ADVERTISEMENT
home / Care
চুলের যত্নে কাজে লাগান আলুর রস

চুলের যত্নে কাজে লাগান আলুর রস

শীতকালে খুশকির প্রকোপ বাড়ার আশঙ্কা যেমন থাকে, তেমনই পরিবেশ দূষণ সহ আরও নানা কারণে চুলের বারোটা বাজতেও সময় লাগে না। সঙ্গে চুলে জট পড়ার মতো সমস্যা তো রয়েছেই। অগত্যা নানা প্রসাধনী ব্যবহার করা ছাড়া আর কোনও গতি থাকে না। তাতে অল্প সময়ের জন্য এই সব সমস্যার চক্কর থেকে মুক্তি মেলে ঠিকই।  (how to use potato for hair care)

প্রসাধনীতে উপস্থিত নানা কেমিক্যালের কারণে চুলের ক্ষতি হয়ে যাওয়ার রাস্তাও প্রশস্ত হয়। তাই তো চুলের যত্নে প্রসাধনীর পরিবর্তে নানা প্রাকৃতিক উপাদানকে কাজে লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু কোন কোন প্রাকৃতিক উপাদানকে কাজে লাগালে উপকার মিলবে, তাই ভাবছেন নিশ্চয়?

এক্ষেত্রে চোখ বন্ধ করে শুধুমাত্র আলুর উপর ভরসা রাখুন, তাতেই উপকার পাবেন! কারণ, এতে উপস্থিত নানা ভিটামিন-মিনারেলের গুণে স্ক্যাল্পের স্বাস্থ্যের উন্নতি ঘটতে সময় লাগে না। ফলে ছোট-বড় সব সমস্যারই প্রকোপ কমে নিমেষেই। শুধু জেনে নিতে হবে চুলের যত্নে আলুর ব্যবহারের নানা উপায় সম্পর্কে, তাহলেই শীতের মরসুমে চুল নিয়ে আর কোনও চিন্তাই থাকবে না। (how to use potato for hair care)

নতুন চুল গজাতে সাহায্য করে

এক কাপ আলুর রসে একটা ডিমের কুসুম এবং চামচ দুয়েক মধু মিশিয়ে সেই পেস্ট চুলে লাগিয়ে মিনিটকুড়ি অপেক্ষা করে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এইভাবে চুলের যত্ন নিলেই চুলের বৃদ্ধি ঠিক ঠিক নিয়ম মেনে হবে। ফলে অসময়ে ময়দান খালি হয়ে যাওয়ার আশঙ্কা আর থাকবে না।

ADVERTISEMENT

স্প্লিটএন্ডসের সমস্যার সমাধান

পরিবেশ দূষণের কারণে তো বটেই, অনেক সময় নানা কেমিক্যালের কারণে চুলের আগা ফেটে যায়। সে সময় চুলের যত্নে যদি আলুকে কাজে লাগানে যায়, তাহলে উপকার মিলতে যে সময় লাগবে না, তাতে কোনও সন্দেহ নেই।

এক্ষেত্রে খান দুয়েক আলু থেকে রস তৈরি করে নিয়ে তাতে চামচ দুয়েক লেবুর রস, সম পরিমাণ নারকেলের দুধ এবং চামচ চারেক মধু মিশিয়ে সেই মিশ্রণ স্ক্য়াল্পে লাগিয়ে মিনিট পাঁচেক মাসাজ করে কম করে আধ ঘন্টা অপেক্ষা করুন। সময় হলেই সালফেট ফ্রি শ্য়াম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে বার দুয়েক এইভাবে চুলের যত্ন নিলে চুলের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে। বাড়বে জেল্লাও। (how to use potato for hair care)

চুলের আর্দ্রতা বজায় থাকবে

শীতের মরসুমে পরিবেশে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ার কারণে ত্বকের পাশাপাশি স্ক্যাল্পের হালও বেহাল হয়ে পরে, যে কারণে খুশকি তো বটেই, সঙ্গে আরও নানা সব সমস্যা ঘাড়ে চেপে বসার আশঙ্কা থাকে। তাই তো সারা শীতকাল জুড়ে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখাটা একান্ত প্রয়োজন। কিন্তু কীভাবে তা করবেন, তাই ভাবছেন? কোনও চিন্তা নেই!

হাতের কাছে আলু থাকলে খান তিনেক নিয়ে জুস তৈরি করে ফেলুন। এবার তাতে চামচ তিনেক অ্যালোভেরা জেল মিশিয়ে সেই পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে মিনিট দশেক মাসাজ করে নিয়ে মিনিট কুড়ি অপেক্ষা করুন। তারপর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে বার দুয়েক এইভাবে চুলের যত্ন নিলেই স্ক্যাল্পের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসবে। সঙ্গে চুলের সৌন্দর্যও বাড়বে ষোল আনা।

ADVERTISEMENT

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

22 Nov 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT