গত কয়েকদিন ধরে ভারত এবং পাকিস্তানের (India-Pakistan) মধ্যে যে দ্বন্দ্ব-যুদ্ধ চলছে অবশেষে তার অবসান হল। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force IAF) পাইলট উইং কমান্ডার (Wing Commandar) অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman) অবশেষে দেশের মাটিতে পা রাখলেন। পুলওয়ামা হামলার পরে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে পাকিস্তানে যে সারজিক্যাল স্ট্রাইক করা হয়েছিল তাতে কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আর্মির তরফ থেকে গ্রেপ্তার করে রাখা হয়, পাকিস্তানে ক্র্যাশ ল্যান্ডিং করার জন্য।
অনেক চাপানোতরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার জানান যে “শান্তির বার্তা” দিয়ে তিনি ভারতীয় বায়ুসেনার (Indian Air Force IAF) এই উইং কমান্ডারকে (Wing Commandar) ভারত সরকারের হাতে সমর্পণ করতে রাজি। ভারত সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল যাতে কমান্ডার (Wing Commandar) অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বিশেষ ফ্লাইটে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়, কিন্তু বর্ডারের ওপ্রান্তের সরকার তাতে রাজি হয়নি, বরং তারা বলেছেন যে স্থলপথে বাগা-আতারি (Waga-Ataari Border) সীমান্তের মাধ্যমে তারা উইং কমান্ডার অভিনন্দন (Wing Commandar) বর্তমানকে (Abhinandan Varthaman) পাকিস্তান থেকে ভারতে পাঠাবার ব্যবস্থা করবেন। আজ সকাল থেকেই বাগা-আতারি সীমান্তে (Waga-Ataari Border) শুধুমাত্র দু’দেশের (India-Pakistan) সেনাবাহিনীই নয়, সাধারণ ভারতীয়দেরও ভিড় জমেছিল, কখন অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)দেশের মাটিতে পা রাখবেন সেই ঘটনার সাক্ষী হতে।
ভারত সরকারের দাবি মেনেই নিঃশর্তে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force IAF) পাইলট উইং কমান্ডার (Wing Commandar) অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) ভারতে ফেরাল পাকিস্তান। আর তার সাথেই সোশ্যাল মিডিয়াতে অভিনন্দনকে অভিনন্দন জানালেন আপামর ভারতবাসী। শুধুমাত্র আমজনতাই নয়, বলিউডের অনেক সেলিব্রেটিও টুইট (tweet) করে দিলেন শুভেচ্ছা বার্তা।
There is no better feeling than Coming back Home, for home is the place of love, hope & dreams. Ur bravery makes us stronger. Eternally grateful. #WelcomeBackAbhinandan pic.twitter.com/NFTRINu6Mw
— Shah Rukh Khan (@iamsrk) March 1, 2019
Glued to our TVs to catch a glimpse of our Hero’s return! The way you stayed calm, professional & respectful during such adversities talks so much about your bravery. Such a proud feeling, welcome back wing commander. #WelcomeHomeAbhinandan.🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳gratefully yours !
— Raveena Tandon (@TandonRaveena) March 1, 2019
#AbhinandanVarthaman‘s family gets standing ovation in flight as they’re on way to receive India’s proud son. 🙌👏🙏🇮🇳 #AbhinandanMyHero #WelcomeHomeAbhinandan pic.twitter.com/TVupoFWm1D
— Sir Jadeja fan (@SirJadeja) March 1, 2019
ভারতীয় বায়ুসেনার (Indian Air Force IAF) পাইলট উইং কমান্ডার (Wing Commandar) অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) মা-বাবা যখন চেন্নাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন বিমানে তাঁদেরকে এভাবেই স্বাগত জানানো হয়েছিল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
Welcome back home #WelcomeBackAbinandan a true hero. These humane actions give hope that all humanity is not lost. Bharat mata ki Jai
— Varun Dhawan (@Varun_dvn) March 1, 2019
Welcome Back Home Dear #Abhinanadan – we salute your courage, bravery & service to our nation. 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
— Riteish Deshmukh (@Riteishd) March 1, 2019
Welcome back our hero 💪💪… #WingCommandarAbhinandan 🙏 #IndianAirfoce
— Saina Nehwal (@NSaina) March 1, 2019
Earlier today there protests outside Lahore Press Club in Pakistan demanding release of Indian pilot #WingCommanderAbhinandan.#NoToWar pic.twitter.com/UqDrcxdhL0
— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) February 28, 2019
দু’দেশের (India-Pakistan) মধ্যে যে দ্বন্দ্ব-যুদ্ধ চলছে তার অবসান হোক এই কামনাই করি।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!