে যেমন নিম পাতা খুবই কার্যকরী। চুল ভালো রাখার জন্যেও নিম ব্যবহার করতে পারেন আপনি। যেমন চুলকে গোড়া থেকে মজবুত করে, একইসঙ্গে স্ক্যাল্পের বিভিন্ন সমস্যাও দূর করে নিম। তাই চুলের যত্নে নিম ব্যবহারের পরামর্শ দিচ্ছি আমরা। খুশকির সমস্যা দূর করতে নিম পাতার জুড়ি মেলা ভার। তার আগে জেনে নেওয়া যাক (neem) নিম চুলের কী কী উপকার করে।
চুলের যত্নে নিম (neem)
- চুল বাড়তে সাহায্য করে
- শুষ্ক চুলকে কন্ডিশন করে
- খুশকি ও স্ক্যাল্পের চুলকানি ঠিক করে
- উকুনের সমস্যাও সমাধান করে
খুশকি ও স্ক্যাল্পের অন্যান্য সংক্রমণ নিম (neem) সমাধান করে
নিম (neem) তেলে অ্য়ান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে। স্ক্যাল্পে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের সঙ্গে তাই মোকাবিলা করে নিম। খুশকির প্রধান কারণ ক্যানডিডা ও মালাসেজিয়া ফাঙ্গি। তাই এই ধরনের ফাঙ্গাসের সঙ্গেও মোকাবিলা করে নিম। স্ক্যাল্প রাখে পরিষ্কার ও স্বাস্থ্যকর। ফলে স্ক্যাল্পের জ্বালা, চুলকানি ইত্যাদি সমস্যা দ্রুতই দূর করে নিম।
তবে নিয়মিত নিম ব্যবহার করতে হবে। যা স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে এবং খুশকি আবার হওয়া থেকে প্রতিরোধ করবে।
কী কী ভাবে নিম ব্যবহার করতে পারেন
নিম ও নারকেল তেল
কী কী প্রয়োজন
- আধ কাপ নারকেল তেল
- ১০টি নিম পাতা
- আধ চা চামচ লেবুর রস
- ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
কীভাবে বানাবেন – নারকেল তেল গরম করে নিন। তার মধ্য়ে নিম পাতা (neem) যোগ করুন। ১০-১৫ মিনিট পর আঁচ বন্ধ করে দিন। এর মধ্য়ে ক্যাস্টর অয়েল যোগ করুন। তারপর তেল ঠান্ডা করে নিয়ে লেবুর রস যোগ করুন। একটি বোতলে সেই মিশ্রণ ঢেলে রাখুন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন। তেল লাগানোর পর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন।
নিম জল
কী কী প্রয়োজন
- ৩৫-৪০ নিম পাতা
- ১-দেড় কাপ জল
কীভাবে বানাবেন – জল ফুটিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে দিন। এরপর ওর মধ্য়ে নিম পাতা (neem) মিশিয়ে দিন। সারা রাত রেখে দিন। এটি ব্যবহার করুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিন বার ব্যবহার করতে পারেন।
নিম হেয়ার মাস্ক
কী কী প্রয়োজন
- ৪০টা নিম পাতা
- ১ লিটার জল
- ১ টেবিলচামচ মধু
কীভাবে বানাবেন – জল ফুটিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে দিন। এরপর ওর মধ্য়ে নিম পাতা মিশিয়ে দিন। সারা রাত রেখে দিন। এরপর জল ছেঁকে নেবেন। নিম পাতা গ্রাইন্ড করে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর সেই পেস্টে মধু যোগ করুন। এই পেস্টটি আপনার চুলের গোড়ায় এবং চুলে ভাল করে লাগিয়ে নিন। ২৫ থেকে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন । POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!