ADVERTISEMENT
home / বলিউড ও বিনোদন
অপেক্ষার অবসান! হৃতিক রোশনের আগামী ছবি SUPER 30-র ট্রেলর মুক্তি পেল!

অপেক্ষার অবসান! হৃতিক রোশনের আগামী ছবি SUPER 30-র ট্রেলর মুক্তি পেল!

উফ, সেই জানুয়ারি মাস থেকে দিন গুনছিলেন তাঁর ভক্তরা! কবে তিনি আবার দেখা দেবেন! কীভাবে দেখা দেবেন! তাঁর সেই চোখধাঁধানো গ্রিক গড রূপটি দেখা যাবে, নাকি এক্কেবারে সাধারণ মানুষটির মতো পর্দায় দেখা দেবেন হৃতিক রোশন (Hrithik Roshan)! 

অবশেষে উত্তর পাওয়া গিয়েছে! অনেক টালবাহানার পর আজ মুক্তি পেয়েছে হৃতিকের আগামী ছবি সুপার থার্টি-র (Super 30) ট্রেলর। ছবির পরিচালক কুইন-খ্যাত বিকাশ বহল। হৃতিক এখানে এক অঙ্কের শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন। কীভাবে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি বিহারের এক অজ পাড়াগাঁয়ের ৩০জন অভাবী ছাত্রছাত্রীকে নিয়ে, তাদের বিনা পয়সার কোচিং দিয়ে জয়েন্ট এন্ট্রান্স বা আইআইটি-র মতো পরীক্ষায় উত্তীর্ণ করালেন আনন্দ কুমার নামে এক শিক্ষক, তার গল্প শোনাবে সুপার থার্টি! এখানে দেখে নিন ছবির ট্রেলরটি।

অবশ্য এর আগেও হৃতিক ছবিটির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন টুইটারে। 

আর আজ সকাল থেকে তো পরপর টুইট করে চলেছেন তিনি!

ADVERTISEMENT

যাঁর জীবনের গল্পের আদলে তৈরি হয়েছে ছবিটি, সেই আনন্দ কুমারও টুইট করেছেন ছবিটির ট্রেলর নিয়ে।

ছবির ট্রেলর অনেকের পছন্দ হয়েছে, অনেকের হয়নি। কেউ বলছেন, এতদিন পরে এই ডি-গ্ল্যাম লুকে পর্দায় আসাটা মোটেও ঠিক হয়নি হৃতিকের। তাঁর এর আগের রিলিজ, অর্থাৎ কাবিল-ও ছিল ডি-গ্ল্যাম। অবশ্য হৃতিক ভক্তদের মত, কাবিল-এ হৃতিক যা অভিনয়প্রতিভা দেখিয়েছিলেন, সেটিই আরও ক্ষুরধার হয়ে উঠবে সুপার থার্টিতে! তা ছাড়া এখন বেছে-বেছে ছবি করেন হৃতিক। এই তো, কিছুদিন পরেই ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে হৃতিক-টাইরাগ শ্রফের ছবির শুটিং শুরু হবে। সেখানে তো পুরনো ঝলমলে রূপেই দেখা যাবে তাঁকে।

সুপার থার্টি সকলের প্রশংসা কুড়োক এবং বক্স অফিসেও সাফল্য পাক, এমনটাই আমরা চাই। হৃতিকের জন্য তো বটেই, বলিউডের জন্যও!

মূল ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

04 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT