প্রতি বছরই নানা ধরনের নতুন-নতুন বিউটি ট্রেন্ড আসে, আর বিশেষ করে দেখবেন পুজোর আগ দিয়েই এই ট্রেন্ডগুলি দেখা যায়। মোটামুটি আমরা সবাই-ই এই ট্রেন্ডগুলো অন্ধের মতো অনুসরণও করি, আর বেশিরভাগ সময়েই না জেনে। তেমনই একটি বিউটি ট্রেন্ড হল শিট মাস্ক। অনেকেই হয়তো আগে শিট মাস্ক (how-to-use-sheet-mask-for-glowing-skin-before-durga-puja) ব্যবহার করেছেন আবার অনেকে হয়তো করেননি, কিন্তু দুর্গা পুজোর আগে ত্বক ঠিক রাখতে জেনে নিন, আদৌ sheet mask আপনার ত্বকের উপযোগী কিনা, আর হলেও কোনটি!
বলতে পারেন কোরিয়ান বিউটি সিক্রেটের একটি অন্যতম প্রোডাক্ট হল শিট মাস্ক। রেগুলার ফেস মাস্কের মতো, এটি টিউব বা কৌটোয় পাওয়া যায় না; বরং একটি পাতলা শিটের মতো দেখতে হয় এই মাস্কটি। এই মাস্কটি আদতেই মুখোশের মতোই দেখতে এবং চোখ ও নাকের কাছে ফুটো করা থাকে। এই মাস্কটি আগে থেকেই সিরামে সিক্ত থাকে এবং প্যাকেটে পাওয়া যায়।
১। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের ত্বকের লোমকূপ কিন্তু বেশিরভাগ সময়েই খোলা থাকে। ফলে ময়লা জমতে খুব বেশি সময় লাগে না। কাজেই তাঁদের এমন কোনও শিট মাস্ক ব্যবহার করা উচিত যা ত্বকের অতিরিক্ত তেলও শুষে নেয় আবার ত্বকের উপর থেকে মরা কোষ সরিয়ে দেয়। তৈলাক্ত ত্বকের অধিকারিণীরা চারকোল বেসড শিট মাস্ক (how-to-use-sheet-mask-for-glowing-skin-before-durga-puja) ব্যবহার করতে পারেন।
২। যদি আপনার ত্বক শুষ্ক হয়, তা হলে এমন কোনও sheet mask ব্যবহার করুন, যাতে গ্লিসারিন বা হায়ালুরনিক অ্যাসিড রয়েছে, এগুলি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বক মোলায়েমও করে তোলে।
MyGlamm-এর কে.প্লে ম্যান্ডারিন ব্রাইটেনিং শিট মাস্কের সাহায্যে আপনার ত্বককে একটু ভালবাসুন। ম্যান্ডারিনের গুণসম্পন্ন এই শিট মাস্ক ত্বক মজবুত ও তরতাজা করে তোলে এবং হারিয়ে যাওয়া তারুণ্য ফিরিয়ে আনে। এতে হোয়াইট ট্রাফলও রয়েছে যা প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে। এছাড়াও এতে রয়েছে নানা মিনারেল ও ভিটামিন বি, যা নিষ্প্রাণ ত্বকে প্রান ফিরিয়ে আনে।
ব্যবহারবিধি
MyGlamm-এর কে.প্লে আকাই বেরি অ্যান্টি-অক্সিডেন্ট শিট মাস্কের (how-to-use-sheet-mask-for-glowing-skin-before-durga-puja) সাহায্যে আপনার ত্বককে একটু ভালবাসুন। আকাই বেরির গুণসম্পন্ন এই শিট মাস্ক কোলাজেন উৎপাদনক্ষমতা বাড়িয়ে দেয়, ত্বককে দূষণের হাত থেকে রক্ষা করে এবং রিজুভিনেট করতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে গোজি বেরি এবং সামুদ্রিক বাকথরন যা ত্বকের প্রতিষেধক ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বকের অকালবার্ধক্য রোধেও সাহায্য করে।
ব্যবহারবিধি
মূল ছবি – পেক্সেলস ডট কমের সৌজন্যে
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!