ADVERTISEMENT
home / লাইফস্টাইল
পুজোর লাস্ট মিনিট টিপস: এই হেল্পলাইন নম্বরগুলি হাতের কাছে রাখতে ভুলবেন না যেন!

পুজোর লাস্ট মিনিট টিপস: এই হেল্পলাইন নম্বরগুলি হাতের কাছে রাখতে ভুলবেন না যেন!

বিপদ তো আর বলে আসে না। তাই সাবধানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর সেই কারণেই তো এই প্রতিবেদনে জরুরি কিছু হেল্পলাইন নম্বরের হদিশ দেওয়া হল, যেগুলি চটজলদি ফোনে সেভ করে নিন তো! তাতে কী লাভ হবে? নম্বরগুলি সঙ্গে থাকলে রাস্তাঘাটে অযাচিত ঝুটঝামেলা যেমন এড়িয়ে যেতে পারবেন, তেমনই কোন রাস্তায় ট্রাফিক বেশি, কোন রাস্তায় কম, তাও চটজলদি জেনে ফেলতে পারবেন। তাছাড়া ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ার ভয়ও তো থাকে। তখন হাসপাতালের নম্বর কোথায় খুঁজতে যাবেন বলুন তো! তাই বুঝতেই পারছেন থানা (police) থেকে ফায়ার ব্রিগেড, হাসপাতাল (ambulance) থেকে ইলেকট্রিক সাপ্লাই, এসবের নম্বর (Numbers) হাতের কাছে থাকার সুবিধেই আলাদা। সঙ্গে ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরটিও সেভ করে রাখতে ভুলবেন না যেন! তাতে রাস্তাঘাটের হাল হকিকত এক্কেবারে নখের ডগায় থাকবে। ফলে প্যান্ডেল হপিংয়ের সময় একটু হলেও ঝক্কি কমবে বই কী! আজকাল বিভিন্ন এমারজেন্সি সার্ভিসের অ্যাপও পাওয়া যায় প্লে স্টোর ও আইওএস স্টোরে। প্রয়োজনমতো ়ডাউনলোড করে নিতে পারেন সেগুলিও।

পুলিশের হেল্পলাইন নম্বর

এমার্জেন্সি নম্বর-১০০
লালবাজার পুলিশ স্টেশন- ০৩৩-২২১৪-৩২৩০/৩০২৪।
যাদবপুর পুলিশ স্টেশন- ৯৪৩৩৯১৮৩২৭।
ওয়েস্ট বেঙ্গল কন্ট্রোল রুম- ২২২১৫৪৮৬/২২২১৫৪১৫।
ট্রাফিক কন্ট্রোল রুম- ২২১৪৩৬৪৪/৫০০০।
পুলিশ কমিশনার অফিস- ২২২৫৬০৬০।
আলিপুর পুলিশ স্টেশন- ২৪৭৯ ১০২১, ২৪০৮০১০০।
এয়ারপোর্ট পুলিশ স্টেশন- ২৫১১৮২৯২।
গড়িয়াহাট পুলিশ স্টেশন- ২৪৮৬৩৭০২।
বউবাজার পুলিশ স্টেশন- ২২৬৮৭৫৫৪/৩৮০২।
পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন- ২২২৬৮৩২১।

https://bangla.popxo.com/article/kolkata-durga-puja-pandal-road-map-in-bengali

ফায়ার ব্রিগেডের জরুরি নম্বর

ফায়ার ব্রিগেড হেল্পলাইন নম্বর- ১০১।
হেড অফিস- ০৩৩-২২৪৪০১০১/২২৪৪০১৬৩/০১৭০।
বেহালা স্টেশন- ২৪৬৭২০৮৫।
বৈষ্ণবঘাটা স্টেশন- ২৪৩৬০৬৮৫।
সেন্ট্রাল অ্যাভিনিউ স্টেশন- ২২৪১-৪৫৪৫/২২৪১-৪৫৪৬।
দমদম স্টেশন- ২৫৫১-৪৩০৯।
কালীঘাট স্টেশন- ২২৪৪০১০১।
সল্টলেক স্টেশন- ২৩৫৭৫২৯৩।
টালিগঞ্জ স্টেশন- ২৪১১৫৩৯৩।

https://bangla.popxo.com/article/yoga-to-reduce-stress-during-durga-puja-in-bengali

এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস

হেল্পলাইন নম্বর-১০২।
হেল্থকেয়ার- ২৪১৫০৬০০।
রিলিফ মেডিকেল সার্ভিস- ২৪৭৫৪১৬৯।
লাইফকেয়ার মেডিকেল সার্ভিস- ২৪৭৫৪৬২৮।
ধন্বন্তরী- ২৪৪৯৫৫৯৪।

ADVERTISEMENT
https://bangla.popxo.com/article/emergency-makeup-hacks-for-durga-puja-in-bengali

ব্লাড ব্যাঙ্ক

সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক- ২৩৫১০৬১৯।
হেমোফিলিয়া সোসাইটি ব্লাড ব্যাঙ্ক- ২৪১৬৩৭৩৯।
লাইফ কেয়ার মেডিকেল সার্ভিস- ২২৪৪৪৯৪০।
পিপলস ব্লাড ব্যাঙ্ক- ২৪৫৫-৫১৬৪।

হাসপাতালের নম্বর

অ্যাপোলো গ্লেনিগেলস হাসপাতাল- ২৩৫৯৫২১১/১৫।
বেলভিউ ক্লিনিক-২২৪৭২৩২১/২২।
বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার- ২৪৫৬৭৭৭৭।
মেডিকেল কলেজ হাসপাতাল-২২৪১৪৯০১।
এন আর এস মেডিকেল কলেজ- ২২৪৪৩২১৩-১৬।
আর জি কর মেডিকেল কলেজ- ২৫৫৫৭৬৭৬/৮৮৩৮।
রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান-২৪৭৫৩৬৩৬/৩৬৩৯।
এস এস কে এম হাসপাতাল-২২২৩৬২৪২।
কোঠারি মেডিকেল সেন্টার- ২৪৫৬৭০৫০-৫৯।
আমরি হাসপাতাল, ঢাকুরিয়া- ২৪৬১২৬২৬।
আর এন টেগর ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স-২৪৩৬৪০০০।
পিয়ারলেস হসপিটাল- ২৪৬২২৩৯৪/২৪৬২।
উডল্যান্ড হসপিটাল- ২৪৫৬৭০৭৬/২৪৫৬৭০৭৯।
ন্যাশনাল মেডিকেল কলেজ- ২২৪৪০১২২-২৩।

অন্যান্য জরুরি নম্বর

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন- ১৬০০৩৩৩৩৭৫।
গ্যাস লিকেজ-২২৪১-৫৩৬৩/৫৭৮৭/৫৫৭৯ (উত্তর এবং সেন্ট্রাল কলকাতা), ২৪১১-৮৭১৮/৩৭৯২ (দক্ষিণ কলকাতা)।
ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট- ২২৩৭-৩১৬১/৬৪।
জল বিভাগ- ২২৩৭-৩১৬১/২২৩৭৩১৬২।
সিনিয়ার সিটিজেন হেল্পলাইন-৯৮৩০০৮৮৮৮৪।
উইমেন হেল্পলাইন- ১০৯১।
মেডিকেল হেল্পলাইন- ৯৮৩০০৭৯৯৯৯।

picture courtesy: pixabay

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

03 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT